Ajker Patrika

বিএনপি নেতা মঈন খানকে আটকের অভিযোগ, পুলিশের অস্বীকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১৬: ০৩
বিএনপি নেতা মঈন খানকে আটকের অভিযোগ, পুলিশের অস্বীকার

রাজধানীর উত্তরায় বিএনপির কালো পতাকা মিছিল থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে আটক করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, দলের চেয়ারপার্সন খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি, সব ধরনের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে উত্তরায় মিছিল বের করেছিল বিএনপি।

এ মিছিল থেকে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

প্রাইভেটকারের সামনের সিটে বসে উত্তরা ত্যাগ করেন মঈন খান। ছবি: আজকের পত্রিকাতবে আটকের বিষয়টি অস্বীকার করে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, ‘ড. মঈন খানকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।’

এর আগে দুপুর আড়াইটার দিকে মঈন খানের নেতৃত্বে বিএনপির ৫০-৬০ জন নেতা-কর্মী উত্তরা ১২ নম্বর সেক্টরে কালো পতাকা মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সে সময় পুলিশ এসে কয়েকজনকে আটক করে। 

কালো পতাকা মিছিলে মঈন খান বলেন, ‘শেখ হাসিনার সাজানো ডামি নির্বাচন মানি না, মানবো না। আমাদের এক দফা এক দাবি, অবৈধ সংসদ বাতিল করতে হবে।’ 
 
উত্তরায় কালো পতাকা মিছিলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। ছবি: আজকের পত্রিকাউত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মঈন খানকে আটক করিনি।’ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তাঁর বিষয়ে আমার জানা নেই। আমরা ৭-৮ জন কর্মীকে আটক করেছি।’ 

ড. মঈন খানকে একটি প্রাইভেটকারের সামনের সিটে বসে উত্তরা ত্যাগ করতে দেখা যায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত