Ajker Patrika

জিয়া রাজাকারকে প্রধানমন্ত্রী করে দল গঠন করেছেন: ফয়জুল করীম

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি  
ত্রিশালের দরিরামপুর সিএনবি মাঠে জনসভায় মুফতি ফয়জুল করীম। ছবি: আজকের পত্রিকা
ত্রিশালের দরিরামপুর সিএনবি মাঠে জনসভায় মুফতি ফয়জুল করীম। ছবি: আজকের পত্রিকা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজাকারকে প্রধানমন্ত্রী করে রাজনৈতিক দল (বিএনপি) গঠন করেছেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর সিএনবি মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এ মন্তব্য করেন।

রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি এবং ইসলামবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এ জনসভার আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ফয়জুল করীম বলেন, ‘জিয়াউর রহমান কাদের নিয়ে দল গঠন করেছেন জানেন? শাহ আজিজ। তিনি ছিলেন এক নম্বর রাজাকার। জিয়াউর রহমান তাঁকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। অথচ আজ বিএনপি স্লোগান দেয়—এই দেশে রাজাকার থাকবে না! কী আজিব জাহেল! আওয়ামী লীগের বিএনপির ওপর ক্ষোভটাই ছিল—জিয়াউর রহমান রাজাকারকে প্রতিষ্ঠিত করেছিলেন।

অথচ এখন নিজেরাই নিজেদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। বিএনপিরা জানেই না তাদের নেতার প্রাইম মিনিস্টার কে ছিলেন, কয় (কতজন) মন্ত্রীতে কতজন রাজাকার ছিলেন। এরা জানেই না, স্লোগান দেয়।’

ফয়জুল করীম বলেন, ‘যে স্লোগান ছিল আওয়ামী লীগের, সেই স্লোগান এখন বিএনপির। যে স্লোগানের জন্য আওয়ামী লীগ ধ্বংস হয়েছে, সেই স্লোগানের জন্য বিএনপিও ধ্বংস হবে।’

মাওলানা মামুনুর রশীদ সিদ্দিকীর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নূরুল করীম আকরাম এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক অধ্যাপক নাসির উদ্দিন। সঞ্চালনা করেন ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহীম খলিলুল্লাহ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত