নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ওয়াক্ফ এস্টেটগুলোকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হচ্ছে। এটি সম্পন্ন হলে ওয়াক্ফ সম্পত্তির ব্যবস্থাপনা সাবলীল ও মসৃণ হবে।
আজ শনিবার (২৬ জুলাই) সকালে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে হামদর্দ মিলনায়তনে মোতাওয়াল্লি সমিতি বাংলাদেশ আয়োজিত মতবিনিময় ও সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘ওয়াক্ফ এস্টেটের সাবলীল ব্যবস্থাপনার লক্ষ্যে আমরা ইতিমধ্যেই বেশ কিছু কাজে হাত দিয়েছি। ওয়াক্ফ-সংক্রান্ত মামলা শুনানির জন্য হাইকোর্টে একটি আলাদা বেঞ্চ গঠিত হয়েছে।’
ধর্ম উপদেষ্টা আরও বলেন, ওয়াক্ফ ইসলামি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। রাসুল (স.)-এর জামানা থেকে এ সংস্কৃতি চলে আসছে। এর মাধ্যমে জনকল্যাণ ও সেবাধর্মী কাজ হয়ে থাকে।
উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ওয়াক্ফ যাঁরা করে গেছেন তাঁদের উদ্দেশ্য ছিল অত্যন্ত মহৎ। কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জন, মানুষের সেবা, জনকল্যাণ ও পারলৌকিক মুক্তির জন্যই ওয়াকিফরা তাঁদের মূল্যবান সম্পত্তি ওয়াক্ফ করে গেছেন। ওয়াকিফদের মহতী উদ্যোগ যাতে ব্যাহত না হয়, সেদিকে সতর্ক থাকতে মোতাওয়াল্লিদেরকে তিনি অনুরোধ জানান।
ওয়াক্ফ প্রশাসনের সব কর্মকাণ্ড আইন-কানুনের আলোকে পরিচালিত হবে উল্লেখ করে ড. খালিদ হোসেন বলেন, ‘মোতাওয়াল্লিরা ওয়াক্ফ এস্টেটের মালিক নন, তাঁরা এটার ব্যবস্থাপক মাত্র। ওয়াক্ফ দলিল অনুসারে মোতাওয়াল্লি নিযুক্ত হবেন। এ ক্ষেত্রে যত বড় শক্তিশালীই হোক, দলিলের বাইরে কাউকে মোতাওয়াল্লি নিযুক্ত করা হবে না।’
ধর্ম উপদেষ্টা ওয়াব্ফ প্রশাসনের দুর্নীতি ও অব্যবস্থাপনা রোধে আপ্রাণ চেষ্টা করার প্রত্যয় ব্যক্ত করেন। এ ছাড়া, অবৈধ ও অসৎ মোতাওয়াল্লিদেরকে ভালো হয়ে যাওয়ার পরামর্শ দেন।
মোতাওয়াল্লি সমিতির সভাপতি ড. হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়া এতে সভাপতিত্ব করেন। ওয়াক্ফ এস্টেটগুলোর সংকট উত্তরণে করণীয়বিষয়ক প্রস্তাবনা উপস্থাপন করেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটোয়ারী। উপদেষ্টা মোতাওয়াল্লি সমিতির ১৪ দফা প্রস্তাবনা মনোযোগসহকারে শোনেন এবং তা যৌক্তিক বিবেচনা সাপেক্ষে বাস্তবায়নের আশ্বাস দেন।
অন্যদের মধ্যে পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক অনুষ্ঠানে বক্তব্য দেন। এতে আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ওয়াক্ফ এস্টেটগুলোকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হচ্ছে। এটি সম্পন্ন হলে ওয়াক্ফ সম্পত্তির ব্যবস্থাপনা সাবলীল ও মসৃণ হবে।
আজ শনিবার (২৬ জুলাই) সকালে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে হামদর্দ মিলনায়তনে মোতাওয়াল্লি সমিতি বাংলাদেশ আয়োজিত মতবিনিময় ও সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘ওয়াক্ফ এস্টেটের সাবলীল ব্যবস্থাপনার লক্ষ্যে আমরা ইতিমধ্যেই বেশ কিছু কাজে হাত দিয়েছি। ওয়াক্ফ-সংক্রান্ত মামলা শুনানির জন্য হাইকোর্টে একটি আলাদা বেঞ্চ গঠিত হয়েছে।’
ধর্ম উপদেষ্টা আরও বলেন, ওয়াক্ফ ইসলামি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। রাসুল (স.)-এর জামানা থেকে এ সংস্কৃতি চলে আসছে। এর মাধ্যমে জনকল্যাণ ও সেবাধর্মী কাজ হয়ে থাকে।
উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ওয়াক্ফ যাঁরা করে গেছেন তাঁদের উদ্দেশ্য ছিল অত্যন্ত মহৎ। কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জন, মানুষের সেবা, জনকল্যাণ ও পারলৌকিক মুক্তির জন্যই ওয়াকিফরা তাঁদের মূল্যবান সম্পত্তি ওয়াক্ফ করে গেছেন। ওয়াকিফদের মহতী উদ্যোগ যাতে ব্যাহত না হয়, সেদিকে সতর্ক থাকতে মোতাওয়াল্লিদেরকে তিনি অনুরোধ জানান।
ওয়াক্ফ প্রশাসনের সব কর্মকাণ্ড আইন-কানুনের আলোকে পরিচালিত হবে উল্লেখ করে ড. খালিদ হোসেন বলেন, ‘মোতাওয়াল্লিরা ওয়াক্ফ এস্টেটের মালিক নন, তাঁরা এটার ব্যবস্থাপক মাত্র। ওয়াক্ফ দলিল অনুসারে মোতাওয়াল্লি নিযুক্ত হবেন। এ ক্ষেত্রে যত বড় শক্তিশালীই হোক, দলিলের বাইরে কাউকে মোতাওয়াল্লি নিযুক্ত করা হবে না।’
ধর্ম উপদেষ্টা ওয়াব্ফ প্রশাসনের দুর্নীতি ও অব্যবস্থাপনা রোধে আপ্রাণ চেষ্টা করার প্রত্যয় ব্যক্ত করেন। এ ছাড়া, অবৈধ ও অসৎ মোতাওয়াল্লিদেরকে ভালো হয়ে যাওয়ার পরামর্শ দেন।
মোতাওয়াল্লি সমিতির সভাপতি ড. হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়া এতে সভাপতিত্ব করেন। ওয়াক্ফ এস্টেটগুলোর সংকট উত্তরণে করণীয়বিষয়ক প্রস্তাবনা উপস্থাপন করেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটোয়ারী। উপদেষ্টা মোতাওয়াল্লি সমিতির ১৪ দফা প্রস্তাবনা মনোযোগসহকারে শোনেন এবং তা যৌক্তিক বিবেচনা সাপেক্ষে বাস্তবায়নের আশ্বাস দেন।
অন্যদের মধ্যে পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক অনুষ্ঠানে বক্তব্য দেন। এতে আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
জুলাই সনদ নিয়ে ‘বিশেষ আদেশ’ জারি করে তার ভিত্তিতে গণভোট এবং আগামী জাতীয় সংসদকে দ্বৈত ভূমিকা দেওয়ার সুপারিশের পরিকল্পনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে, বিশেষ আদেশের ভিত্তি কী হবে, তা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
১ ঘণ্টা আগেআজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এই নির্দেশ দেন।
৫ ঘণ্টা আগেসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই, বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার (১৯ অক্টোবর) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
৫ ঘণ্টা আগেফায়ার সার্ভিসের পরিচালক বলেন, প্রথমত উচ্চ ঝুঁকিপূর্ণ দাহ্য বস্তুর (কম্বাস্টিবল ম্যাটেরিয়াল) আধিক্য, দ্বিতীয়ত স্টিল স্ট্রাকচারের তাপ শোষণ, তৃতীয়ত অপরিষ্কার ও গাদাগাদি পরিবেশ, চতুর্থত অগ্নিনিরাপত্তা-ব্যবস্থার ঘাটতি এবং সর্বশেষ ছোট ছোট স্টিলের স্ট্রাকচার কেটে ভেতরে প্রবেশ করায় আগুন নেভাতে বেগ পেতে হয়।
৮ ঘণ্টা আগে