Ajker Patrika

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের পুনর্বাসনের দাবি ছাত্র ইউনিয়নের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৭: ৩৪
দুর্ঘটনার পর আহত শিক্ষার্থীদের হাসপাতালে নেন স্বজনেরা। ছবি: আজকের পত্রিকা
দুর্ঘটনার পর আহত শিক্ষার্থীদের হাসপাতালে নেন স্বজনেরা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শিক্ষার্থীসহ আহত ব্যক্তিদের পুনর্বাসনের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। একই সঙ্গে দুর্ঘটনায় মৃতের প্রকৃত সংখ্যা গোপন করার অভিযোগ এনে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছে সংগঠনটি।

আজ মঙ্গলবার ছাত্র ইউনিয়নের এক বিবৃতিতে এই সমালোচনা করা হয়।

সংগঠনের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম ইমনের সই করা বিবৃতিতে বলা হয়, ‘দুর্ঘটনা-পরবর্তী উদ্ধারকাজে বিমানবাহিনী বা ফায়ার সার্ভিসের যথাযথ প্রস্তুতির অভাব ছিল। স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় আহতদের উদ্ধার করা হয়। এতে রাষ্ট্রীয় অব্যবস্থাপনার চিত্র স্পষ্ট হয়েছে।’

এতে আরও বলা হয়, ‘দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ এই সরকারকে অগ্নিদগ্ধ শিক্ষার্থীদের চিকিৎসা ও ক্ষতিপূরণের নিশ্চয়তা দিতে হবে।’

বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়ে সংগঠনটির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ‘দুর্ঘটনার দায় সরকার এড়াতে পারে না। এই দায় না নিয়ে সরকার উল্টো রাষ্ট্রীয় শোকের নামে প্রহসন করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

মেয়ের কফিনে বাবার চুমু

মেয়েকে আনতে স্কুলে গিয়ে লাশ হয়ে ফিরলেন গাংনীর রজনী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত