নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংস্কার করে দ্রুত সময়ে নির্বাচন চায় ইসলামী ঐক্যজোট। আজ সোমবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন দলের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজী।
সাখাওয়াত হোসেন বলেন, ‘গত ৫ সেপ্টেম্বর সম্মেলনের মাধ্যমে আমাদের ইসলামী ঐক্যজোটের নতুন কমিটি গঠন হয়েছে। সেই কমিটি ইসিতে জমা দিইনি। কিন্তু আমাদের মনে হচ্ছিল, সময়ক্ষেপণ হচ্ছে। সে জন্য আমরা আবেদন করে দেখা করতে এসেছি এবং নতুন কমিটি গঠনের কারণ ও কমিটির নথিপত্র জমা দিয়েছি।’
নির্বাচন বিষয়ে জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, ‘যত দ্রুত সম্ভব নির্বাচন করতে হবে। এটি এখন জন দাবিতে পরিণত হয়েছে। তবে যথাযথ সংস্কার না করা গেলে পেশি শক্তি, কালো টাকা দ্বারা নির্বাচন প্রভাবিত হবে। সুষ্ঠু, সুন্দর নির্বাচনের জন্য সংস্কার করতে হবে। সংস্কার শেষে যত দ্রুত নির্বাচন দেওয়া সম্ভব। আমরা আশা করছি সরকার বা ইসি নির্বাচনের আয়োজন করবে।’
তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া সম্ভব, দেওয়া হোক। নির্বাচন হতে হবে। আমরা মনে করি, প্রকৃত সংস্কার বলতে যেটা বোঝায় নির্বাচিত সরকারই করবে। তবুও নির্বাচিত হয়ে যারা আসবেন নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যেন কোনো ফ্যাসিবাদ সৃষ্টি না হতে পারে এ জন্য সংস্কার করতে হবে।’
সাখাওয়াত হোসেন রাজী বলেন, ‘গত ১৬ বছর যত ধরনের আবর্জনা সৃষ্টি হয়েছে, সেগুলো দূর করতে হবে। তাহলে প্রকৃত নির্বাচন হবে। আমরা দেখছি প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন বলছেন (নির্বাচন আয়োজনের সময়সীমা), এটাতে তো খুব বেশি দেরি দেখছি না। জুন আর ডিসেম্বরের ব্যবধান খুব বেশি নয়। কাছাকাছি সময়। তবে সংস্কার করতে হবে। দ্রুত সংস্কার করে নির্বাচন করতে হবে।’
সংস্কার করে দ্রুত সময়ে নির্বাচন চায় ইসলামী ঐক্যজোট। আজ সোমবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন দলের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজী।
সাখাওয়াত হোসেন বলেন, ‘গত ৫ সেপ্টেম্বর সম্মেলনের মাধ্যমে আমাদের ইসলামী ঐক্যজোটের নতুন কমিটি গঠন হয়েছে। সেই কমিটি ইসিতে জমা দিইনি। কিন্তু আমাদের মনে হচ্ছিল, সময়ক্ষেপণ হচ্ছে। সে জন্য আমরা আবেদন করে দেখা করতে এসেছি এবং নতুন কমিটি গঠনের কারণ ও কমিটির নথিপত্র জমা দিয়েছি।’
নির্বাচন বিষয়ে জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, ‘যত দ্রুত সম্ভব নির্বাচন করতে হবে। এটি এখন জন দাবিতে পরিণত হয়েছে। তবে যথাযথ সংস্কার না করা গেলে পেশি শক্তি, কালো টাকা দ্বারা নির্বাচন প্রভাবিত হবে। সুষ্ঠু, সুন্দর নির্বাচনের জন্য সংস্কার করতে হবে। সংস্কার শেষে যত দ্রুত নির্বাচন দেওয়া সম্ভব। আমরা আশা করছি সরকার বা ইসি নির্বাচনের আয়োজন করবে।’
তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া সম্ভব, দেওয়া হোক। নির্বাচন হতে হবে। আমরা মনে করি, প্রকৃত সংস্কার বলতে যেটা বোঝায় নির্বাচিত সরকারই করবে। তবুও নির্বাচিত হয়ে যারা আসবেন নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যেন কোনো ফ্যাসিবাদ সৃষ্টি না হতে পারে এ জন্য সংস্কার করতে হবে।’
সাখাওয়াত হোসেন রাজী বলেন, ‘গত ১৬ বছর যত ধরনের আবর্জনা সৃষ্টি হয়েছে, সেগুলো দূর করতে হবে। তাহলে প্রকৃত নির্বাচন হবে। আমরা দেখছি প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন বলছেন (নির্বাচন আয়োজনের সময়সীমা), এটাতে তো খুব বেশি দেরি দেখছি না। জুন আর ডিসেম্বরের ব্যবধান খুব বেশি নয়। কাছাকাছি সময়। তবে সংস্কার করতে হবে। দ্রুত সংস্কার করে নির্বাচন করতে হবে।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। আজ সোমবার রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে তানভীরকে এ বিষয়ে অবহিত করা হয়।
১ ঘণ্টা আগেসংবিধানের মূলনীতিতে বহুত্ববাদ রাখতে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের বিরোধিতা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির বক্তব্য, বহুত্ববাদ শব্দটি আল্লাহর একত্ববাদের বিপরীত শব্দ। তবে শব্দটি বাদ দিয়ে ‘বহুমত’ বা ‘বহুপথ’ রাখার প্রস্তাব করেছে দলটি। তারা বাংলাদেশকে চার প্রদেশে ভাগ করার প্রস্তাবেরও বিরোধিতা
৮ ঘণ্টা আগেকয়েকজন নেতার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় একটি শৃঙ্খলা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। জুলাই অভ্যুত্থানের নেতৃস্থানীয়দের নিয়ে গঠিত এই দলটির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের কথা জানানো হয়েছে।
১০ ঘণ্টা আগেমনোনয়নপত্র সশরীরে জমা দেওয়া, দল নিবন্ধন নবায়ন, দল নিবন্ধনের সময় বাড়ানো, ঋণখেলাপি ও হলফনামায় ভুল তথ্য দিলে সদস্যপদ বাতিলসহ অন্তত ১০টি দাবি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে তুলে ধরেছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সময় অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের বক্তব্যে
১ দিন আগে