ক্রীড়া ডেস্ক
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ যুবাদের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানাল সেই সিরিজের সূচি। সেই সিরিজে থাকছে ৬ ওয়ানডে।
এসএলসি এক বিবৃতিতে গতকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা যুবাদের সিরিজের সূচি প্রকাশ করেছে। ২৪ এপ্রিল প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু এই সিরিজ। ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ২৬ এপ্রিল। দ্বিতীয় ওয়ানডে হবে ২৮ এপ্রিল।
এপ্রিলের পর মে মাসে হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সিরিজের চার ওয়ানডে। ১ মে হবে তৃতীয় ওয়ানডে। ৩, ৬ ও ৮ মে হবে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ ওয়ানডে। প্রস্তুতি ম্যাচ, ৬ ওয়ানডে সবই হবে হাম্বানটোটায়। তবে ম্যাচগুলোর শুরুর সময় এখনো নির্ধারিত হয়নি।
আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে ২০২৪ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতে বাংলাদেশ। দুবাইয়ে ৮ ডিসেম্বর ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। যুব এশিয়া কাপে এটা বাংলাদেশের দ্বিতীয় শিরোপা। এর আগে ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতকে দুবাইয়ে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। আর ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আজিজুল তামিম এবারের ডিপিএলে নেতৃত্ব দিচ্ছেন গুলশান ক্রিকেট ক্লাবকে।
তারিখ | |
---|---|
প্রস্তুতি ম্যাচ | ২৪ এপ্রিল |
প্রথম ওয়ানডে | ২৬ এপ্রিল |
দ্বিতীয় ওয়ানডে | ২৮ এপ্রিল |
তৃতীয় ওয়ানডে | ১ মে |
চতুর্থ ওয়ানডে | ৩ মে |
পঞ্চম ওয়ানডে | ৬ মে |
ষষ্ঠ ওয়ানডে | ৮ মে |
*সব ম্যাচের ভেন্যু হাম্বানটোটা
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ যুবাদের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানাল সেই সিরিজের সূচি। সেই সিরিজে থাকছে ৬ ওয়ানডে।
এসএলসি এক বিবৃতিতে গতকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা যুবাদের সিরিজের সূচি প্রকাশ করেছে। ২৪ এপ্রিল প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু এই সিরিজ। ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ২৬ এপ্রিল। দ্বিতীয় ওয়ানডে হবে ২৮ এপ্রিল।
এপ্রিলের পর মে মাসে হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সিরিজের চার ওয়ানডে। ১ মে হবে তৃতীয় ওয়ানডে। ৩, ৬ ও ৮ মে হবে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ ওয়ানডে। প্রস্তুতি ম্যাচ, ৬ ওয়ানডে সবই হবে হাম্বানটোটায়। তবে ম্যাচগুলোর শুরুর সময় এখনো নির্ধারিত হয়নি।
আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে ২০২৪ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতে বাংলাদেশ। দুবাইয়ে ৮ ডিসেম্বর ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। যুব এশিয়া কাপে এটা বাংলাদেশের দ্বিতীয় শিরোপা। এর আগে ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতকে দুবাইয়ে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। আর ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আজিজুল তামিম এবারের ডিপিএলে নেতৃত্ব দিচ্ছেন গুলশান ক্রিকেট ক্লাবকে।
তারিখ | |
---|---|
প্রস্তুতি ম্যাচ | ২৪ এপ্রিল |
প্রথম ওয়ানডে | ২৬ এপ্রিল |
দ্বিতীয় ওয়ানডে | ২৮ এপ্রিল |
তৃতীয় ওয়ানডে | ১ মে |
চতুর্থ ওয়ানডে | ৩ মে |
পঞ্চম ওয়ানডে | ৬ মে |
ষষ্ঠ ওয়ানডে | ৮ মে |
*সব ম্যাচের ভেন্যু হাম্বানটোটা
বাংলাদেশের হয়ে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এ যাত্রায় তাঁদের সঙ্গ দিয়েছেন কলকাতার দুজন সাঁতারু। চার জন মিলে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।
১০ ঘণ্টা আগেসাকিব-মাশরাফিদের সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট হামাগুড়ি থেকে উঠে দাঁড়াতে শিখেছে। শিখেছে দৌড়াতে। ‘পঞ্চপাণ্ডব’ বাংলাদেশকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। তাঁদের সবার ক্যারিয়ার প্রায় শেষ। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে। মুশফিকুর রহিম খেলছেন শুধু
১০ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সদর দপ্তরে চুরির ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইপিএলের বেশ কিছু জার্সি চুরি হয়েছে বলে জানা গেছে।
১২ ঘণ্টা আগেকলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন চন্দ্রকান্ত পণ্ডিত। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কেকেআর। কলকাতা তাঁর অধীনে ২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। সবশেষ মৌসুমে অবশ্য ভালো যায়নি দলটির। ৮ নম্বরে থেকে মৌসুম শেষ করে তারা।
১৩ ঘণ্টা আগে