সম্পাদকীয়
লকডাউন চলার সময় একজন চিকিৎসকের গাড়ি থামিয়ে তাঁর সঙ্গে বাগ্বিত-ায় জড়িয়ে পড়েন একজন ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কর্মকর্তা। পুরো ঘটনার ভিডিওচিত্র ধারণ করে তা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। একটি ছোট ঘটনাকে অহেতুক বড় করে পেশাজীবীদের মধ্যে বিবাদ তৈরি করা একেবারেই অনভিপ্রেত। ঘটনার সঙ্গে জড়িত তিন পেশাজীবীই নিজ নিজ পেশা ও মর্যাদার প্রতি দায়িত্বশীলতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছেন বলে মনে করার কারণ আছে। তিনজনই কমবেশি ভুল পথে হেঁটেছেন। সহজ সমাধানের চেয়ে জটিলতা বাড়াতে চেয়েছেন। এমন কি পিতৃপরিচয় উল্লেখ করে ‘ক্ষমতা' দেখানো এবং পরস্পরের প্রতি ভাষা ব্যবহারেও শালীনতা, শিক্ষা ও সুরুচির পরিচয় দিতে পারেননি।
বিষয়টি কারও কারও কাছে ডাক্তার বনাম পুলিশ—কার ক্ষমতা বেশি—এই আলোচনায় গিয়ে পৌঁছেছে। বিষয়টি আসলে কোনোভাবেই এই পেশা বনাম সেই পেশা নয়। আমরা এখন একটা খারাপ সময় অতিক্রম করছি। এখন পেশায় পেশায় নয়, লড়াইটা চলছে করোনা বনাম মানুষের মধ্যে—এই মূল লড়াইয়ের সঙ্গে আরও লড়াই চলে আসছে—জীবিকার লড়াই, শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার লড়াই। এই মহামারি রণে সবাই সবার প্রতি সহমর্মিতা নিয়ে পথে নামতে হবে (যাদের জরুরি দরকার), অন্যরা ঘরে থাকতে হবে। এই দুঃসময়ে কৃত্রিম বিভাজন তৈরি করে, উসকে দিয়ে বা শুধু তামাশাবশত অংশগ্রহণ করে মূল শত্রু করোনার বিরুদ্ধে লড়াইটাকে দুর্বল করা কোনোভাবেই উচিত কাজ হবে না। কোথাও কোনো সমস্যা বা অসঙ্গতি দেখা দিলে নিজ নিজ পেশার/সার্ভিসের নেতৃত্ব তড়িৎ পদক্ষেপ নিয়ে জটিলতা নিরসন করা দরকার।
সবাই মিলে এই অদৃশ্য এক প্রবল জীবাণুর বিরুদ্ধে লড়াইয়ে জিততে হবে। করোনার শুরু থেকে পুলিশ যেভাবে সেবা দিয়েছে তার কোনো বৈশ্বিক তুলনা নজরে পড়ে না; আবার ডাক্তার, নার্স ও সাপোর্ট স্টাফরাও পুরো লড়াইটা সামনে থেকে লড়েছেন— উভয় পেশার অনেকে মৃত্যুও বরণ করেছেন। এই অবস্থায় আমাদের কারও ভূমিকা যেন কৃত্রিম বিভাজনে কোনোভাবেই সহায়তা না করে । নানা খাতে তলানিতে থাকা দেশটাকে টেনে তুলতে অসম্ভব পরিশ্রম করেছেন বঙ্গবন্ধু কন্যা। তাঁর নেতৃত্বে সারা দেশের মানুষ আজ অনেক খাতে সফল। আমরা আরও সফল হব। মাথাপিছু আয়ের সঙ্গে মাথাপিছু মানবতাও বাড়াতে হবে; ধর্ম, অঞ্চল, পেশা, দল-উপদলভেদে ঘৃণার কবর দিতে হবে; মানুষকে কেবলই মানুষ পরিচয়টা সামনে এনে এই মারি মোকাবিলায় আত্মনিয়োগ করতে হবে। চলমান করোনাবিরোধী লড়াইটা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে, প্রত্যেককে প্রত্যেকের জায়গা থেকে লড়তে হবে। পেশাগত বিদ্বেষ পরিহার করে একে অপরের সহযোগী হওয়ার মনোভাব জোরদার করতে হবে। ধৈর্য্য ও সহনশীলতা বাড়াতে হবে। মানবিক আচরণে অভ্যস্ত হতে হবে । সহানুভূতিশীল হতে হবে। ঠুনকো অজুহাতে নতুন সমস্যা তৈরি করার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।
লকডাউন চলার সময় একজন চিকিৎসকের গাড়ি থামিয়ে তাঁর সঙ্গে বাগ্বিত-ায় জড়িয়ে পড়েন একজন ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কর্মকর্তা। পুরো ঘটনার ভিডিওচিত্র ধারণ করে তা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। একটি ছোট ঘটনাকে অহেতুক বড় করে পেশাজীবীদের মধ্যে বিবাদ তৈরি করা একেবারেই অনভিপ্রেত। ঘটনার সঙ্গে জড়িত তিন পেশাজীবীই নিজ নিজ পেশা ও মর্যাদার প্রতি দায়িত্বশীলতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছেন বলে মনে করার কারণ আছে। তিনজনই কমবেশি ভুল পথে হেঁটেছেন। সহজ সমাধানের চেয়ে জটিলতা বাড়াতে চেয়েছেন। এমন কি পিতৃপরিচয় উল্লেখ করে ‘ক্ষমতা' দেখানো এবং পরস্পরের প্রতি ভাষা ব্যবহারেও শালীনতা, শিক্ষা ও সুরুচির পরিচয় দিতে পারেননি।
বিষয়টি কারও কারও কাছে ডাক্তার বনাম পুলিশ—কার ক্ষমতা বেশি—এই আলোচনায় গিয়ে পৌঁছেছে। বিষয়টি আসলে কোনোভাবেই এই পেশা বনাম সেই পেশা নয়। আমরা এখন একটা খারাপ সময় অতিক্রম করছি। এখন পেশায় পেশায় নয়, লড়াইটা চলছে করোনা বনাম মানুষের মধ্যে—এই মূল লড়াইয়ের সঙ্গে আরও লড়াই চলে আসছে—জীবিকার লড়াই, শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার লড়াই। এই মহামারি রণে সবাই সবার প্রতি সহমর্মিতা নিয়ে পথে নামতে হবে (যাদের জরুরি দরকার), অন্যরা ঘরে থাকতে হবে। এই দুঃসময়ে কৃত্রিম বিভাজন তৈরি করে, উসকে দিয়ে বা শুধু তামাশাবশত অংশগ্রহণ করে মূল শত্রু করোনার বিরুদ্ধে লড়াইটাকে দুর্বল করা কোনোভাবেই উচিত কাজ হবে না। কোথাও কোনো সমস্যা বা অসঙ্গতি দেখা দিলে নিজ নিজ পেশার/সার্ভিসের নেতৃত্ব তড়িৎ পদক্ষেপ নিয়ে জটিলতা নিরসন করা দরকার।
সবাই মিলে এই অদৃশ্য এক প্রবল জীবাণুর বিরুদ্ধে লড়াইয়ে জিততে হবে। করোনার শুরু থেকে পুলিশ যেভাবে সেবা দিয়েছে তার কোনো বৈশ্বিক তুলনা নজরে পড়ে না; আবার ডাক্তার, নার্স ও সাপোর্ট স্টাফরাও পুরো লড়াইটা সামনে থেকে লড়েছেন— উভয় পেশার অনেকে মৃত্যুও বরণ করেছেন। এই অবস্থায় আমাদের কারও ভূমিকা যেন কৃত্রিম বিভাজনে কোনোভাবেই সহায়তা না করে । নানা খাতে তলানিতে থাকা দেশটাকে টেনে তুলতে অসম্ভব পরিশ্রম করেছেন বঙ্গবন্ধু কন্যা। তাঁর নেতৃত্বে সারা দেশের মানুষ আজ অনেক খাতে সফল। আমরা আরও সফল হব। মাথাপিছু আয়ের সঙ্গে মাথাপিছু মানবতাও বাড়াতে হবে; ধর্ম, অঞ্চল, পেশা, দল-উপদলভেদে ঘৃণার কবর দিতে হবে; মানুষকে কেবলই মানুষ পরিচয়টা সামনে এনে এই মারি মোকাবিলায় আত্মনিয়োগ করতে হবে। চলমান করোনাবিরোধী লড়াইটা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে, প্রত্যেককে প্রত্যেকের জায়গা থেকে লড়তে হবে। পেশাগত বিদ্বেষ পরিহার করে একে অপরের সহযোগী হওয়ার মনোভাব জোরদার করতে হবে। ধৈর্য্য ও সহনশীলতা বাড়াতে হবে। মানবিক আচরণে অভ্যস্ত হতে হবে । সহানুভূতিশীল হতে হবে। ঠুনকো অজুহাতে নতুন সমস্যা তৈরি করার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।
প্রতিদিন সূর্য ওঠে, শিশুরা ঘুম থেকে উঠে স্কুলে যায়। ব্যাগে বই-খাতার ফাঁকে ছোট ছোট স্বপ্ন থাকে—কেউ হবে বৈজ্ঞানিক, কেউ বলে ‘আমি পাইলট হব’, কারও চোখে ফুটবলার হওয়ার ইচ্ছা। কেউ কারও প্রিয় বন্ধু, কেউ ভাইয়ের মতো, কেউ স্কুলে প্রথম হয়ে মা-বাবার গর্ব হবে বলে শপথ করে। কিন্তু আজ...সব ভুলে গিয়ে শুধু একটাই...
৮ ঘণ্টা আগেক্ষমতা চিরস্থায়ী নয়—বিরোধী দলে থাকলে সবাই এ কথা বলে, কিন্তু শাসকে পরিণত হলে তা ভুলে যায়। বঙ্গবন্ধুর মতো জনপ্রিয় নেতাও এই চিরন্তন সত্যের ব্যতিক্রম ছিলেন না। প্রেসিডেন্সি কলেজে পড়তে যাওয়া তরুণদের কাছেও শেখ মুজিব ছিলেন প্রথম সহায়—সেই মুজিব পাকিস্তান প্রতিষ্ঠায় সক্রিয় থেকেও একসময় পাকিস্তানিদের...
৮ ঘণ্টা আগেউত্তরার মাইলস্টোন স্কুল ভবনে সোমবার দুপুরে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় স্তম্ভিত হয়ে আছে পুরো জাতি। স্কুলের শিক্ষার্থীরাই মূলত ওই দুর্ঘটনার শিকার হয়। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব ছবি কিংবা ভিডিও দেখা গেছে, তার বেশির ভাগই বীভৎস...
৮ ঘণ্টা আগেনয়া কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা জোরদারকরণ, বিনিয়োগে খুদে উদ্যোক্তাদের অংশগ্রহণ বৃদ্ধি প্রভৃতি দিক বিবেচনায় বাজেটে ও রাষ্ট্রের অন্যান্য নীতিমালায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে (এসএমই) বাড়তি গুরুত্ব দেওয়ার প্রয়োজনের কথা বহুদিন ধরেই বলা হচ্ছে।
১ দিন আগে