খাগড়াছড়ি প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘পাহাড় হোক, সমতল হোক, সবাইকে দাবি তুলতে হবে। আমাদের নতুন সংবিধান লাগবে। একটি নতুন বাংলাদেশ লাগবে।’ আজ সোমবার বেলা ৩টার দিকে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরের মুক্তমঞ্চে এনসিপির পদযাত্রা শেষে পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আমাদের এই জুলাই পদযাত্রা শুরু হয়েছে। আমরা চাই আপনারাও এই নতুন সংবিধানের দাবিতে আপনাদের জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে আপনার পরিচয় স্বীকৃতি এবং পাহাড়ি-বাঙালি সবার মানবাধিকার, নাগরিক অধিকার, মর্যাদার অধিকার নিশ্চিত করার দাবিতে সবাই ঐক্যবদ্ধ হবেন।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘এখানে অনেক জাতি বসবাস করে। তাদের মধ্যে অনেক ধরনের দ্বন্দ্ব বিভিন্ন সময়ে দেখি। আপনাদের সবাইকে এক জায়গায় ঐকমত্য হতে হবে। উন্নয়নের ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য সুবিধার ক্ষেত্রে আপনারা প্রত্যেকটি জনগোষ্ঠী বঞ্চিত। যারা পাহাড়ে বসবাস করে–বাঙালি হোক, চাকমা বা মারমা হোক, যেকোনো জনগোষ্ঠী হোক না কেন। পাহাড়ে উন্নয়ন ঘটাতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই। সম্প্রীতির কোনো বিকল্প নেই।’
নাহিদ ইসলাম বলেন, ‘পাহাড়ে যদি শিক্ষার বিস্তার ঘটে; ভালো মানের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত বা পরিচালনা হয়; এর সুযোগ-সুবিধা সব জনগোষ্ঠী পাবে। আপনাদের নিজেদের স্বার্থে সব জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হতে হবে এবং সম্প্রীতির সঙ্গে এই পাহাড়কে এগিয়ে নিতে হবে। জাতীয় নাগরিক পার্টির আমরা সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়েই আপনাদের কাছে এসেছি।’
নাহিদ বলেন, ‘বাংলাদেশকে আমরা বহু ভাষা এবং বহু সংস্কৃতির দেশ হিসেবে গড়ে তুলতে চাই। এটা আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের অংশ। আমাদের সংবিধানে এই বৈচিত্র্যকে অস্বীকার করা হয়েছিল। নতুন রাষ্ট্র গঠনের যে সুযোগ সম্ভাবনা আমরা একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পেয়েছিলাম, তা হারিয়েছি। কিন্তু ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের পর যে নতুন জাতীয় ঐক্য তৈরি হয়েছে, নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, এই সম্ভাবনা-সুযোগ হারাতে চাই না।’
পথসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘পার্বত্য অঞ্চলের মানুষদের চিকিৎসাসেবার জন্য অনেক কষ্ট করতে হয়। কাদামাটিতে হাঁটতে হয় মাইলে পর মাইল। অসুস্থ বা রোগীকে কাঁধে করে চিকিৎসার জন্য নিয়ে যেতে হয়। তখন সেই রোগীর অবস্থা করুণ হয়ে যায়। যাঁরা রোগীর সঙ্গে থাকেন, তাঁদের অবস্থাও শোচনীয় হয়ে পড়ে। এই কারণে খাগড়াছড়িসহ পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত স্থানগুলোতে যেখানে ঘনবসতি রয়েছে, অল্প মানুষ থাকলেও সেখানে যেন যোগাযোগব্যবস্থার উন্নতি করা হয়, বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে যেন মানুষ সহজেই যাতায়াত করতে পারেন, এমন এক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখি।’
এনসিপির দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা বলেন, ‘আপনারা সবাই যদি চান, আমরা দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজমুক্ত খাগড়াছড়ি গড়তে পারব। বাঙালি, চাকমা, মারমা, ত্রিপুরা আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। বিগত বছরগুলোতে এই পাহাড়ে একটি গোষ্ঠী আগুন ধরিয়ে সেই আগুনে আলু পুড়িয়ে খেয়েছে।’
দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সদস্যসচিব আক্তার হোসেন ও খাগড়াছড়ি জেলা সংগঠক সুইচিং মারমা।
এর রাগে দুপুরে খাগড়াছড়ি শহরের নারকেলবাগান এলাকা থেকে পদযাত্রা শুরু হয়ে শাপলা চত্বর বাজার ঘুরে মুক্তমঞ্চে এসে শেষ হয়। সমাবেশ শেষে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের জন্য দোয়া করা হয়।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘পাহাড় হোক, সমতল হোক, সবাইকে দাবি তুলতে হবে। আমাদের নতুন সংবিধান লাগবে। একটি নতুন বাংলাদেশ লাগবে।’ আজ সোমবার বেলা ৩টার দিকে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরের মুক্তমঞ্চে এনসিপির পদযাত্রা শেষে পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আমাদের এই জুলাই পদযাত্রা শুরু হয়েছে। আমরা চাই আপনারাও এই নতুন সংবিধানের দাবিতে আপনাদের জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে আপনার পরিচয় স্বীকৃতি এবং পাহাড়ি-বাঙালি সবার মানবাধিকার, নাগরিক অধিকার, মর্যাদার অধিকার নিশ্চিত করার দাবিতে সবাই ঐক্যবদ্ধ হবেন।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘এখানে অনেক জাতি বসবাস করে। তাদের মধ্যে অনেক ধরনের দ্বন্দ্ব বিভিন্ন সময়ে দেখি। আপনাদের সবাইকে এক জায়গায় ঐকমত্য হতে হবে। উন্নয়নের ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য সুবিধার ক্ষেত্রে আপনারা প্রত্যেকটি জনগোষ্ঠী বঞ্চিত। যারা পাহাড়ে বসবাস করে–বাঙালি হোক, চাকমা বা মারমা হোক, যেকোনো জনগোষ্ঠী হোক না কেন। পাহাড়ে উন্নয়ন ঘটাতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই। সম্প্রীতির কোনো বিকল্প নেই।’
নাহিদ ইসলাম বলেন, ‘পাহাড়ে যদি শিক্ষার বিস্তার ঘটে; ভালো মানের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত বা পরিচালনা হয়; এর সুযোগ-সুবিধা সব জনগোষ্ঠী পাবে। আপনাদের নিজেদের স্বার্থে সব জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হতে হবে এবং সম্প্রীতির সঙ্গে এই পাহাড়কে এগিয়ে নিতে হবে। জাতীয় নাগরিক পার্টির আমরা সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়েই আপনাদের কাছে এসেছি।’
নাহিদ বলেন, ‘বাংলাদেশকে আমরা বহু ভাষা এবং বহু সংস্কৃতির দেশ হিসেবে গড়ে তুলতে চাই। এটা আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের অংশ। আমাদের সংবিধানে এই বৈচিত্র্যকে অস্বীকার করা হয়েছিল। নতুন রাষ্ট্র গঠনের যে সুযোগ সম্ভাবনা আমরা একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পেয়েছিলাম, তা হারিয়েছি। কিন্তু ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের পর যে নতুন জাতীয় ঐক্য তৈরি হয়েছে, নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, এই সম্ভাবনা-সুযোগ হারাতে চাই না।’
পথসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘পার্বত্য অঞ্চলের মানুষদের চিকিৎসাসেবার জন্য অনেক কষ্ট করতে হয়। কাদামাটিতে হাঁটতে হয় মাইলে পর মাইল। অসুস্থ বা রোগীকে কাঁধে করে চিকিৎসার জন্য নিয়ে যেতে হয়। তখন সেই রোগীর অবস্থা করুণ হয়ে যায়। যাঁরা রোগীর সঙ্গে থাকেন, তাঁদের অবস্থাও শোচনীয় হয়ে পড়ে। এই কারণে খাগড়াছড়িসহ পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত স্থানগুলোতে যেখানে ঘনবসতি রয়েছে, অল্প মানুষ থাকলেও সেখানে যেন যোগাযোগব্যবস্থার উন্নতি করা হয়, বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে যেন মানুষ সহজেই যাতায়াত করতে পারেন, এমন এক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখি।’
এনসিপির দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা বলেন, ‘আপনারা সবাই যদি চান, আমরা দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজমুক্ত খাগড়াছড়ি গড়তে পারব। বাঙালি, চাকমা, মারমা, ত্রিপুরা আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। বিগত বছরগুলোতে এই পাহাড়ে একটি গোষ্ঠী আগুন ধরিয়ে সেই আগুনে আলু পুড়িয়ে খেয়েছে।’
দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সদস্যসচিব আক্তার হোসেন ও খাগড়াছড়ি জেলা সংগঠক সুইচিং মারমা।
এর রাগে দুপুরে খাগড়াছড়ি শহরের নারকেলবাগান এলাকা থেকে পদযাত্রা শুরু হয়ে শাপলা চত্বর বাজার ঘুরে মুক্তমঞ্চে এসে শেষ হয়। সমাবেশ শেষে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের জন্য দোয়া করা হয়।
ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলাম, কিন্তু কোনো আদালত ন্যায়বিচার করতে পারছেন না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
১০ ঘণ্টা আগেএই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে আজ সোমবার এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আজকের বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত হোক—আমি এই দাবি করছি।’ বিবৃতিতে তারেক রহমান বলেন, ‘রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের
১১ ঘণ্টা আগেবিএনপি নেতা ইশরাক হোসেনকে ‘ম্যাচিউরড’ রাজনীতি করার পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস বলেন, ‘ইশরাক ভাইয়ের বক্তব্য শুনে মনে হয়েছে, তিনি একেবারেই আবেগের বশবর্তী হয়ে বক্তব্য দিয়েছেন। তাঁর বক্তব্যের মধ্যে পলিটিক্যাল ম্যাচিউরিটির কোনো
১১ ঘণ্টা আগেঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান চালানো নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার বিকেল ৫টার দিকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ প্রশ্ন তোলেন। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন
১২ ঘণ্টা আগে