মহাকাশের মিল্কিওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথের ঠিক মাঝখানে থাকা ‘স্যাজিটেরিয়াস’ ব্ল্যাকহোলের ছবি বেশ কয়েক বছর আগেই প্রকাশ করেন জ্যোতির্বিজ্ঞানীরা। এবার সেই ব্ল্যাকহোল ঘিরে থাকা সাপের মতো চৌম্বক ক্ষেত্রের ছবি তুললেন বিজ্ঞানীরা।
আকাশগঙ্গার কেন্দ্রস্থলে অবস্থিত বিশাল ব্ল্যাকহোলটিকে ‘স্যাজিটেরিয়াস এ*’ বা ‘এসজিআর এ*’ হিসেবে চিহ্নিত করেন বিজ্ঞানীরা। ব্ল্যাকহোলটি আশপাশের আলো ও পদার্থকে গ্রাস করে নেয়।
এই ব্ল্যাকহোলের চিত্রের সঙ্গে ‘এম ৮৭’ নামের গ্যালাক্সির কেন্দ্রস্থলে থাকা আরেক ব্ল্যাকহোলের কাঠামোগত মিল পাওয়া গেছে। এই ব্ল্যাকহোল স্যাজিটেরিয়াসের চেয়েও ১ হাজার গুণ বড়। তবে উভয়েই অনেক বেশি শক্তিশালী এবং এদের সংগঠিত চৌম্বকক্ষেত্র রয়েছে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, ব্ল্যাকহোলটি সম্পর্কে নতুন তথ্যগুলো গত বুধবার অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটারে প্রকাশ করা হয়। গবেষণাপত্রে বলা হয়, এই ছবি থেকে ব্ল্যাকহোলের সাধারণ প্যাটার্ন টের পাওয়া যায়।
নাসা হাবল ফেলোশিপ প্রোগ্রামের আইনস্টাইন ফেলো ও সহপ্রধান গবেষক সারাহ ইসাউন বলেন, চারপাশের গ্যাস ও পদার্থের সঙ্গে ব্ল্যাকহোলগুলোর মিথস্ক্রিয়ার জন্য শক্তিশালী ও সুশৃঙ্খল চৌম্বকক্ষেত্রগুলোর অবদান গুরুত্বপূর্ণ।’
গবেষণা পরিচালনা করার জন্য ইভেন্ট হরাইজন টেলিস্কোপ নামে পরিচিত জ্যোতির্বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দলের সঙ্গে কাজ করেছে ইসাউন। এই গ্রুপে সারা বিশ্বের ৮০টি প্রতিষ্ঠানের ৩০০ জনের বেশি বিজ্ঞানী কাজ করেন।
একই গবেষণা অংশীদারত্বের মাধ্যমে ২০২২ সালে ‘স্যাজিটেরিয়াস এ *’-এর প্রথম ছবি তোলা হয়। গবেষক দলটি এম ৮৭ ছায়াপথ নিয়ে গবেষণা করেছে। এই ছায়াপথ পৃথিবী থেকে প্রায় ৫৩০ লাখ আলোকবর্ষ দূরে রয়েছে।
এই গ্যালাক্সির কেন্দ্রে ‘এম ৮৭ *’ নামে পরিচিত ব্ল্যাকহোল রয়েছে। এই ব্ল্যাকহোল ঘিরে থাকা চৌম্বকক্ষেত্র তার নাটকীয় আচরণে মূল ভূমিকা পালন করে বলে মনে করা হয়। ব্ল্যাকহোলটি খুবই দ্রুত গতিতে ইলেকট্রন ও অন্যান্য সাবটমিক কণার (ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের মতো কণা) একটি শক্তিশালী স্ফুরণ মহাকাশে উৎক্ষেপণ করে।
তবে স্যাজিটেরিয়াসে এমন কোনো কার্যকলাপ দেখা যায়নি। ব্ল্যাকহোল দুটির কাঠামোগত মিল দেখে বোঝা যায়, স্যাজেটেরিয়াসের কোনো লুকানো স্ফুরণ থাকতে পারে।
স্যাজিটেরিয়াস পৃথিবী থেকে প্রায় ২৭ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত। এটি সূর্যের চেয়ে ৪০ লাখ গুণ বড়।
ব্ল্যাকহোলটির চারপাশে বাঁকানো চৌম্বক ক্ষেত্রের নতুন চিত্রটি মেরুকৃত বা পোলারাইজড আলো ব্যবহার করে প্রকাশিত হয়েছিল। মানুষের চোখ সাধারণ আলো থেকে মেরুকৃত আলোকে আলাদা করতে পারে না। পোলারাইজড আলোর এমন তরঙ্গকে বোঝায়, যা একটি নির্দিষ্ট উপায়ে দোদুল্যমান। এই কম্পনের অভিযোজন বিজ্ঞানীদের চৌম্বকক্ষেত্রের রেখাগুলোর বিস্তারিত তথ্য বাছাই করতে ও তাদের বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করতে সাহায্য করে।
হার্ভার্ড ইউনিভার্সিটির ব্ল্যাকহোল ইনিশিয়েটিভ ফেলো ও নতুন গবেষণাটির সহনেতৃত্ব অ্যাঞ্জেলো রিকার্ট বলেন, ‘ব্ল্যাকহোলের কাছে গরম জ্বলন্ত গ্যাস থেকে পোলারাইজড আলো চিহ্নিত করার মাধ্যমে আমরা সরাসরি চৌম্বকক্ষেত্রের গঠন এবং শক্তি অনুমান করতে পেরেছি। এটি ব্ল্যাকহোলের ভেতরে গ্যাস ও পদার্থের প্রবাহকে চালু রাখতে ও বের করে দিতে সাহায্য করে।’
মহাকাশের মিল্কিওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথের ঠিক মাঝখানে থাকা ‘স্যাজিটেরিয়াস’ ব্ল্যাকহোলের ছবি বেশ কয়েক বছর আগেই প্রকাশ করেন জ্যোতির্বিজ্ঞানীরা। এবার সেই ব্ল্যাকহোল ঘিরে থাকা সাপের মতো চৌম্বক ক্ষেত্রের ছবি তুললেন বিজ্ঞানীরা।
আকাশগঙ্গার কেন্দ্রস্থলে অবস্থিত বিশাল ব্ল্যাকহোলটিকে ‘স্যাজিটেরিয়াস এ*’ বা ‘এসজিআর এ*’ হিসেবে চিহ্নিত করেন বিজ্ঞানীরা। ব্ল্যাকহোলটি আশপাশের আলো ও পদার্থকে গ্রাস করে নেয়।
এই ব্ল্যাকহোলের চিত্রের সঙ্গে ‘এম ৮৭’ নামের গ্যালাক্সির কেন্দ্রস্থলে থাকা আরেক ব্ল্যাকহোলের কাঠামোগত মিল পাওয়া গেছে। এই ব্ল্যাকহোল স্যাজিটেরিয়াসের চেয়েও ১ হাজার গুণ বড়। তবে উভয়েই অনেক বেশি শক্তিশালী এবং এদের সংগঠিত চৌম্বকক্ষেত্র রয়েছে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, ব্ল্যাকহোলটি সম্পর্কে নতুন তথ্যগুলো গত বুধবার অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটারে প্রকাশ করা হয়। গবেষণাপত্রে বলা হয়, এই ছবি থেকে ব্ল্যাকহোলের সাধারণ প্যাটার্ন টের পাওয়া যায়।
নাসা হাবল ফেলোশিপ প্রোগ্রামের আইনস্টাইন ফেলো ও সহপ্রধান গবেষক সারাহ ইসাউন বলেন, চারপাশের গ্যাস ও পদার্থের সঙ্গে ব্ল্যাকহোলগুলোর মিথস্ক্রিয়ার জন্য শক্তিশালী ও সুশৃঙ্খল চৌম্বকক্ষেত্রগুলোর অবদান গুরুত্বপূর্ণ।’
গবেষণা পরিচালনা করার জন্য ইভেন্ট হরাইজন টেলিস্কোপ নামে পরিচিত জ্যোতির্বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দলের সঙ্গে কাজ করেছে ইসাউন। এই গ্রুপে সারা বিশ্বের ৮০টি প্রতিষ্ঠানের ৩০০ জনের বেশি বিজ্ঞানী কাজ করেন।
একই গবেষণা অংশীদারত্বের মাধ্যমে ২০২২ সালে ‘স্যাজিটেরিয়াস এ *’-এর প্রথম ছবি তোলা হয়। গবেষক দলটি এম ৮৭ ছায়াপথ নিয়ে গবেষণা করেছে। এই ছায়াপথ পৃথিবী থেকে প্রায় ৫৩০ লাখ আলোকবর্ষ দূরে রয়েছে।
এই গ্যালাক্সির কেন্দ্রে ‘এম ৮৭ *’ নামে পরিচিত ব্ল্যাকহোল রয়েছে। এই ব্ল্যাকহোল ঘিরে থাকা চৌম্বকক্ষেত্র তার নাটকীয় আচরণে মূল ভূমিকা পালন করে বলে মনে করা হয়। ব্ল্যাকহোলটি খুবই দ্রুত গতিতে ইলেকট্রন ও অন্যান্য সাবটমিক কণার (ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের মতো কণা) একটি শক্তিশালী স্ফুরণ মহাকাশে উৎক্ষেপণ করে।
তবে স্যাজিটেরিয়াসে এমন কোনো কার্যকলাপ দেখা যায়নি। ব্ল্যাকহোল দুটির কাঠামোগত মিল দেখে বোঝা যায়, স্যাজেটেরিয়াসের কোনো লুকানো স্ফুরণ থাকতে পারে।
স্যাজিটেরিয়াস পৃথিবী থেকে প্রায় ২৭ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত। এটি সূর্যের চেয়ে ৪০ লাখ গুণ বড়।
ব্ল্যাকহোলটির চারপাশে বাঁকানো চৌম্বক ক্ষেত্রের নতুন চিত্রটি মেরুকৃত বা পোলারাইজড আলো ব্যবহার করে প্রকাশিত হয়েছিল। মানুষের চোখ সাধারণ আলো থেকে মেরুকৃত আলোকে আলাদা করতে পারে না। পোলারাইজড আলোর এমন তরঙ্গকে বোঝায়, যা একটি নির্দিষ্ট উপায়ে দোদুল্যমান। এই কম্পনের অভিযোজন বিজ্ঞানীদের চৌম্বকক্ষেত্রের রেখাগুলোর বিস্তারিত তথ্য বাছাই করতে ও তাদের বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করতে সাহায্য করে।
হার্ভার্ড ইউনিভার্সিটির ব্ল্যাকহোল ইনিশিয়েটিভ ফেলো ও নতুন গবেষণাটির সহনেতৃত্ব অ্যাঞ্জেলো রিকার্ট বলেন, ‘ব্ল্যাকহোলের কাছে গরম জ্বলন্ত গ্যাস থেকে পোলারাইজড আলো চিহ্নিত করার মাধ্যমে আমরা সরাসরি চৌম্বকক্ষেত্রের গঠন এবং শক্তি অনুমান করতে পেরেছি। এটি ব্ল্যাকহোলের ভেতরে গ্যাস ও পদার্থের প্রবাহকে চালু রাখতে ও বের করে দিতে সাহায্য করে।’
আইনস্টাইনের কথা উঠলেই চলে আসে আরও একজনের নাম। তিনি হলের এমি নোয়েথার। আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব সহজভাবে ব্যাখ্যা করেছিলেন এই নারী। তিনি ছিলেন জার্মান গণিতবিদ। মাত্র ৫৩ বছর বয়সে মারা যান এই নারী। কিন্তু এই অল্প কিছুদিনেই গণিতে তাঁর অবদান অসামান্য।
১৫ ঘণ্টা আগেজলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বায়ুমণ্ডলে কার্বন ডাই–অক্সাইডের মাত্রা বৃদ্ধির কারণে বাংলাদেশসহ বিশ্বের কৃষিপ্রধান দেশগুলোর ধানে আর্সেনিকের উপস্থিতির আশঙ্কা বেড়ে গেছে। সম্প্রতি দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথ জার্নালে প্রকাশিত এক গবেষণায় এই তথ্য জানানো হয়েছে।
১৭ ঘণ্টা আগেডলফিনেরা পৃথিবীর অন্যতম বুদ্ধিমান প্রাণী, যাদের জটিল সামাজিক আচরণ ও শিসের মাধ্যমে নিজস্ব সাংকেতিক নাম রয়েছে। তারা ঘনঘন শব্দ, ক্লিক ও স্কোয়াক ব্যবহার করে একে অপরের সঙ্গে যোগাযোগ করে। রহস্যময় এই যোগাযোগব্যবস্থা ভেদ করার পথেই এগোচ্ছে বিজ্ঞান।
২ দিন আগেপৃথিবী ছাড়া মহাবিশ্বের অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা—এই প্রশ্নের উত্তর খুঁজতে বিগত কয়েক দশক ধরে গবেষণা পরিচালনা করেছেন বিজ্ঞানীরা। এবার সেই উত্তরের খোঁজে আরেক ধাপ এগোল মানবজাতি। নাসার জ্যোতির্বিদরা দাবি করেছেন, পৃথিবী থেকে ১২৪ আলোকবর্ষ দূরে ‘কে২–১৮ বি’ নামের একটি গ্রহের বায়ুমণ্ডলে...
২ দিন আগে