অনলাইন ডেস্ক
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে নির্ধারিত সময়ে শহীদ মিনারে সমাবেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মধ্যরাতের পর সাংবাদিকদের সামনে এ সিদ্ধান্ত জানান অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
এর আগেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা ঘোষণাপত্র দেওয়ার কর্মসূচি স্থগিত করার বিষয়টি আজকের পত্রিকাকে জানান।
রাত ১২টার দিকে রাজধানীর বাংলামটরের রূপায়ন টাওয়ারে সংগঠন দুটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জানানোর কথা বলা হয়।
পরে রাত ১২টা ৪৫ মিনিটের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ সাংবাদিকদের সামনে এসে বলেন, ‘রক্তের বিনিময়ে অর্জিত গণ-অভ্যুত্থান আমার ভাইয়ের চোখের বিনিময়ে অর্জিত গণ-অভ্যুত্থান, আমরা এই গণ-অভ্যুত্থানের পক্ষে ঘোষণাপত্র দিতে চেয়েছি, আমরা রাষ্ট্রকে বলেছি, রাষ্ট্রের পক্ষ থেকে যেন আমাদের সহায়তা দেওয়া হয়। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে গিয়েছি। সবাই যেন আমাদের এখানে সমর্থন জানায়, আমরা বলেছি, যেন প্রত্যেকে এটা গ্রহণ করে। কারণ ঘোষণাপত্র একটি ঐতিহাসিক দলিল। কিন্তু এই ঐতিহাসিক দলিল যাতে আমরা প্রস্তাব করতে না পারি, সে ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি করা হয়েছে। তবে আমরা প্রাথমিকভাবে বিজয় লাভ করেছি। সরকার আমাদের এই ঘোষণাপত্রের ব্যাপারে সম্মতি দিয়েছে।’
তিনি বলেন, ‘আমরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতা, অবশ্যই আমরা শহীদ মিনার একত্রিত হব। আমরা আমাদের পরবর্তী কর্মসূচি দিয়েছি—আমরা শহীদ মিনারে বিপ্লবী জনতা একত্রিত হব। আমাদের সরকারের পক্ষ থেকে প্রক্লেমেশন আসবে। কিন্তু তাই বলে আমাদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না। আমরা এ দেশের মানুষের উদ্দেশ্যে বলব, এই প্রক্লেমেশন যেন আমরা করতে না পারি, সে ক্ষেত্রে দেশি-বিদেশি ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্রে পেরেক মেরে দিয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। সরকার বলেছে, সবার পক্ষ থেকে তারা ঘোষণাপত্র দেবে। কিন্তু আমরা আগামীকাল প্রক্লেমেশনের পক্ষে সারা দেশের মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান জানাই।’
পরে রাত ১টার সময় কার্যালয় থেকে বের হয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর) জাহিদ আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘১টা ১৫ মিনিটের সময় অফিশিয়াল ঘোষণা দেওয়া হবে।’
এর আগে একাধিক সমন্বয়কের সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজন এ বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে না পারার কারণে আগামীকাল ৩১ ডিসেম্বর জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের ঘোষণা অনুষ্ঠান হচ্ছে না।
আরও পড়ুন—
বাহাত্তরের সংবিধানকে ‘কবর’ দিতে চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র দেবে অন্তর্বর্তী সরকার
সমন্বয়কদের জুলাই ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পর্ক নেই: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে নির্ধারিত সময়ে শহীদ মিনারে সমাবেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মধ্যরাতের পর সাংবাদিকদের সামনে এ সিদ্ধান্ত জানান অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
এর আগেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা ঘোষণাপত্র দেওয়ার কর্মসূচি স্থগিত করার বিষয়টি আজকের পত্রিকাকে জানান।
রাত ১২টার দিকে রাজধানীর বাংলামটরের রূপায়ন টাওয়ারে সংগঠন দুটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জানানোর কথা বলা হয়।
পরে রাত ১২টা ৪৫ মিনিটের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ সাংবাদিকদের সামনে এসে বলেন, ‘রক্তের বিনিময়ে অর্জিত গণ-অভ্যুত্থান আমার ভাইয়ের চোখের বিনিময়ে অর্জিত গণ-অভ্যুত্থান, আমরা এই গণ-অভ্যুত্থানের পক্ষে ঘোষণাপত্র দিতে চেয়েছি, আমরা রাষ্ট্রকে বলেছি, রাষ্ট্রের পক্ষ থেকে যেন আমাদের সহায়তা দেওয়া হয়। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে গিয়েছি। সবাই যেন আমাদের এখানে সমর্থন জানায়, আমরা বলেছি, যেন প্রত্যেকে এটা গ্রহণ করে। কারণ ঘোষণাপত্র একটি ঐতিহাসিক দলিল। কিন্তু এই ঐতিহাসিক দলিল যাতে আমরা প্রস্তাব করতে না পারি, সে ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি করা হয়েছে। তবে আমরা প্রাথমিকভাবে বিজয় লাভ করেছি। সরকার আমাদের এই ঘোষণাপত্রের ব্যাপারে সম্মতি দিয়েছে।’
তিনি বলেন, ‘আমরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতা, অবশ্যই আমরা শহীদ মিনার একত্রিত হব। আমরা আমাদের পরবর্তী কর্মসূচি দিয়েছি—আমরা শহীদ মিনারে বিপ্লবী জনতা একত্রিত হব। আমাদের সরকারের পক্ষ থেকে প্রক্লেমেশন আসবে। কিন্তু তাই বলে আমাদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না। আমরা এ দেশের মানুষের উদ্দেশ্যে বলব, এই প্রক্লেমেশন যেন আমরা করতে না পারি, সে ক্ষেত্রে দেশি-বিদেশি ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্রে পেরেক মেরে দিয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। সরকার বলেছে, সবার পক্ষ থেকে তারা ঘোষণাপত্র দেবে। কিন্তু আমরা আগামীকাল প্রক্লেমেশনের পক্ষে সারা দেশের মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান জানাই।’
পরে রাত ১টার সময় কার্যালয় থেকে বের হয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর) জাহিদ আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘১টা ১৫ মিনিটের সময় অফিশিয়াল ঘোষণা দেওয়া হবে।’
এর আগে একাধিক সমন্বয়কের সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজন এ বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে না পারার কারণে আগামীকাল ৩১ ডিসেম্বর জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের ঘোষণা অনুষ্ঠান হচ্ছে না।
আরও পড়ুন—
বাহাত্তরের সংবিধানকে ‘কবর’ দিতে চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র দেবে অন্তর্বর্তী সরকার
সমন্বয়কদের জুলাই ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পর্ক নেই: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। আজ সোমবার রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে তানভীরকে এ বিষয়ে অবহিত করা হয়।
৬ ঘণ্টা আগেনির্বাচন বিষয়ে জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, ‘যত দ্রুত সম্ভব নির্বাচন করতে হবে। এটি এখন জন দাবিতে পরিণত হয়েছে। তবে যথাযথ সংস্কার না করা গেলে পেশি শক্তি, কালো টাকা দ্বারা নির্বাচন প্রভাবিত হবে। সুষ্ঠু, সুন্দর নির্বাচনের জন্য সংস্কার করতে হবে। সংস্কার শেষে যত দ্রুত নির্বাচন দেওয়া সম্ভব।
৮ ঘণ্টা আগেসংবিধানের মূলনীতিতে বহুত্ববাদ রাখতে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের বিরোধিতা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির বক্তব্য, বহুত্ববাদ শব্দটি আল্লাহর একত্ববাদের বিপরীত শব্দ। তবে শব্দটি বাদ দিয়ে ‘বহুমত’ বা ‘বহুপথ’ রাখার প্রস্তাব করেছে দলটি। তারা বাংলাদেশকে চার প্রদেশে ভাগ করার প্রস্তাবেরও বিরোধিতা
১৩ ঘণ্টা আগেকয়েকজন নেতার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় একটি শৃঙ্খলা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। জুলাই অভ্যুত্থানের নেতৃস্থানীয়দের নিয়ে গঠিত এই দলটির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের কথা জানানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে