Ajker Patrika

ভোটে জনসম্পৃক্ততা ছিল, দাবি ইসি সচিবের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভোটে জনসম্পৃক্ততা ছিল, দাবি ইসি সচিবের

চতুর্থ ধাপে ৮৩৬ ইউনিয়ন পরিষদে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। দিনভর ভোটকেন্দ্রে জনগণের সম্পৃক্ততা ছিল বলেও দাবি করেন তিনি। আজ রোববার সন্ধ্যায় নির্বাচন ভবনে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

ইসি সচিব বলেন, প্রায় ৫৮টি জেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা খোঁজ নিয়েছি। সবকিছু মিলে নির্বাচনটি সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে হয়েছে। এতে জনগণের সম্পৃক্ততা ছিল। ভোটারদের উপস্থিতিও আমরা আশা করছি ৭০ শতাংশের বেশি হবে। ভোটগ্রহণ করতে গিয়ে ১৫টি ভোটকেন্দ্র প্রিসাইডিং অফিসারের নিয়ন্ত্রণের বাইরে থাকায় ওই সব কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে। 

হুমায়ুন কবীর বলেন, ভোটগ্রহণকারী ২৯ জন আহত হয়েছেন। প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৬৩ জনকে আটক করেছে পুলিশ। 
 
ইসি সচিব বলেন, ‘বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সব মিলিয়ে নির্বাচন সুষ্ঠু হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত