Ajker Patrika

আওয়ামী লীগের সংকট আরও গভীর হয়েছে: মির্জা ফখরুল  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ মে ২০২৪, ১৩: ৪০
আওয়ামী লীগের সংকট আরও গভীর হয়েছে: মির্জা ফখরুল  

৭ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংকট আরও গভীর হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘ওনাদের (সরকার) একটা ভুল ধারণা তৈরি হচ্ছে যে, ওনারা সংকট কাটিয়ে উঠেছেন। আসলে সংকট আরও গভীর করেছেন। বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরও গভীর হয়েছে।’ ক্ষমতাসীনদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ওনারা যদি এখনো সেটা উপলব্ধি না করেন, ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো নয়।

এর আগে গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে যুবদলের বিক্ষোভ সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ নয়, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে।’  সংবাদ সম্মেলনে এই ‘অদৃশ্য শক্তি’ কে, জানতে চাইলে সোজা সাপ্টা উত্তর দেননি বিএনপির মহাসচিব। মুখে হাসি নিয়ে তিনি বলেন, ‘এটা আপনাদের বুঝে নিতে হবে।’

গত বছরের ২৭ অক্টোবর গুলশান কার্যালয়ে শেষবারের মতো সংবাদ সম্মেলন করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর কারাবন্দী হওয়াসহ নানা কারণে দীর্ঘ সময় তাঁকে সংবাদ সম্মেলনে দেখা যায়নি। দীর্ঘ বিরতির পর সংবাদ সম্মেলন করলেন তিনি। 

এই সংবাদ সম্মেলনে গত ৮ মে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তও তুলে ধরেন বিএনপির মহাসচিব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত