Ajker Patrika

ঢাকা-১৮: জয়ের ব্যাপারে আশাবাদী জাপার শেরীফা কাদের

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৮: ৫৬
ঢাকা-১৮: জয়ের ব্যাপারে আশাবাদী জাপার শেরীফা কাদের

জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা-১৮ আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী শেরীফা কাদের। আজ রোববার বেলা সাড়ে ১১টায় উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজে ভোটকেন্দ্র পরিদর্শন ও ভোট প্রদানের পর সাংবাদিকদের কাছে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। 

শেরীফা কাদের বলেন, ‘ভোটের পরিবেশ ভালোই আছে। ভোটার উপস্থিতি একটু কম।’ 

শেরীফা কাদের আরও বলেন, ‘নির্বাচনের ব্যাপারে আমি আশাবাদ। ইনশা আল্লাহ আমি জয়ী হব।’ 

লাঙ্গল প্রতীকের এই প্রার্থী বলেন, ‘আমি এবারই প্রথম নির্বাচন করলেও এখানে আমি নিউ কামার নই। আমি এই এলাকার মানুষের সঙ্গে আছি ৩৩ বছর ধরে। আমি সাধারণ জনগণের সঙ্গে আছি। তাই আমি জয়ের ব্যাপারে আশাবাদী।’ 

নৌকার সমর্থনের বিষয়ে জানতে চাইলে শেরীফা বলেন, ‘সবার সমর্থনই পাচ্ছি কিছু কিছু। আমি জনগণের সাপোর্ট পাচ্ছি। তার মধ্যে তো নৌকার থাকবেই।’ 

সমঝোতার বিষয়ে তিনি বলেন, ‘সমঝোতা ঠিক ওইভাবে হয়নি। যার যার মতো সবাই আছেন। সমঝোতার জন্য হয়তো এক্সট্রা বেনিফিট পাব। আওয়ামী লীগের অনেক লোক আমার সঙ্গে এসে কাজ করছেন। সে হিসেবে বলা যায়, এটা সমঝোতার জন্যই হয়েছে।’

জাতীয় পার্টির অনেক প্রার্থী ভোট থেকে সরে গেছে। সরে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। যার যার ব্যক্তিগত ইচ্ছায় তারা ভোট থেকে সরে গেছে।’ 

ভোটের রেজাল্ট যা-ই হোক মেনে নেবেন কি না—এমন প্রশ্নের জবাবে শেরীফা কাদের বলেন, ‘ভোটের রেজাল্ট যেটা হবে, সেটাই মেনে নিতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত