নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সারা দেশে লোডশেডিং, জ্বালানি খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে তিন দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচি ঘোষণা করেন।
মির্জা ফখরুল বলেন, আগামী ২৯ জুলাই ঢাকা মহানগর উত্তর ও ৩০ জুলাই ঢাকা মহানগর দক্ষিণ, অন্যান্য মহানগরে আগামী ২৯ ও ৩০ জুলাই এবং জেলা পর্যায়ে আগামী ৩১ জুলাই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করা হবে। গত সোমবার দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।
বিএনপি মহাসচিব বলেন, ‘উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশের কর্মসূচির তারিখ পরে জানানো হবে।’
স্থায়ী কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘সভায় বর্তমানে লোডশেডিং, বিদ্যুৎখাত ও জ্বালানি খাতের ভয়াবহ সংকটের বিষয়ে আলোচনা হয়। সভা মনে করে, সরকারের নিজস্ব ব্যবসায়ীদের মুনাফার স্বার্থের জন্য পরিকল্পিতভাবে নিয়ম নীতি বিসর্জন দিয়ে চাহিদার অতিরিক্ত বিদ্যুৎকেন্দ্র স্থাপন, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের সুযোগ প্রদানের ভয়াবহ দুর্নীতির কারণে, ক্যাপাসিটি চার্জ বাবদ প্রচুর অর্থ ব্যয় করার ফলে বর্তমানে এই অচলাবস্থা তৈরি হয়েছে।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘সরকার লোডশেডিং শূন্যের কোঠায় নিয়ে আসায় উৎসব করেছে আতশবাজি পুড়িয়ে। অন্যদিকে এখন শহরে দুতিন ঘণ্টা এবং গ্রামাঞ্চলে পাঁচ/ছয় ঘণ্টা লোডশেডিং জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। শিল্পে ও কৃষিতে উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সামগ্রিকভাবে অর্থনীতির ওপর চরম বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। জ্বালানি সরবরাহ নিশ্চিত না করেই বিদ্যুৎকেন্দ্র স্থাপন সমস্যাকে জটিলতর করেছে। দেশে গ্যাস উৎপাদন বৃদ্ধির কোনো উদ্যোগ না নিয়ে বিদেশ থেকে গ্যাস আমদানির লক্ষ্যই হচ্ছে চুরি এবং নিজস্ব দলের ব্যবসায়ীদের সঙ্গে নিজেদের দুর্নীতি ও অনৈতিক সম্পদের পাহাড় গড়ে তোলা।’
মির্জা ফখরুল বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধিতে গভীর ক্ষোভ প্রকাশ করা হয়। চাল, ডাল, তেল, লবণ, চিনি, শাকসবজি ও মাছ-মাংসে ক্রমবর্ধমান মূল্য বিষয়ে সরকারের অব্যবস্থাপনা ও সরকারের মদদপুষ্ট সিন্ডিকেটকে দায়ী। দলের স্থায়ী কমিটির সভায় এমন মন্তব্য এসেছে। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের মূল্য ৩২ শতাংশ এবং পাম ওয়েলের দাম ৪৮ শতাংশ পর্যন্ত কমলেও সরকার সমর্থিত লুটেরা ব্যবসায়ী সিন্ডিকেট চক্রের দেশের বাজারে আগের মূল্যে বিক্রি অব্যাহত রাখায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়। দ্রব্যমূল্য হ্রাসের ব্যর্থ হওয়ায় সরকারের তীব্র সমালোচনা করা হয় এবং ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের দাবি জানানো হয়।’
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশের সবাই অপরাধী মন্তব্য করার পর বিজিবির মহাপরিচালক নীরব থাকায় তীব্র সমালোচনা করেছে বিএনপির স্থায়ী কমিটি। স্থায়ী কমিটি মনে করে, সীমান্তে গুলি করে হত্যা মানবাধিকার লঙ্ঘন।
মির্জা ফখরুল বলেন, ‘সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে যৌন নিপীড়নের অপরাধে বরাবরের মতো ছাত্রলীগ অভিযুক্ত হওয়ায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয় দলের স্থায়ী কমিটির সভায়।’
সারা দেশে লোডশেডিং, জ্বালানি খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে তিন দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচি ঘোষণা করেন।
মির্জা ফখরুল বলেন, আগামী ২৯ জুলাই ঢাকা মহানগর উত্তর ও ৩০ জুলাই ঢাকা মহানগর দক্ষিণ, অন্যান্য মহানগরে আগামী ২৯ ও ৩০ জুলাই এবং জেলা পর্যায়ে আগামী ৩১ জুলাই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করা হবে। গত সোমবার দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।
বিএনপি মহাসচিব বলেন, ‘উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশের কর্মসূচির তারিখ পরে জানানো হবে।’
স্থায়ী কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘সভায় বর্তমানে লোডশেডিং, বিদ্যুৎখাত ও জ্বালানি খাতের ভয়াবহ সংকটের বিষয়ে আলোচনা হয়। সভা মনে করে, সরকারের নিজস্ব ব্যবসায়ীদের মুনাফার স্বার্থের জন্য পরিকল্পিতভাবে নিয়ম নীতি বিসর্জন দিয়ে চাহিদার অতিরিক্ত বিদ্যুৎকেন্দ্র স্থাপন, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের সুযোগ প্রদানের ভয়াবহ দুর্নীতির কারণে, ক্যাপাসিটি চার্জ বাবদ প্রচুর অর্থ ব্যয় করার ফলে বর্তমানে এই অচলাবস্থা তৈরি হয়েছে।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘সরকার লোডশেডিং শূন্যের কোঠায় নিয়ে আসায় উৎসব করেছে আতশবাজি পুড়িয়ে। অন্যদিকে এখন শহরে দুতিন ঘণ্টা এবং গ্রামাঞ্চলে পাঁচ/ছয় ঘণ্টা লোডশেডিং জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। শিল্পে ও কৃষিতে উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সামগ্রিকভাবে অর্থনীতির ওপর চরম বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। জ্বালানি সরবরাহ নিশ্চিত না করেই বিদ্যুৎকেন্দ্র স্থাপন সমস্যাকে জটিলতর করেছে। দেশে গ্যাস উৎপাদন বৃদ্ধির কোনো উদ্যোগ না নিয়ে বিদেশ থেকে গ্যাস আমদানির লক্ষ্যই হচ্ছে চুরি এবং নিজস্ব দলের ব্যবসায়ীদের সঙ্গে নিজেদের দুর্নীতি ও অনৈতিক সম্পদের পাহাড় গড়ে তোলা।’
মির্জা ফখরুল বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধিতে গভীর ক্ষোভ প্রকাশ করা হয়। চাল, ডাল, তেল, লবণ, চিনি, শাকসবজি ও মাছ-মাংসে ক্রমবর্ধমান মূল্য বিষয়ে সরকারের অব্যবস্থাপনা ও সরকারের মদদপুষ্ট সিন্ডিকেটকে দায়ী। দলের স্থায়ী কমিটির সভায় এমন মন্তব্য এসেছে। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের মূল্য ৩২ শতাংশ এবং পাম ওয়েলের দাম ৪৮ শতাংশ পর্যন্ত কমলেও সরকার সমর্থিত লুটেরা ব্যবসায়ী সিন্ডিকেট চক্রের দেশের বাজারে আগের মূল্যে বিক্রি অব্যাহত রাখায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়। দ্রব্যমূল্য হ্রাসের ব্যর্থ হওয়ায় সরকারের তীব্র সমালোচনা করা হয় এবং ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের দাবি জানানো হয়।’
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশের সবাই অপরাধী মন্তব্য করার পর বিজিবির মহাপরিচালক নীরব থাকায় তীব্র সমালোচনা করেছে বিএনপির স্থায়ী কমিটি। স্থায়ী কমিটি মনে করে, সীমান্তে গুলি করে হত্যা মানবাধিকার লঙ্ঘন।
মির্জা ফখরুল বলেন, ‘সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে যৌন নিপীড়নের অপরাধে বরাবরের মতো ছাত্রলীগ অভিযুক্ত হওয়ায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয় দলের স্থায়ী কমিটির সভায়।’
আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও বামপন্থী দলগুলো রাজনীতি হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। তিনি বলেন, ‘আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও বামপন্থী দলগুলো রাজনীতি হারিয়ে ফেলেছে। বিশ্বব্যাংক, আন্তর্জাতিক অর্থ তহবিল নানাভাবে আমাদের রাজনীতি নিয়ন্ত্রণ
৩৫ মিনিট আগেবিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটে নয়, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
৪০ মিনিট আগেআসন্ন জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে (রমজানের আগে) হওয়া উচিত বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এই সময়ের মধ্যে সংস্কারগুলো ও বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না এলে তা সর্বোচ্চ এপ্রিল পার হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন তিনি।
১ ঘণ্টা আগেবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। এ নিয়ে আজ শনিবার সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে যৌথ সভা করেছে দলটি। এই সভায় খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে ঢাকায় প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ঢাকার পাশাপাশি প্রস্তুতি নে
১ ঘণ্টা আগে