সম্পাদকীয়
একজনের নাম হাসিনা আক্তার। আরেকজনের নাম হাসিনা বেগম। দুজনের নামের প্রথম অংশ এক হলেও তাঁদের দুজনের স্বামীর নাম এক—হামিদ হোসেন। এই মিলের কারণে অপরাধী হাসিনা আক্তারের বদলে নির্দোষ হাসিনা বেগমকে ১৭ মাস জেলে থাকতে হয়েছে। বিষয়টি আদালতের নজরে আনা হলে এবং ঘটনা সত্য বলে প্রমাণ হওয়ায় আদালতের নির্দেশে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন হাসিনা বেগম। এখন প্রশ্ন হলো, যাদের ইচ্ছাকৃত ভুল কিংবা গাফেলতি বা দায়িত্বহীনতার কারণে এই নির্দোষ নারীকে এক বছর পাঁচ মাস কারাগারে কাটাতে হলো, তারা কি তাদের এই অপরাধের কোনো শাস্তি পাবে না? যদি এই ঘটনার সঙ্গে যারা জড়িত, যারা একজন
অসহায় নারীর জীবন থেকে ১৭টি মাস কেড়ে নিয়েছে, তাদের যদি আইনের আওতায় না আনা হয়, তাহলে হাসিনা বেগম কারামুক্ত হয়েও শান্তি বা স্বস্তি পাবেন না।
টেকনাফ পৌর এলাকার বাসিন্দা হাসিনা বেগম এখন ন্যায়বিচার আশা করছেন। তাঁর এই আশা করা অন্যায় বা অন্যায্য নয়।
জানা গেছে, ২০১৭ সালের ২৪ ফেব্রুয়ারি কর্ণফুলি থানার মইজ্জারটেক পুলিশ চেকপোস্ট এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ হাসিনা আক্তার নামের এক নারী এবং তাঁর স্বামী হামিদ হোসেনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলায় নয় মাস জেল খাটার পর উচ্চ আদালতের আদেশে হাসিনা আক্তার কারাগার থেকে ছাড়া পান। ২০১৯ সালের ১ জুলাই চট্টগ্রাম মহানগর পঞ্চম আদালতের বিচারক মামলার রায়ে ছয় বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাস সশ্রম কারাদণ্ড প্রদান করেন। টেকনাফ থানা পুলিশ ১৬ ডিসেম্বর হাসিনা আক্তারের পরিবর্তে হাসিনা বেগমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
এটা কি পুলিশের ইচ্ছাকৃত ভুল না, নামের মিলের বিভ্রাট তা এখনও পরিষ্কার নয়।
একজন আইনজীবী বিষয়টি আদালতের নজরে আনলে এ বিষয়ে তদন্ত করে টেকনাফ পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। এই প্রতিবেদন আদালতে জমা হওয়ার পর এটা স্পষ্ট হয় যে সাজা ভোগকারী নারী ‘প্রকৃত আসামি নন’। হাসিনা আক্তারের বদলে হাসিনা বেগম জেল খাটছেন। সবশেষে হাসিনা বেগম মুক্তি পেলেও তাঁকে যাদের ভুলে বা উদ্দেশ্যমূলক কারাসাজিতে জেলজীবন ভোগ করতে হলো তাদের খুঁজে বের করার বিষয়টি সামনে এসেছে। পুলিশের এমন খামখেয়ালিপনা বা অতিতৎপরতার অসহায় শিকার হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। আগেও এ রকম ‘ভুল’ আসামির কারাভোগ করার ঘটনা ঘটেছে। এমনিতেই আইনের ধীরগতি, বিচারহীনতার সংস্কৃতি নিয়ে মানুষের মনে বিরূপ ধারণা আছে, অনেক কথা আছে। তার ওপর যদি পুলিশের ভুলে নির্দোষ মানুষকে কারাবাস করতে হয়, তাহলে সেটা অত্যন্ত কষ্টের ব্যাপার। আমরা এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সবার অধিক সতর্কতা ও মনোযোগ কামনা করছি।
একজনের নাম হাসিনা আক্তার। আরেকজনের নাম হাসিনা বেগম। দুজনের নামের প্রথম অংশ এক হলেও তাঁদের দুজনের স্বামীর নাম এক—হামিদ হোসেন। এই মিলের কারণে অপরাধী হাসিনা আক্তারের বদলে নির্দোষ হাসিনা বেগমকে ১৭ মাস জেলে থাকতে হয়েছে। বিষয়টি আদালতের নজরে আনা হলে এবং ঘটনা সত্য বলে প্রমাণ হওয়ায় আদালতের নির্দেশে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন হাসিনা বেগম। এখন প্রশ্ন হলো, যাদের ইচ্ছাকৃত ভুল কিংবা গাফেলতি বা দায়িত্বহীনতার কারণে এই নির্দোষ নারীকে এক বছর পাঁচ মাস কারাগারে কাটাতে হলো, তারা কি তাদের এই অপরাধের কোনো শাস্তি পাবে না? যদি এই ঘটনার সঙ্গে যারা জড়িত, যারা একজন
অসহায় নারীর জীবন থেকে ১৭টি মাস কেড়ে নিয়েছে, তাদের যদি আইনের আওতায় না আনা হয়, তাহলে হাসিনা বেগম কারামুক্ত হয়েও শান্তি বা স্বস্তি পাবেন না।
টেকনাফ পৌর এলাকার বাসিন্দা হাসিনা বেগম এখন ন্যায়বিচার আশা করছেন। তাঁর এই আশা করা অন্যায় বা অন্যায্য নয়।
জানা গেছে, ২০১৭ সালের ২৪ ফেব্রুয়ারি কর্ণফুলি থানার মইজ্জারটেক পুলিশ চেকপোস্ট এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ হাসিনা আক্তার নামের এক নারী এবং তাঁর স্বামী হামিদ হোসেনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলায় নয় মাস জেল খাটার পর উচ্চ আদালতের আদেশে হাসিনা আক্তার কারাগার থেকে ছাড়া পান। ২০১৯ সালের ১ জুলাই চট্টগ্রাম মহানগর পঞ্চম আদালতের বিচারক মামলার রায়ে ছয় বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাস সশ্রম কারাদণ্ড প্রদান করেন। টেকনাফ থানা পুলিশ ১৬ ডিসেম্বর হাসিনা আক্তারের পরিবর্তে হাসিনা বেগমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
এটা কি পুলিশের ইচ্ছাকৃত ভুল না, নামের মিলের বিভ্রাট তা এখনও পরিষ্কার নয়।
একজন আইনজীবী বিষয়টি আদালতের নজরে আনলে এ বিষয়ে তদন্ত করে টেকনাফ পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। এই প্রতিবেদন আদালতে জমা হওয়ার পর এটা স্পষ্ট হয় যে সাজা ভোগকারী নারী ‘প্রকৃত আসামি নন’। হাসিনা আক্তারের বদলে হাসিনা বেগম জেল খাটছেন। সবশেষে হাসিনা বেগম মুক্তি পেলেও তাঁকে যাদের ভুলে বা উদ্দেশ্যমূলক কারাসাজিতে জেলজীবন ভোগ করতে হলো তাদের খুঁজে বের করার বিষয়টি সামনে এসেছে। পুলিশের এমন খামখেয়ালিপনা বা অতিতৎপরতার অসহায় শিকার হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। আগেও এ রকম ‘ভুল’ আসামির কারাভোগ করার ঘটনা ঘটেছে। এমনিতেই আইনের ধীরগতি, বিচারহীনতার সংস্কৃতি নিয়ে মানুষের মনে বিরূপ ধারণা আছে, অনেক কথা আছে। তার ওপর যদি পুলিশের ভুলে নির্দোষ মানুষকে কারাবাস করতে হয়, তাহলে সেটা অত্যন্ত কষ্টের ব্যাপার। আমরা এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সবার অধিক সতর্কতা ও মনোযোগ কামনা করছি।
বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান যুদ্ধ-সংঘাত, দুরবস্থা, দ্বৈতনীতি, পক্ষপাতিত্ব ইত্যাদির ভেতর বাংলাদেশ কেমন আছে? ফুটন্ত তেলের কড়াই থেকে জ্বলন্ত চুলা, আবার চুলা থেকে টগবগে কড়াই—এই তো চলছে এ দেশের জনগণকে নিয়ে। বরং যত দিন যাচ্ছে কড়াইয়ের তেল ও চুলার আগুন উভয়ই আরও উত্তপ্ত ও পরাবাস্তব হয়ে উঠছে।
৩৮ মিনিট আগেগত আট মাসে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক ব্যতিক্রমী দৃশ্যমানতা তৈরি হয়েছে ২৬টি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের মধ্য দিয়ে। ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের রেশ না কাটতেই একে একে এদের উত্থান অনেককেই বিস্মিত করেছে, কেউ কেউ দেখেছেন সম্ভাবনার নতুন আলো, আবার কেউ কেউ দেখেছেন এটি বিদ্যমান রাজনৈতিক অস্থিরতারই
৪২ মিনিট আগেশিক্ষা মন্ত্রণালয়ের ডিআইএতে নিয়োগ নিয়ে যা হয়ে গেল, তাকে ‘ম্যাজিক কারবার’ বলা হলে ভুল বলা হবে না। সকালে পরীক্ষা নিয়ে রাতেই ফল প্রকাশ করার এক অতি মানবীয় দৃষ্টান্ত স্থাপন করেছে ডিআইএ। তারাই প্রশ্নপত্র প্রণয়ন করেছে, তারাই খাতা মূল্যায়নের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ছিল। সুতরাং এই ম্যাজিকের জন্মদাতা কে—তা
১ ঘণ্টা আগেবাংলাদেশে এখন প্রেমও রাজনৈতিক। আগে প্রেমে পড়লে মানুষ কবিতা লিখত, এখন ফেসবুক স্ট্যাটাস দেয়। একসময় ‘কিছু বলব না, বুঝে নিও’ টাইপ প্রেমিকা ছিল—এখন ‘টক্সিসিটিই প্রেমের সৌন্দর্য’ বলে নিজের ফ্যান-ফলোয়ারদের মাঝে থ্রো করে দেয় একখানা থিওরিটিক্যাল বোমা।
১ ঘণ্টা আগে