Ajker Patrika

চাঁদাবাজ ও দখলদার প্রসঙ্গ

সম্পাদকীয়
চাঁদাবাজ ও দখলদার প্রসঙ্গ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দখলদার, চাঁদাবাজদের স্থান বিএনপিতে হবে না। খুব ভালো কথা। দেশের সাধারণ জনগণ দখলদার ও চাঁদাবাজবিহীন রাজনৈতিক দলই চায়। বিএনপি যদি তাদের দল থেকে এসব চাঁদাবাজ এবং দখলদারদের হটিয়ে দেয়, তাহলে তা সাধুবাদ পাওয়ার যোগ্য।

মুশকিল হলো, এ ধরনের অনুপ্রেরণাদায়ক কথাবার্তা রাজনৈতিক মহলে হরহামেশাই বলা হয়ে থাকে। এই চোখরাঙানির সঙ্গে বাস্তব পরিস্থিতির কোনো মিল থাকে না। দলের নেতৃস্থানীয় মহল যেসব কথা বলে থাকে, তা স্থানীয় পর্যায়ের অনেক মাসলম্যানই অগ্রাহ্য করে থাকেন। গত বছর আগস্ট মাসে আওয়ামী সরকারের পতনের পর থেকে দেশের বিভিন্ন জায়গায় যে দখল ও চাঁদাবাজির ঘটনাগুলো ঘটেছে, তার অনেকগুলোই বিএনপির নেতা-কর্মীদের করা। অর্থাৎ পটপরিবর্তনের পর একটি গণতান্ত্রিক শান্তিপূর্ণ দেশের যে আকাঙ্ক্ষা জন্মেছিল দেশবাসীর মনে, তা ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসার পেছনে এই ধরনের দখলদারত্ব আর চাঁদাবাজির প্রভাব রয়েছে। শুধু বিএনপির কথা বললেই হবে না, অনাচার তৈরি করার দিকে অন্য অনেক দলেরই ‘সাফল্য’ রয়েছে। ফলে মব সন্ত্রাসকেও পুরোনো বোতলে নতুন মদ হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকারের লোকজনই। ভয়ানক বিশৃঙ্খল মবকে প্রেশার গ্রুপ হিসেবে উল্লেখ করলে তা ইতিবাচক হয়ে যায় না। বরং এর মধ্যে ফ্রাঙ্কেনস্টাইনদের জন্ম হতে থাকে, এ কথা বুঝতে না পারলে বোকার স্বর্গে বসবাস করার বিকল্প নেই। অনৈতিক এবং বেআইনি শক্তি প্রদর্শন করার অর্থ আইনশৃঙ্খলার ভরাডুবি, এটা না বুঝলে অরাজক পরিস্থিতি সৃষ্টি হতেই থাকবে এবং তা সামাল দেওয়া একসময় কঠিন হয়ে পড়বে।

চাঁদাবাজি ও দখলদারি করার খবর বের হলে বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে বহিষ্কার করার অনেক ঘটনাই ঘটেছে। কিন্তু যে প্রশ্নটি এড়ানো যাবে না, সেটি হলো, ক্ষমতায় যাওয়ার আগেই যেভাবে বিএনপির নেতা-কর্মীরা তাঁদের দন্ত-নখর প্রসারিত করে চলেছেন, ক্ষমতায় গেলে তাঁদের অবস্থা কী হয়ে উঠতে পারে— সে কথা ভাবলেই চোখ কপালে ওঠে। ক্ষমতার খানিকটা ভাগ পেলে কত ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটিয়ে ফেলা যায়, তার প্রত্যক্ষদর্শী এখন আমজনতা। দলীয় রাজনীতিতে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধার অভাব প্রায় সব দলেই দেখা যায়। এবং অতি দ্রুত যেকোনো দলই গ্রুপিং রাজনীতিতে সিদ্ধহস্ত হয়ে পড়ে। ক্ষমতায় গেলে সেই গ্রুপগুলো যেমন নিজেদের মধ্যে মারামারি করে, তেমনি এলাকার জনগণের জীবন অতিষ্ঠ করে তোলে। এই কথাগুলো রাজনৈতিক ধারাবাহিকতার অংশ হয়ে গেছে।

তাই ভালো ভালো কথা বলার আগে দলের সাংগঠনিক পর্যায়ে নিয়মানুবর্তিতা এবং আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধা থাকা অনেক জরুরি। সংগঠনে সেই গণতন্ত্রের চর্চা থাকলে আগবাড়িয়ে কেউ দখলদারি, চাঁদাবাজির দিকে যাবে না। বরং ভালো কাজের মাধ্যমে জনগণের হৃদয় জয় করার চেষ্টা করবে।

সেই রাজনীতির দিকেই আমজনতা তাকিয়ে আছে, কিন্তু দেশের রাজনীতিবিদেরা সে রকম সংগঠন তৈরি করতে পারবেন কি না, তা নিয়ে জনগণের সংশয় কাটছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আজ বুঝলাম, সময়ের কাছে মানুষ কত অসহায়’—মৃত্যুর আগে স্ট্যাটাস স্বেচ্ছাসেবক লীগ নেতার

পাথর দিয়ে মাথা থেঁতলে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় চারজন গ্রেপ্তার

হাসিনাকে হটানো র‍্যাপ-মিম বদলে দিচ্ছে বাংলাদেশের রাজনীতি

চিকিৎসককে হেনস্তা বিএনপি নেতার, প্রতিবাদ করলে নারীকে মারধর

সিরিয়াস ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির ওপর দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত