সম্পাদকীয়
ঢাকা: একটি শিশুর লাশ পড়ে ছিল বেগমবাজার এলাকায় ডাস্টবিনের পাশে। রাজধানীর চকবাজার থানা পুলিশ তা উদ্ধার করেছে। নবজাতকের বয়স সম্ভবত একদিন। ওর মৃতদেহটি জড়ানো ছিল একটি লাল ওড়না দিয়ে। শিশুটি মৃত অবস্থায় জন্মেছে নাকি জন্মের পর এভাবে ওকে ফেলে রাখা হয়েছে, তা জানা যায়নি। হতে পারে, যারা ওই শিশুটিকে জন্ম দিয়েছেন, তাঁরা হয়তো তাকে জীবিত রাখতে চাননি। কেন? তা নিয়ে কিছু অনুমান করা যেতে পারে, কিন্তু রহস্য ভেদ করা যাবে না।
একই রকম আরেকটি ঘটনা ঘটেছে ভারতের দিল্লিতে। ৭ মে সকালে যমুনা নদীতে একটি বড় গামলায় ছোট্ট কাপড়ের পুঁটলি ভেসে আসতে দেখা যায়। গ্রামবাসীরা সেটা পাড়ে তুলে দেখেন—গামলায় শুয়ে এক নবজাতক। এক-দুই দিনের ছোট্ট শিশুটিকে গামলায় শুইয়ে এভাবে ভাসিয়ে দেওয়ার ঘটনাটি দুঃখজনক। পুলিশ নবজাতককে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। শিশুটি সুস্থ আছে। চিকিৎসকেরা নবজাতককে কয়েক দিন পর্যবেক্ষণে রাখবেন। চিকিৎসকদের সূত্রে জানা গেছে, তিন কেজি ওজনের ওই নবজাতক তৃতীয় লিঙ্গের। সম্ভবত সেকারণেই মা-বাবা তাকে গামলায় করে নদীতে ভাসিয়ে দিয়ে স্বস্তি পেয়েছেন।
একটি মানবশিশুর জন্ম একটি পরিবারকে আনন্দে ভরিয়ে দেয়। তবে সন্তান যেমন অতি প্রত্যাশার অমূল্য সম্পদ, তেমনি ‘অনাহূত' সন্তানের কথাও যে শোনা যায় না তা নয়। যাঁরা নিছক খেয়ালের বশে সন্তানের জন্ম দেন, তাঁরা চান না সে সন্তান ভূমিষ্ঠ হোক কিংবা পিতামাতার পরিচয়ে বড় হয়ে উঠুক। এরা ভ্রূণ হত্যার আশ্রয় নেন, আর কোনো কারণে তাতে সফল না হলে অনাদরে অবহেলায় ফেলে দেন পথের ধারে।
বেগমবাজারে পাওয়া মৃত নবজাতকটি এমন খেয়ালি পিতা-মাতার কি না জানি না। তবে আমরা চাইব, এমন ঘটনা যেন না ঘটে, সে ব্যাপারেসবাই সচেতন হবেন। দিল্লির এই নবজাতকের ভবিষ্যৎ কী হবে, তার দেখভালের দায়িত্ব কেউ নেবে কি না, তাবলা আমাদের পক্ষে সম্ভব নয়। তবে তার বেঁচে থাকা হয়তো অসম্ভব হবে না। ভারতে তৃতীয় লিঙ্গের দু-একজন মানুষের উচ্চশিক্ষা লাভ করে গুরুত্বপূর্ণ পদাধিকারী হওয়ার খবরও জানাগেছে। তাই এই নবজাতক মানুষের ভালোবাসায় বেঁচে যাবে এবং একটা সুন্দর জীবন পাবে—এই কামনা করি।
ঢাকা: একটি শিশুর লাশ পড়ে ছিল বেগমবাজার এলাকায় ডাস্টবিনের পাশে। রাজধানীর চকবাজার থানা পুলিশ তা উদ্ধার করেছে। নবজাতকের বয়স সম্ভবত একদিন। ওর মৃতদেহটি জড়ানো ছিল একটি লাল ওড়না দিয়ে। শিশুটি মৃত অবস্থায় জন্মেছে নাকি জন্মের পর এভাবে ওকে ফেলে রাখা হয়েছে, তা জানা যায়নি। হতে পারে, যারা ওই শিশুটিকে জন্ম দিয়েছেন, তাঁরা হয়তো তাকে জীবিত রাখতে চাননি। কেন? তা নিয়ে কিছু অনুমান করা যেতে পারে, কিন্তু রহস্য ভেদ করা যাবে না।
একই রকম আরেকটি ঘটনা ঘটেছে ভারতের দিল্লিতে। ৭ মে সকালে যমুনা নদীতে একটি বড় গামলায় ছোট্ট কাপড়ের পুঁটলি ভেসে আসতে দেখা যায়। গ্রামবাসীরা সেটা পাড়ে তুলে দেখেন—গামলায় শুয়ে এক নবজাতক। এক-দুই দিনের ছোট্ট শিশুটিকে গামলায় শুইয়ে এভাবে ভাসিয়ে দেওয়ার ঘটনাটি দুঃখজনক। পুলিশ নবজাতককে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। শিশুটি সুস্থ আছে। চিকিৎসকেরা নবজাতককে কয়েক দিন পর্যবেক্ষণে রাখবেন। চিকিৎসকদের সূত্রে জানা গেছে, তিন কেজি ওজনের ওই নবজাতক তৃতীয় লিঙ্গের। সম্ভবত সেকারণেই মা-বাবা তাকে গামলায় করে নদীতে ভাসিয়ে দিয়ে স্বস্তি পেয়েছেন।
একটি মানবশিশুর জন্ম একটি পরিবারকে আনন্দে ভরিয়ে দেয়। তবে সন্তান যেমন অতি প্রত্যাশার অমূল্য সম্পদ, তেমনি ‘অনাহূত' সন্তানের কথাও যে শোনা যায় না তা নয়। যাঁরা নিছক খেয়ালের বশে সন্তানের জন্ম দেন, তাঁরা চান না সে সন্তান ভূমিষ্ঠ হোক কিংবা পিতামাতার পরিচয়ে বড় হয়ে উঠুক। এরা ভ্রূণ হত্যার আশ্রয় নেন, আর কোনো কারণে তাতে সফল না হলে অনাদরে অবহেলায় ফেলে দেন পথের ধারে।
বেগমবাজারে পাওয়া মৃত নবজাতকটি এমন খেয়ালি পিতা-মাতার কি না জানি না। তবে আমরা চাইব, এমন ঘটনা যেন না ঘটে, সে ব্যাপারেসবাই সচেতন হবেন। দিল্লির এই নবজাতকের ভবিষ্যৎ কী হবে, তার দেখভালের দায়িত্ব কেউ নেবে কি না, তাবলা আমাদের পক্ষে সম্ভব নয়। তবে তার বেঁচে থাকা হয়তো অসম্ভব হবে না। ভারতে তৃতীয় লিঙ্গের দু-একজন মানুষের উচ্চশিক্ষা লাভ করে গুরুত্বপূর্ণ পদাধিকারী হওয়ার খবরও জানাগেছে। তাই এই নবজাতক মানুষের ভালোবাসায় বেঁচে যাবে এবং একটা সুন্দর জীবন পাবে—এই কামনা করি।
নয়া কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা জোরদারকরণ, বিনিয়োগে খুদে উদ্যোক্তাদের অংশগ্রহণ বৃদ্ধি প্রভৃতি দিক বিবেচনায় বাজেটে ও রাষ্ট্রের অন্যান্য নীতিমালায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে (এসএমই) বাড়তি গুরুত্ব দেওয়ার প্রয়োজনের কথা বহুদিন ধরেই বলা হচ্ছে।
১২ ঘণ্টা আগেবাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর জীবিকা কৃষির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। এই কৃষি খাত শুধু খাদ্যনিরাপত্তাই নিশ্চিত করে আসছে না, বরং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
১২ ঘণ্টা আগেবাংলাদেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা এক ভয়াবহ রূপ ধারণ করেছে। যা সমাজের স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং সমাজকে সামনে অগ্রসর হতে বাধার সৃষ্টি করছে। গত পাঁচ মাসে নারী ও শিশু নির্যাতনের ৯ হাজার ১০০টি মামলা দায়ের হয়েছে—যা দৈনিক ৬০টি এবং প্রতি ২৪ মিনিটে একটি মামলার সমান।
১২ ঘণ্টা আগেদুটো ঘটনা ঘটল পরপর। গোপালগঞ্জ আর চকরিয়ায়। প্রথম ঘটনায় দুঃখজনকভাবে ঝরে পড়েছে পাঁচটি প্রাণ। এই প্রাণহানি এড়ানো যেত কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। দ্বিতীয় ঘটনাটিতে দেখা যাচ্ছে, কক্সবাজারে এনসিপির একজন নেতার বক্তৃতার সূত্র ধরে বিএনপি মহলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
১ দিন আগে