শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা ঘোষণা দিয়েছি, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে মুজিববাদীদের বিতাড়িত করব।’ আজ মঙ্গলবার বিকেলে গাজীপুরের শ্রীপুর পৌর শহরে এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে পথসভায় নাহিদ এ কথা বলেন।
জুলাই গণ-অভ্যুত্থানে শ্রীপুর উপজেলার মাওনার শহীদদের স্মরণ করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘গাজীপুরে প্রবেশ করার সাথে সাথে আমাদের এই মাওনাতে আসতে হবে। কারণ, এই মাওনা ছিল জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম রণক্ষেত্র, আন্দোলনের অন্যতম হটস্পট। শুধু মাওনাতে লড়াই করে ১৯ ভাই শহীদ হয়েছেন। আমরা সে শহীদ ভাইদের আদর্শকে ধারণ করি, তাঁদের রুহের মাগফিরাত কামনা করি। আমরা এ কারণে গাজীপুর এসে সর্ব প্রথম মাওনার সেই হটস্পটে এসেছি।’
নাহিদ বলেন, ‘যে ১৯ ভাই ফ্যাসিবাদের বিরুদ্ধে, শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন এবং আপনারা মাওনাবাসী যাঁরা জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছেন, ছাত্র-জনতার পাশে দাঁড়িয়ে আন্দোলনে অংশ নিয়েছেন এবং দেশ বিনির্মাণে আমাদের পাশে দাঁড়িয়ে লড়াই চালিয়েছেন, তাঁদের আমার লাল সালাম। আমাদের লড়াই শেষ হয় নাই। একটি বাংলাদেশের জন্য লড়াই চলমান আছে।’
এনসিপির আহ্বায়ক অভিযোগ করে বলেন, ‘আজকেও দেখেছেন, গাজীপুরের সন্ত্রাসীরা টহল দিচ্ছে, বাধা দেওয়ার চেষ্টা করছে, তারা ভয় দেখিয়ে জাতীয় নাগরিক পার্টি ও গণ-অভ্যুত্থানের শক্তিকে রুখে দেবে। কিন্তু গোপালগঞ্জেও আমাদের বাধা দিয়ে রাখা যায় নাই। গাজীপুরেও এসেছি। বাংলাদেশের ৬৪ জেলায় যাব। মুজিববাদীদের আমরা বিচারের আওতায় আনব। আপনারা জাতীয় নাগরিক পার্টির সাথে থাকবেন, আপনার জুলাই গণ-অভ্যুত্থানে যাঁরা শহীদ হয়েছেন, তাদের সাথে থাকবেন, তাদের জন্য দোয়া করবেন। গাজীপুরে বিকেলে আমাদের মূল প্রোগ্রাম রয়েছে, আপনাদের আমন্ত্রণ। সেখানে গাজীপুরবাসীর জন্য জাতীয় নাগরিক পার্টির যে ভাবনা, যে স্বপ্ন আমাদের নতুন বাংলাদেশের, আমরা সেটা নিয়ে কথা বলব।’
এ সময় উপস্থিত ছিলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম মুখ্য সংগঠক আবদুল্লাহ মাহমুদ প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা ঘোষণা দিয়েছি, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে মুজিববাদীদের বিতাড়িত করব।’ আজ মঙ্গলবার বিকেলে গাজীপুরের শ্রীপুর পৌর শহরে এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে পথসভায় নাহিদ এ কথা বলেন।
জুলাই গণ-অভ্যুত্থানে শ্রীপুর উপজেলার মাওনার শহীদদের স্মরণ করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘গাজীপুরে প্রবেশ করার সাথে সাথে আমাদের এই মাওনাতে আসতে হবে। কারণ, এই মাওনা ছিল জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম রণক্ষেত্র, আন্দোলনের অন্যতম হটস্পট। শুধু মাওনাতে লড়াই করে ১৯ ভাই শহীদ হয়েছেন। আমরা সে শহীদ ভাইদের আদর্শকে ধারণ করি, তাঁদের রুহের মাগফিরাত কামনা করি। আমরা এ কারণে গাজীপুর এসে সর্ব প্রথম মাওনার সেই হটস্পটে এসেছি।’
নাহিদ বলেন, ‘যে ১৯ ভাই ফ্যাসিবাদের বিরুদ্ধে, শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন এবং আপনারা মাওনাবাসী যাঁরা জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছেন, ছাত্র-জনতার পাশে দাঁড়িয়ে আন্দোলনে অংশ নিয়েছেন এবং দেশ বিনির্মাণে আমাদের পাশে দাঁড়িয়ে লড়াই চালিয়েছেন, তাঁদের আমার লাল সালাম। আমাদের লড়াই শেষ হয় নাই। একটি বাংলাদেশের জন্য লড়াই চলমান আছে।’
এনসিপির আহ্বায়ক অভিযোগ করে বলেন, ‘আজকেও দেখেছেন, গাজীপুরের সন্ত্রাসীরা টহল দিচ্ছে, বাধা দেওয়ার চেষ্টা করছে, তারা ভয় দেখিয়ে জাতীয় নাগরিক পার্টি ও গণ-অভ্যুত্থানের শক্তিকে রুখে দেবে। কিন্তু গোপালগঞ্জেও আমাদের বাধা দিয়ে রাখা যায় নাই। গাজীপুরেও এসেছি। বাংলাদেশের ৬৪ জেলায় যাব। মুজিববাদীদের আমরা বিচারের আওতায় আনব। আপনারা জাতীয় নাগরিক পার্টির সাথে থাকবেন, আপনার জুলাই গণ-অভ্যুত্থানে যাঁরা শহীদ হয়েছেন, তাদের সাথে থাকবেন, তাদের জন্য দোয়া করবেন। গাজীপুরে বিকেলে আমাদের মূল প্রোগ্রাম রয়েছে, আপনাদের আমন্ত্রণ। সেখানে গাজীপুরবাসীর জন্য জাতীয় নাগরিক পার্টির যে ভাবনা, যে স্বপ্ন আমাদের নতুন বাংলাদেশের, আমরা সেটা নিয়ে কথা বলব।’
এ সময় উপস্থিত ছিলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম মুখ্য সংগঠক আবদুল্লাহ মাহমুদ প্রমুখ।
ছারছীনা দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
৫ ঘণ্টা আগেজুলাই সনদের খসড়ার সঙ্গে বিএনপি মোটামুটি একমত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘কিন্তু ওখানে কিছু বাক্য, শব্দ, গঠনপ্রণালি ইত্যাদি নিয়ে কারও কোনো মতামত রয়েছে কি না, সে জন্য সব রাজনৈতিক দলের কাছে দিয়েছে। আমাদের সংশোধনী থাকবে ভাষাগত ও বাক্যগত।
৯ ঘণ্টা আগেরংপুরে হিন্দুদের বাড়িঘরে হামলায় জড়িতদের বিচারের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।’ আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলে এনসিপির আয়োজনে জুলাই পদযাত্রা উপলক্ষে সমাবেশে দেওয়া বক্তব্যে নাহিদ এসব কথা বলেন। জেলা শহরের ন
১১ ঘণ্টা আগেগণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটই তৈরি হয়েছে ২০১৮ সালের কোটা বাতিলের রায়ের পরিপত্র বাতিলের পরিপ্রেক্ষিতে। তাই জুলাই সনদে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের ভূমিকা তুলে ধরতে হবে।
১১ ঘণ্টা আগে