সম্পাদকীয়
পরবাসকে কী চোখে দেখতেন কবি শহীদ কাদরী? যাঁরা তাঁকে কাছে থেকে দেখেছেন জীবনের শেষদিকটায়, তাঁরা জানেন, তিনি মনে করতেন মাতৃভূমি ত্যাগ করা আত্মহত্যার শামিল। নিউইয়র্কে জীবনের শেষ দিনগুলো কেটেছিল তাঁর।
তবে তিনি মনে করতেন, দেশ তো সঙ্গেই থাকে। ‘মায়ের মুখের মতো, পেছনে ফেলে আসা ভেজা বাল্যকালের মতো’। কবি শহীদ কাদরীর বাবা মারা গিয়েছিলেন কলকাতায়, মা ঢাকায়। সে সময় ঢাকার কবিরা বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকার দিকে মুখিয়ে থাকতেন। সেই পত্রিকায় কবিতা ছাপা হওয়া মানে কবি হিসেবে স্বীকৃতি পাওয়া—এমনটা মনে করতেন কবি যশপ্রার্থীদের অনেকে। শহীদ কাদরীও কবিতা পাঠিয়েছিলেন কলকাতায়, বুদ্ধদেব বসুর কাছে। এর আগে শামসুর রাহমান, আল মাহমুদের সঙ্গে দেখা হয়েছে। শামসুর রাহমান আর সৈয়দ শামসুল হকের কবিতা ছাপা হয়েছে কবিতা পত্রিকায়, সেটাও জানা হয়ে গেছে। রিভারভিউ ক্যাফে আর বিউটি বোর্ডিংয়ে চলছে আড্ডা। আল মাহমুদ কবিতা পত্রিকায় কবিতা পাঠাচ্ছেন শুনে শহীদ কাদরীও পাঠাতে আগ্রহী হলেন। হাতের লেখা ছিল খারাপ, শামসুর রাহমানই কপি করে দিয়েছিলেন।
যেদিন তাঁর মা মারা গেলেন, সেদিন শহীদ কাদরী কষ্টে নীল। সেটা ১৯৫৬ সাল। তাঁর বয়স তখন ১৪। শামসুর রাহমান এসেছিলেন শহীদদের বাড়িতে। মায়ের দাফন শেষ হলে বিউটি বোর্ডিংয়ে এসেছিলেন শহীদ কাদরী। তখনো কেউ আসেনি। বিষাদমাখা মন নিয়ে বসে ছিলেন তিনি। কাঁদছিলেন। এ সময় কাঁধে শামসুর রাহমানের স্পর্শ। ডাকে এসেছে কবিতা পত্রিকা, আর তাতে রয়েছে শহীদের কবিতা—এ কথা বলে পত্রিকাটি শহীদের হাতে তুলে দিলেন তিনি। কবিতাটির নাম ছিল ‘এই শীতে’।
ওই দিনটি ছিল একাধারে আনন্দ আর বেদনার। বেদনার—মা নেই বলে। আনন্দের—বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকায় তাঁর কবিতা ছাপা হয়েছে বলে।
সূত্র: শঙ্খচিল, শিখা আহমেদের নেওয়া সাক্ষাৎকার, পৃষ্ঠা ১২৬
পরবাসকে কী চোখে দেখতেন কবি শহীদ কাদরী? যাঁরা তাঁকে কাছে থেকে দেখেছেন জীবনের শেষদিকটায়, তাঁরা জানেন, তিনি মনে করতেন মাতৃভূমি ত্যাগ করা আত্মহত্যার শামিল। নিউইয়র্কে জীবনের শেষ দিনগুলো কেটেছিল তাঁর।
তবে তিনি মনে করতেন, দেশ তো সঙ্গেই থাকে। ‘মায়ের মুখের মতো, পেছনে ফেলে আসা ভেজা বাল্যকালের মতো’। কবি শহীদ কাদরীর বাবা মারা গিয়েছিলেন কলকাতায়, মা ঢাকায়। সে সময় ঢাকার কবিরা বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকার দিকে মুখিয়ে থাকতেন। সেই পত্রিকায় কবিতা ছাপা হওয়া মানে কবি হিসেবে স্বীকৃতি পাওয়া—এমনটা মনে করতেন কবি যশপ্রার্থীদের অনেকে। শহীদ কাদরীও কবিতা পাঠিয়েছিলেন কলকাতায়, বুদ্ধদেব বসুর কাছে। এর আগে শামসুর রাহমান, আল মাহমুদের সঙ্গে দেখা হয়েছে। শামসুর রাহমান আর সৈয়দ শামসুল হকের কবিতা ছাপা হয়েছে কবিতা পত্রিকায়, সেটাও জানা হয়ে গেছে। রিভারভিউ ক্যাফে আর বিউটি বোর্ডিংয়ে চলছে আড্ডা। আল মাহমুদ কবিতা পত্রিকায় কবিতা পাঠাচ্ছেন শুনে শহীদ কাদরীও পাঠাতে আগ্রহী হলেন। হাতের লেখা ছিল খারাপ, শামসুর রাহমানই কপি করে দিয়েছিলেন।
যেদিন তাঁর মা মারা গেলেন, সেদিন শহীদ কাদরী কষ্টে নীল। সেটা ১৯৫৬ সাল। তাঁর বয়স তখন ১৪। শামসুর রাহমান এসেছিলেন শহীদদের বাড়িতে। মায়ের দাফন শেষ হলে বিউটি বোর্ডিংয়ে এসেছিলেন শহীদ কাদরী। তখনো কেউ আসেনি। বিষাদমাখা মন নিয়ে বসে ছিলেন তিনি। কাঁদছিলেন। এ সময় কাঁধে শামসুর রাহমানের স্পর্শ। ডাকে এসেছে কবিতা পত্রিকা, আর তাতে রয়েছে শহীদের কবিতা—এ কথা বলে পত্রিকাটি শহীদের হাতে তুলে দিলেন তিনি। কবিতাটির নাম ছিল ‘এই শীতে’।
ওই দিনটি ছিল একাধারে আনন্দ আর বেদনার। বেদনার—মা নেই বলে। আনন্দের—বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকায় তাঁর কবিতা ছাপা হয়েছে বলে।
সূত্র: শঙ্খচিল, শিখা আহমেদের নেওয়া সাক্ষাৎকার, পৃষ্ঠা ১২৬
দুটো ঘটনা ঘটল পরপর। গোপালগঞ্জ আর চকরিয়ায়। প্রথম ঘটনায় দুঃখজনকভাবে ঝরে পড়েছে পাঁচটি প্রাণ। এই প্রাণহানি এড়ানো যেত কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। দ্বিতীয় ঘটনাটিতে দেখা যাচ্ছে, কক্সবাজারে এনসিপির একজন নেতার বক্তৃতার সূত্র ধরে বিএনপি মহলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
৮ ঘণ্টা আগে২০০০ সালে যুক্তরাষ্ট্র ছিল উত্তর ও দক্ষিণ আমেরিকার অধিকাংশ দেশ, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কিছু বড় অর্থনীতির দেশ এবং আফ্রিকার কিছু দেশের প্রধান বাণিজ্য অংশীদার। আর ইউরোপীয় ইউনিয়ন আধিপত্য বিস্তার করেছিল ইউরোপের প্রায় পুরো অঞ্চল, আফ্রিকা ও এশিয়ার বিস্তৃত অংশ এবং দক্ষিণ আমেরিকার কিছু দেশের সঙ্গে।
৮ ঘণ্টা আগেনির্বাচন হওয়া এবং না-হওয়া নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা আছে, সংশয়ও আছে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হবে বলে আশা করা হলেও এটা নিশ্চিত নয়। এখানে ‘যদি’,‘কিন্তু’ আছে। নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ-উৎসাহ বিএনপির।
৮ ঘণ্টা আগেমনজিল মোরসেদ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী। তিনি হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) প্রেসিডেন্ট। জনস্বার্থে এ পর্যন্ত তিনি ২২৫টির বেশি মামলা করে মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণে অনন্য ভূমিকা রেখেছেন।
১ দিন আগে