Ajker Patrika

বরিশালে বাসদের মানবতার বাজারে রাজনৈতিক বাধার অভিযোগ

প্রতিনিধি
বরিশালে বাসদের মানবতার বাজারে রাজনৈতিক বাধার অভিযোগ

ব‌রিশাল: ক‌রোন‌াকা‌লে ব‌রিশাল মহানগরীর দুস্থ ও অসহায় মানুষের জন্য মানবতার বাজারের কার্যক্রম অব‌্যাহত রেখেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। শ‌নিবার বাসদ আয়োজিত এক সংবাদ স‌ম্মেল‌নে বলা হয়, রাজ‌নৈ‌তিক চা‌পে মানবতার বাজার ব‌ন্ধের পায়তারা চলছে। তা‌দের দাবি, কুচক্রী রাজ‌নৈ‌তিক মহলটি বাসদকে কোন ভেন‌্যু‌তেই বিনামূল‌্যে পণ্য সরবরা‌হ কর‌তে দি‌চ্ছে না। এরই অংশ হিসেবে নগরীর অমৃত লাল দে ক‌লেজ প্রাঙ্গন থে‌কে মানবতার বাজার গু‌টি‌য়ে নি‌তে বাধ‌্য করা হয়েছে।

বাসদ জা‌নি‌য়ে‌ছে, বাধা উপেক্ষা করে র‌বিবার নগরীর সদর রোড ও আমতলা মোড় এলাকায় পৃথক দুইটি বাজার বসানো হয়। এর মাধ্যমে দুই শতাধিক অসহায় মানুষের মধ্যে চাল, ডাল, তেল, কুমড়া, আটা ও ঈদ সামগ্রী তুলে দেয় সংগঠ‌নের নেতৃবৃন্দ।

নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হল চত্বরে ভ্রাম্যমাণ মানবতার বাজারের কার্যক্রম চালুর সময় উপস্থিত ছিলেন বাসদ জেলা আহবায়ক ইমরান হাবীব রুমন ও সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী। মনিষা চক্রবর্তী বলেন, করোনার প্রথমদিক থেকে নগরীর বিভিন্ন স্থানে অসহায়দের সকল প্রকার সেবা ও সহযোগিতা দেওয়া হয়েছে। গত ৬ মে অমৃত লাল দে কলেজ মাঠে মানবতার বাজারের কার্যক্রম শুরু করা হয়। রহস্যজনকভাবে সেখানে কার্যক্রম বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ কার্যক্রম অন্য কোথায়ও যেন চালু না করা যায় সেই চেষ্টাও করে যাচ্ছে একটি রাজ‌নৈ‌তিক মহল। সেই অশুভ শক্তিকে হারিয়ে মানবতার বাজা‌রের কার্যক্রম সচল রেখেছে বাসদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

পিরোজপুরে ২০ কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক, সদস্যদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত