সম্পাদকীয়
মঙ্গল গ্রহ কি তাহলে মানুষের বাসযোগ্য হয়ে উঠবে? মানুষ কি তাহলে পৃথিবী থেকে মঙ্গলে গিয়ে বসতি গড়বে? হয়তো তেমন দিন আসবে; তবে তার জন্য আরও কত বছর, কত যুগ অপেক্ষা করতে হবে, চালাতে হবে আরও কত গবেষণা, পোড়াতে হবে কত তেল—তা এখন বলা মুশকিল হলেও একটি ভালো খবর এখনই পাওয়া গেছে। মঙ্গলে অক্সিজেন তৈরি করতে সক্ষম হয়েছে মানুষ।
মানুষের অসাধ্য সাধনে সাফল্যের এটি নিঃসন্দেহে একটি বড় খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা মঙ্গলের বায়ুম-ল থেকে কিছু কার্বন ডাই-অক্সাইড সংগ্রহ করে তা শ্বাসযোগ্য বিশুদ্ধ অক্সিজেনে পরিণত করেছে।
সৌরজগতের লাল গ্রহ মঙ্গলের বায়ুম-লের ৯৫ শতাংশই কার্বন ডাই-অক্সাইড। এই গ্রহে বায়ুুম-লের ঘনত্ব অনেক কম। সব মিলিয়ে গ্রহটি মানুষের বসবাসের জন্য মোটেও উপযুক্ত নয়।
এই বৈরী পরিবেশকে অনুকূল করার প্রচেষ্টায় একধাপ এগিয়ে গেল মানুষ। নাসা জানিয়েছে, ২০ এপ্রিল ছয় চাকার মঙ্গলযান পারসেভারেন্সে একটি যন্ত্রাংশের পরীক্ষার সময় এই সাফল্য অর্জন করে মহাকাশ গবেষণা সংস্থাটি। পৃথিবী থেকে উৎক্ষেপণের সাত মাস পর ১৮ ফেব্রুয়ারি মঙ্গলের বুকে অবতরণ করে পারসেভারেন্স।
মঙ্গলে অক্সিজেন তৈরির এই সাফল্য সংশ্লিষ্ট গবেষকদের আশাবাদী করে তুলেছে—ভবিষ্যতে হয়তো ভিনগ্রহে মানুষের বসবাস সম্ভব হবে। পৃথিবীতে গত এক বছরের বেশি সময় মানুষ এক মারণভাইরাসের সঙ্গে অসম যুদ্ধে লিপ্ত রয়েছে। এখনও করোনাভাইরাসকে পরাজিত করতে সক্ষম হয়নি মানুষ। তবে মানুষ সহজে হার মানে না। মঙ্গলে অক্সিজেন তৈরি তেমনই এক হার না-মানা সাফল্যের গল্প। দেখা যাক, কোথায় শেষ হয় মানুষের এই মঙ্গল-সাধনা!
মঙ্গল গ্রহ কি তাহলে মানুষের বাসযোগ্য হয়ে উঠবে? মানুষ কি তাহলে পৃথিবী থেকে মঙ্গলে গিয়ে বসতি গড়বে? হয়তো তেমন দিন আসবে; তবে তার জন্য আরও কত বছর, কত যুগ অপেক্ষা করতে হবে, চালাতে হবে আরও কত গবেষণা, পোড়াতে হবে কত তেল—তা এখন বলা মুশকিল হলেও একটি ভালো খবর এখনই পাওয়া গেছে। মঙ্গলে অক্সিজেন তৈরি করতে সক্ষম হয়েছে মানুষ।
মানুষের অসাধ্য সাধনে সাফল্যের এটি নিঃসন্দেহে একটি বড় খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা মঙ্গলের বায়ুম-ল থেকে কিছু কার্বন ডাই-অক্সাইড সংগ্রহ করে তা শ্বাসযোগ্য বিশুদ্ধ অক্সিজেনে পরিণত করেছে।
সৌরজগতের লাল গ্রহ মঙ্গলের বায়ুম-লের ৯৫ শতাংশই কার্বন ডাই-অক্সাইড। এই গ্রহে বায়ুুম-লের ঘনত্ব অনেক কম। সব মিলিয়ে গ্রহটি মানুষের বসবাসের জন্য মোটেও উপযুক্ত নয়।
এই বৈরী পরিবেশকে অনুকূল করার প্রচেষ্টায় একধাপ এগিয়ে গেল মানুষ। নাসা জানিয়েছে, ২০ এপ্রিল ছয় চাকার মঙ্গলযান পারসেভারেন্সে একটি যন্ত্রাংশের পরীক্ষার সময় এই সাফল্য অর্জন করে মহাকাশ গবেষণা সংস্থাটি। পৃথিবী থেকে উৎক্ষেপণের সাত মাস পর ১৮ ফেব্রুয়ারি মঙ্গলের বুকে অবতরণ করে পারসেভারেন্স।
মঙ্গলে অক্সিজেন তৈরির এই সাফল্য সংশ্লিষ্ট গবেষকদের আশাবাদী করে তুলেছে—ভবিষ্যতে হয়তো ভিনগ্রহে মানুষের বসবাস সম্ভব হবে। পৃথিবীতে গত এক বছরের বেশি সময় মানুষ এক মারণভাইরাসের সঙ্গে অসম যুদ্ধে লিপ্ত রয়েছে। এখনও করোনাভাইরাসকে পরাজিত করতে সক্ষম হয়নি মানুষ। তবে মানুষ সহজে হার মানে না। মঙ্গলে অক্সিজেন তৈরি তেমনই এক হার না-মানা সাফল্যের গল্প। দেখা যাক, কোথায় শেষ হয় মানুষের এই মঙ্গল-সাধনা!
প্রতিদিন সূর্য ওঠে, শিশুরা ঘুম থেকে উঠে স্কুলে যায়। ব্যাগে বই-খাতার ফাঁকে ছোট ছোট স্বপ্ন থাকে—কেউ হবে বৈজ্ঞানিক, কেউ বলে ‘আমি পাইলট হব’, কারও চোখে ফুটবলার হওয়ার ইচ্ছা। কেউ কারও প্রিয় বন্ধু, কেউ ভাইয়ের মতো, কেউ স্কুলে প্রথম হয়ে মা-বাবার গর্ব হবে বলে শপথ করে। কিন্তু আজ...সব ভুলে গিয়ে শুধু একটাই...
৮ ঘণ্টা আগেক্ষমতা চিরস্থায়ী নয়—বিরোধী দলে থাকলে সবাই এ কথা বলে, কিন্তু শাসকে পরিণত হলে তা ভুলে যায়। বঙ্গবন্ধুর মতো জনপ্রিয় নেতাও এই চিরন্তন সত্যের ব্যতিক্রম ছিলেন না। প্রেসিডেন্সি কলেজে পড়তে যাওয়া তরুণদের কাছেও শেখ মুজিব ছিলেন প্রথম সহায়—সেই মুজিব পাকিস্তান প্রতিষ্ঠায় সক্রিয় থেকেও একসময় পাকিস্তানিদের...
৮ ঘণ্টা আগেউত্তরার মাইলস্টোন স্কুল ভবনে সোমবার দুপুরে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় স্তম্ভিত হয়ে আছে পুরো জাতি। স্কুলের শিক্ষার্থীরাই মূলত ওই দুর্ঘটনার শিকার হয়। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব ছবি কিংবা ভিডিও দেখা গেছে, তার বেশির ভাগই বীভৎস...
৮ ঘণ্টা আগেনয়া কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা জোরদারকরণ, বিনিয়োগে খুদে উদ্যোক্তাদের অংশগ্রহণ বৃদ্ধি প্রভৃতি দিক বিবেচনায় বাজেটে ও রাষ্ট্রের অন্যান্য নীতিমালায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে (এসএমই) বাড়তি গুরুত্ব দেওয়ার প্রয়োজনের কথা বহুদিন ধরেই বলা হচ্ছে।
১ দিন আগে