Ajker Patrika

ইউনেসকোর নির্বাহী বোর্ডসহ তিন কমিটিতে নির্বাচিত বাংলাদেশ 

রাহুল শর্মা, প্যারিস (ফ্রান্স) থেকে
আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১৮: ২৮
Thumbnail image

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর তিনটি গুরুত্বপূর্ণ কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এই কমিটিগুলো হলো ইউনেসকোর নির্বাহী বোর্ড (২০২৩ থেকে ২০২৭ মেয়াদ), ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেটিং কাউন্সিল ফর দ্য ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার এবং ইন্টারগভার্মেন্টাল বায়োএথিক্স কমিটি। 

প্যারিসে অবস্থিত ইউনেসকো সদর দপ্তরের জনসংযোগ শাখা ও ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস থেকে এসব তথ্য জানা গেছে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেসকোর স্থায়ী প্রতিনিধি খন্দকার মো. তালহা। 

খন্দকার মো. তালহা বলেন, ‘এবারের ইউনেসকোর ৪২তম সাধারণ সভায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটিতে বাংলাদেশ নির্বাচিত হয়েছে। এটি দেশের জন্য গৌরবের। নির্বাহী বোর্ড ছাড়াও এবার দুটি নতুন কমিটিতে বাংলাদেশ নির্বাচিত হয়েছে, এর মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো পরিবেশ ও বিজ্ঞান ক্ষেত্রে কাজের সুযোগ পাবে এবং বিশ্বদরবারে নিজের অবস্থান সুসংহত করবে।’ 

এবার ইউনেসকোর সাধারণ সভার অধিবেশনে ১৯৫টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এই সাধারণ সভা ৭ নভেম্বর থেকে শুরু হয়, যা শেষ হবে ২২ নভেম্বর। বাংলাদেশ থেকে শিক্ষামন্ত্রী দীপু মনির নেতৃত্বে একটি প্রতিনিধিদল এই সাধারণ সভায় যোগ দেন। শিক্ষামন্ত্রী ১২ থেকে ১৬ নভেম্বরের সাধারণ সভার বিভিন্ন অধিবেশনে অংশ নেন। 

ইউনেসকো সদর দপ্তরের জনসংযোগ শাখার তথ্য বলছে, ১৫ নভেম্বর প্যারিসের স্থানীয় সময় সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচনের ভোট গ্রহণ চলে। নির্বাহী বোর্ডের ১৮৪ সদস্যের মধ্যে ১৮১ সদস্য ভোট দেয়। বাংলাদেশ ১৪৪ ভোট পেয়ে নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়। এই ফলাফল ঘোষণার পর ইউনেসকো মহাপরিচালক অঁদ্রে আজুলে বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মনিকে অভিনন্দন জানান এবং উভয়ে একযোগে আগামী দিনেও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 

আর ১৬ নভেম্বর ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেটিং কাউন্সিল ফর দ্য ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার এবং ইন্টারগভার্মেন্টাল বায়োএথিক্স কমিটিতে নির্বাচিত হয় বাংলাদেশ। এর মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো ইউনেসকোতে মানুষ ও জীবজগতের সংরক্ষণ এবং জৈবনীতিতে নেতৃত্বের সুযোগ লাভ করল। 

ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেটিং কাউন্সিল ফর দ্য ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার কমিটির নির্বাচনে বাংলাদেশ ১৪০ ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠ প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছে। আর ইন্টারগভার্মেন্টাল বায়োএথিক্স কমিটিতে নির্বাচন হওয়ার কথা থাকলেও পরবর্তী সময় ইরান সরে দাঁড়ায়। এতে বাংলাদেশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। 

তিনটি গুরুত্বপূর্ণ কমিটিতে নির্বাচিত হওয়ায় শিক্ষামন্ত্রী দীপু মনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর প্রাজ্ঞ, দূরদর্শী, সাহসী নেতৃত্বে অগ্রগামী বাংলাদেশ আজ বিশ্বসভায় সবার প্রশংসা ও আস্থা অর্জন করেছে। একই সঙ্গে তিনি ইউনেসকোর স্থায়ী প্রতিনিধি ও ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মো. তালহা, দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ বিন কাসেম ও বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেসকো, পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। 

বিশ্বে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির প্রসার এবং উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনমানের উন্নয়ন ঘটানো ইউনেসকোর কার্যক্রম। ১৯৪৫ সালের নভেম্বরে লন্ডন সম্মেলনে ইউনেসকো প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। ১৯৪৬ সালে এই সংস্থা জাতিসংঘের সহায়ক সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে। ফ্রান্সের রাজধানী প্যারিসে এর সদর দপ্তর অবস্থিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত