Ajker Patrika

অনেক শাসন দেখেছি, এগুলো শাসন ছিল না, শোষণ ছিল: জামায়াতের আমির

খুলনা প্রতিনিধি
আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৮: ৩৭
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে খুলনার দাকোপ উপজেলায় দলের নিহত নেতার কবর জিয়ারত করেন। ছবি: আজকের পত্রিকা
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে খুলনার দাকোপ উপজেলায় দলের নিহত নেতার কবর জিয়ারত করেন। ছবি: আজকের পত্রিকা

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘অনেক শাসন দেখেছি। এগুলো শাসন ছিল না, শোষণ ছিল। আমরা এখন সৎ শাসক চাই। কোরআনের শাসন চাই।’

আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে খুলনার দাকোপ উপজেলার চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসার ময়দানে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘দ্বীনের পথে লড়তে চাই জীবনের শেষশ্বাস পর্যন্ত। আর বিদায় নিতে চাই শহীদ হয়ে। রক্তের চাদর গায়ে দিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই।’

পথসভার আগে জামায়াতের আমির দাকোপ উপজেলা জামায়াতের আমির আবু সাইদের কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারকে সান্ত্বনা দেন। আবু সাইদ ১৯ জুলাই ঢাকায় দলের জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।

পথসভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আক্তারুজ্জামান।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মশিউর রহমান খান, শফিকুল আলম প্রমুখ।

শফিকুর রহমান সকাল ১০টার দিকে উপজেলার চালনার বিএম গ্যাস কোম্পানির হেলিপ্যাডে অবতরণ করেন। কর্মসূচি শেষে দুপুরে তিনি হেলিকপ্টারযোগে পাবনার ঈশ্বরদীতে শহীদ মোস্তাফিজুর রহমানের বাড়ির উদ্দেশে দাকোপ ত্যাগ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

মেয়ের কফিনে বাবার চুমু

মেয়েকে আনতে স্কুলে গিয়ে লাশ হয়ে ফিরলেন গাংনীর রজনী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত