Ajker Patrika

রাজধানীতে ব্যানার-ফেস্টুন-পোস্টার অপসারণে বিএনপির নির্দেশনা

অনলাইন ডেস্ক
রাজধানীতে ব্যানার-ফেস্টুন-পোস্টার অপসারণে বিএনপির নির্দেশনা

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের বিভিন্ন জায়গায় লাগানো বিএনপি নেতা-কর্মীদের ব্যানার, ফেস্টুন ও পোস্টারসহ সকল ধরনের বিলবোর্ড অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ শনিবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্যসচিব তানভীর আহমেদ রবিন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক ও সদস্যসচিব মো. মোস্তফা জামান।

সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সকল ব্যানার, ফেস্টুন ও পোস্টারসহ সকল ধরনের বিলবোর্ড অপসারণের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পলায়নের পর থেকে অদ্যাবধি ঢাকা মহানগর উত্তরের আওতাধীন সব থানা, ওয়ার্ড ও ইউনিটসমূহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অফিস, ফেস্টুন, ব্যানার, পোস্টারসহ সব ধরনের বিলবোর্ড আগামী ৩ দিনের মধ্যে অপসারণ করার জন্য ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক এবং সদস্যসচিব মো. মোস্তফা জামান নির্দেশনা প্রদান করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত