Ajker Patrika

সংস্কার শেষে দ্রুত নির্বাচন চায় ইসলামী ঐক্যজোট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব সাখাওয়াত হোসেন রাজী। ছবি: আজকের পত্রিকা
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব সাখাওয়াত হোসেন রাজী। ছবি: আজকের পত্রিকা

সংস্কার করে দ্রুত সময়ে নির্বাচন চায় ইসলামী ঐক্যজোট। আজ সোমবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন দলের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজী।

সাখাওয়াত হোসেন বলেন, ‘গত ৫ সেপ্টেম্বর সম্মেলনের মাধ্যমে আমাদের ইসলামী ঐক্যজোটের নতুন কমিটি গঠন হয়েছে। সেই কমিটি ইসিতে জমা দিইনি। কিন্তু আমাদের মনে হচ্ছিল, সময়ক্ষেপণ হচ্ছে। সে জন্য আমরা আবেদন করে দেখা করতে এসেছি এবং নতুন কমিটি গঠনের কারণ ও কমিটির নথিপত্র জমা দিয়েছি।’

নির্বাচন বিষয়ে জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, ‘যত দ্রুত সম্ভব নির্বাচন করতে হবে। এটি এখন জন দাবিতে পরিণত হয়েছে। তবে যথাযথ সংস্কার না করা গেলে পেশি শক্তি, কালো টাকা দ্বারা নির্বাচন প্রভাবিত হবে। সুষ্ঠু, সুন্দর নির্বাচনের জন্য সংস্কার করতে হবে। সংস্কার শেষে যত দ্রুত নির্বাচন দেওয়া সম্ভব। আমরা আশা করছি সরকার বা ইসি নির্বাচনের আয়োজন করবে।’

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া সম্ভব, দেওয়া হোক। নির্বাচন হতে হবে। আমরা মনে করি, প্রকৃত সংস্কার বলতে যেটা বোঝায় নির্বাচিত সরকারই করবে। তবুও নির্বাচিত হয়ে যারা আসবেন নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যেন কোনো ফ্যাসিবাদ সৃষ্টি না হতে পারে এ জন্য সংস্কার করতে হবে।’

সাখাওয়াত হোসেন রাজী বলেন, ‘গত ১৬ বছর যত ধরনের আবর্জনা সৃষ্টি হয়েছে, সেগুলো দূর করতে হবে। তাহলে প্রকৃত নির্বাচন হবে। আমরা দেখছি প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন বলছেন (নির্বাচন আয়োজনের সময়সীমা), এটাতে তো খুব বেশি দেরি দেখছি না। জুন আর ডিসেম্বরের ব্যবধান খুব বেশি নয়। কাছাকাছি সময়। তবে সংস্কার করতে হবে। দ্রুত সংস্কার করে নির্বাচন করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত