Ajker Patrika

বৃহস্পতিকে ছাড়িয়ে সর্বোচ্চ উপগ্রহের মালিক এখন শনি

বৃহস্পতিকে ছাড়িয়ে সর্বোচ্চ উপগ্রহের মালিক এখন শনি

এত দিন পর্যন্ত সৌরজগতে বৃহস্পতির উপগ্রহ সংখ্যা সর্বাধিক ছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিজ্ঞানীরা নতুন তথ্য দিয়েছিলেন যে, বৃহস্পতির উপগ্রহ সংখ্যা ৯৫ টি। আর উপগ্রহের সংখ্যার দিক থেকে প্রথম এটি। তবে শনির ৬২টি নতুন উপগ্রহ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। শনির মোট উপগ্রহের সংখ্যা এখন ১৪৫টি। ফলে বর্তমানে সর্বাধিক সংখ্যক উপগ্রহ রয়েছে শনির। 

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন জানিয়েছে, সৌরজগতে বর্তমানে শনি গ্রহের সবচেয়ে বেশি সংখ্যক উপগ্রহ রয়েছে। এর আগে, ফেব্রুয়ারিতে বৃহস্পতির চারপাশে ১২ টি নতুন উপগ্রহ আবিষ্কার করেছিলেন বিজ্ঞানীরা। তখন এটির উপগ্রহের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯৫তে। 

ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী অধ্যাপক ড. ব্রেট গ্ল্যাডম্যান বলেন, শিগগিরই উপগ্রহগুলোর নামকরণ করা হবে। যেমন গ্যালিক, নর্স ইত্যাদি। এ ছাড়া, কিছু উপগ্রহ কানাডার ইনুইট দেবতার নামে নামকরণ করা হবে। এর জন্য ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন কাজ করছে। 

বিজ্ঞানীরা জানাচ্ছেন, যদি বৃহস্পতি গ্রহের চারপাশে ভবিষ্যতে আরও উপগ্রহ আবিষ্কৃত হয়, তবে হতে পারে সেই সংখ্যা শনির কাছাকাছি পৌঁছে যাবে। ব্রেট বলেন, ‘বর্তমানে শনি গ্রহের বৃহস্পতির চেয়ে তিনগুণ বেশি উপগ্রহ রয়েছে। কিন্তু সবগুলো এখনো গণনা করা যায়নি। গণনা শেষ হলে শনির উপগ্রহের সংখ্যা আরও বাড়বে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত