Ajker Patrika

পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, অটোচালকদের সড়ক অবরোধ

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১৯: ১৬
বগুড়ার কুন্দারহাটে অটোচালকদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা
বগুড়ার কুন্দারহাটে অটোচালকদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে বগুড়ার কুন্দারহাটে এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশাচালকেরা। আজ সোমবার কুন্দারহাট হাইওয়ে থানার সামনে বগুড়া-নাটোর মহাসড়কে এ ঘটনা ঘটে।

অবরোধে রাস্তার উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় অটোরিকশাচালকেরা পুলিশের চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। পরে নন্দীগ্রাম থানা-পুলিশ ও কুন্দারহাট হাইওয়ে থানা-পুলিশের কর্মকর্তারা চালকদের সঙ্গে কথা বলেন। এরপর চালকেরা মহাসড়ক থেকে সরে যান।

জানতে চাইলে অটোরিকশাচালক নিলয় বলেন, ‘আমার কাছ থেকে চাঁদা দাবি করে পুলিশ। আমি চাঁদা না দিতে চাইলে মামলা দেয়। গাড়ি দাঁড় করিয়ে চাঁদা দাবি করে হাইওয়ে পুলিশ। টাকা না দিলে বিভিন্ন ধারায় মামলা দেয় তারা। এ জন্যই মহাসড়ক অবরোধ করা হয়েছে।’

মাসুদ রানা নামের আরেক চালক বলেন, ‘আমার অটোরিকশা আটকানোর পর ২০০ টাকা দিতে হয়, তারপর যেতে দেয়। হাইওয়েতে অটোরিকশা চালাতে গেলে পুলিশকে টাকা দিতে হয়।’

তবে অভিযোগ অস্বীকার করে কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান বলেন, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। একটি অটোরিকশাকে মামলা দেওয়া হয়েছে। যে কারণে তাঁরা বিক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত