Ajker Patrika

জাতীয় ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি এখনো অস্পষ্ট: এবি পার্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি এখনো অস্পষ্ট: এবি পার্টি

জাতীয় ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি এখনো স্পষ্ট নয় বলে দাবি করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে দলটির পক্ষ থেকে সম্পূরক সংস্কার প্রস্তাবনা হস্তান্তর শেষে এ মন্তব্য করেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘জাতীয় ঐকমত্য তৈরির স্বার্থে প্রথম থেকেই এবি পার্টি নমনীয়তার নীতি নিয়েছে। যেসব বিষয়ে দলীয়ভাবে আমাদের ভিন্নমত ছিল, তার অধিকাংশ ক্ষেত্রে ঐকমত্য কমিশনের সঙ্গে আলাপের পর জাতীয় স্বার্থে আমরা একমত পোষণ করেছি। এ পর্যন্ত বেশ সময় পার হয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রচুর বৈঠক ও আলাপ-আলোচনা হয়েছে, কিন্তু এখনো জাতীয় ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি আমাদের কাছে স্পষ্ট নয়।’

কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে এ প্রস্তাবনা উপস্থাপন করা হয়। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার উপস্থিত ছিলেন।

দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ, আনুপাতিক প্রতিনিধিত্বের নির্বাচনপদ্ধতি, প্রধান বিচারপতি নিয়োগের সুপারিশসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এবি পার্টির ভিন্নমত ছিল জানিয়ে মঞ্জু বলেন, ‘অন্য সকল দলের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির সুবিধার্থে আমরা সেসব বিষয়ে একমত পোষণ করি।’

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর মেজর আব্দুল ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাসেম, যুগ্ম সাধারণ সম্পাদক সানী আব্দুল হক, নাসরীন সুলতানা মিলি, আলতাফ হোসেইন, নারীবিষয়ক সম্পাদক ফারাহ নাজ সাত্তার, সহ-অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহপ্রচার সম্পাদক রিপন মাহমুদ ও আজাদুল ইসলাম আজাদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত