Ajker Patrika

কারসাজি করে পদ্মা সেতু বানানো যায় না: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ জুন ২০২২, ১৭: ১৩
কারসাজি করে পদ্মা সেতু বানানো যায় না: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘কারসাজি করে পদ্মা সেতু, মেট্রোরেল বা কর্ণফুলী টানেল নির্মাণ করা যায় না।’ আজ বৃহস্পতিবার রাজধানীতে বাজেট নিয়ে বেসরকারি সংস্থা সিপিডি আয়োজিত আলোচনায় তিনি এ মন্তব্য করেন। 

সিপিডি রাজধানীর লেকশোর হোটেলে প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনার আয়োজন করে। এতে পরিকল্পনামন্ত্রী প্রধান অতিথি ছিলেন। এ আলোচনায় অংশ নেন বিএনপি নেতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সেখানে আমীর খসরুর করা মন্তব্যের জবাবে পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন। 

আলোচনার একপর্যায়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, সরকার পরিসংখ্যান নিয়ে ‘কারসাজি’ করছে। এর অংশ হিসেবে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার বাড়িয়ে দেখাচ্ছে সরকার। 

এ বক্তব্যের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘কারসাজি করে পদ্মা সেতু, মেট্রোরেল বা কর্ণফুলী টানেল নির্মাণ করা যায় না। আর ঘরে ঘরে যে বিদ্যুৎ পৌঁছে গেছে বা মানুষের গড় আয়ু ৭০ পেরিয়ে গেছে, তা-ও পরিসংখ্যান কারসাজি করে অর্জন করা যায় না। সরকার উন্নয়ন করছে বলেই জিডিপি প্রবৃদ্ধি বাড়ছে। এভাবে দোষারোপের রাজনীতি করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।’ 

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

এম এ মান্নান বলেন, দেশে এখন সবচেয়ে বড় সমস্যা মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) অনেক বড় পরিসরে মূল্যস্ফীতির পরিসংখ্যান তৈরি করে। 

আলোচনা সঞ্চালনা করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। আর মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত