Ajker Patrika

তিন দফা দাবিতে ‎জবি শিক্ষার্থীদের কাঁথা-বালিশ কর্মসূচি ঘোষণা

জবি প্রতিনিধি 
ভাষাশহীদ রফিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে জবি শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
ভাষাশহীদ রফিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে জবি শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে এবার কাঁথা–বালিশ নিয়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। ‎আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ‎

তিনটি ‎দাবি হলো—

১. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি এবং ৭০% শিক্ষার্থীর আবাসন বৃত্তি বাজেটে অন্তর্ভুক্ত করা।

২. দ্বিতীয় ক্যাম্পাসের কাজ, পুরান ঢাকায় হাবিবুর রহমান হল ও বানী ভবনের নির্মাণকাজ দৃশ্যত আগামী ১৫ দিনের মধ্যে শুরু করা।

‎ ৩.দ্বিতীয় ক্যাম্পাস ও হল নির্মাণের কাজের অগ্রগতি প্রতি ১৫ দিন পর পর মুক্তমঞ্চে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিতে হবে।

‎এ ছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীরা আগামী সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। সেগুলো হলো—‎

‎-২২ এপ্রিল কাঁথা–বালিশ কর্মসূচি ও লিফলেট বিতরণ চলমান থাকবে।

‎‎-২৩ এপ্রিল উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান।

‎-‎ ২৪ এপ্রিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মুক্তমঞ্চে আলোচনা।

‎-২৫ ও ২৬ এপ্রিল খোলা চিঠি ও অনলাইনে প্রচারণা।

‎ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার থেকে শিক্ষার্থীরা কাঁথা ও বালিশ নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করবেন। তাঁরা সেখানে রাত্রিযাপন করবেন এবং তাঁদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। ‎

‎সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্যসচিব ফয়সাল মুরাদ বলেন, ‘আমরা আমাদের মৌলিক অধিকারগুলোর জন্য দিনের পর দিন অপেক্ষা করছি। কর্তৃপক্ষ আমাদের কথা শুনছেন না। তাই আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। কাঁথা-বালিশ নিয়ে আসা মানে হলো, আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে সরব না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত