Ajker Patrika

‘বিসিবির দায়িত্ব তামিম-মাহমুদউল্লাহদের সহযোগিতা করা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘বিসিবির দায়িত্ব তামিম-মাহমুদউল্লাহদের সহযোগিতা করা’

হাতে ওয়ান টাইম ব্যান্ডেজ নিয়ে কিছুক্ষণ পরপর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি ভবন থেকে বের হচ্ছিলেন ক্রিকেটাররা। বের হয়ে কেউ আবার দাঁড়িয়ে নেই, সবাই চলে যাচ্ছিলেন সোজা ড্রেসিংরুমে। 

এশিয়া কাপ ও বিশ্বকাপের কন্ডিশনিং ক্যাম্পের প্রথম ধাপ শুরু হয়ে গেল আজ। প্রথম দিন ক্রিকেটারদের কাজই ছিল বিসিবির মেডিকেল বিভাগে শারীরিক অবস্থার পরীক্ষা দেওয়া। বিবিসি জানিয়েছে, তালিকায় ক্যাম্পের খেলোয়াড়দের নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। 

তবে ৩২ ক্রিকেটারকে ক্যাম্পে রাখা হয়েছে বলে সংবাদমাধ্যমে এসেছে। এর মধ্যে আজ মাঠে এলেন ১৮-২০ জনের মতো। ফ্র্যাঞ্চাইজি লিগে থাকা পাঁচ ক্রিকেটার ছিলেন না। চট্টগ্রামে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে থাকা কয়েকজন ক্রিকেটার আসতে পারেননি। তাঁরাও ঢাকায় ফেরার কথা আজ। 

ক্যাম্পের প্রথম দিনের কার্যক্রমের ব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফিস অবশ্য সংবাদমাধ্যমকে একটু ধারণাও দিয়েছেন, ‘আমাদের চুক্তির সব ক্রিকেটার এবং সম্প্রতি যারা আমাদের জাতীয় দলের বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়েছে, তাদের সবাইকে আসতে বলা হয়েছে। আজকে মূলত মেডিকেল টেস্ট হবে—রক্ত, চোখের পরীক্ষা ও ইসিজি। মেডিকেল টেস্ট আজকে করা হচ্ছে। আগামীকাল এবং পরশু দল করে ফিজিও স্ক্রিনিং, যেমন হাড় ও পেশির কী অবস্থা, এসব করা হবে।’ 

ওয়ান টাইম ব্যান্ডেজ হাতে মাহমুদুল হাসান জয়অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ক্যাম্পের দলে সুযোগ পাবেন কি না, এ ব্যাপারে অনেক আলোচনাই হয়েছে। ক্যাম্পের খেলোয়াড়দের যে তালিকা, সেখানে সুযোগ পেয়েছেন তিনিও। আজ মেডিকেল বিভাগের পরীক্ষা দিয়েছেন তিনিও। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও দেশে ফিরছেন আজ। 

মাহমুদউল্লাহ কয়েক সিরিজ ধরেই দলে নেই। চোট ও পারফরম্যান্স বিবেচনায় তামিমও পার করছে কঠিন সময়। এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের ফেরা কতটুকু সহজ ও কঠিন হবে? একজন সাবেক ক্রিকেটার হিসেবে শাহরিয়ার নাফিস বললেন, ‘আমি মেডিকেল এক্সপার্ট নই। তামিমের কন্ডিশন কী সেই রিপোর্ট আমার পড়ে দেখা হয়নি। এই ব্যাপারে আসলে সরাসরি বলতে পারব না। একজন সাবেক খেলোয়াড় হিসেবে বলতে পারি চোটের কারণে একজন খেলোয়াড়ের ফিরে আসাটা কখনো সহজ আবার কখনো কঠিন হতে পারে।’ 

তবে নাফিস যোগ করেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব একজন ক্রিকেটারকে শতভাগ সাপোর্ট করা, যাতে তারা তাড়াতাড়ি সেরে উঠতে পারে। তামিম আমাদের চুক্তিবদ্ধ ক্রিকেটার, রিয়াদ আমাদের চুক্তিবদ্ধ ক্রিকেটার। আমাদের দায়িত্ব হচ্ছে তাদের সব সময় সহযোগিতা করা, এটা কোচের মাধ্যমে হোক, অনুশীলনের মাধ্যমে হোক, যেভাবেই হোক। আমরা তা করতে প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা সেটা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত