Ajker Patrika

নৌযান চালু না করলে ২৩ মে অবস্থান কর্মসূচি পালন করেব নৌ শ্রমিকেরা

নিজস্ব প্রতিবেদক
নৌযান চালু না করলে ২৩ মে অবস্থান কর্মসূচি পালন করেব নৌ শ্রমিকেরা

ঢাকা: স্বাস্থ্যবিধি মেনে ২২ মে'র মধ্যে যাত্রীবাহী নৌ-যান চলাচলের অনুমতি না দেওয়া হলে আগামী ২৩ মে বিআইডাব্লিউটিএ'র কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির পালন করবে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন।

আজ শুক্রবার নৌ-যান শ্রমিক ফেডারেশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়। আগামী ২৩ মে সকাল ১১টার সময় এই কর্মসূচি পালন করবে সংগঠনটি।

বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ভূঁইয়া বিজ্ঞপ্তিতে বলেন, দেড় মাসেরও অধিক সময় ধরে লকডাউনের নামে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ আছে। ফলে বেতন-বোনাস না পেয়ে, চরম অর্থনৈতিক দুরবস্থায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করতে বাধ্য হচ্ছে তাঁরা। এই সেক্টরে লক্ষ লক্ষ নৌ শ্রমিক ও দিনমজুর কাজ করে।

মো. শাহ আলম ভূঁইয়া আরো বলেন, ঈদে ফেরিঘাটগুলোতে যাত্রীদের প্রচণ্ড ভিড়ে পদপিষ্ট হয়ে মানুষের মৃত্যুর মত মর্মান্তিক ঘটনা ঘটেছে। এরপরও কি কারণে যাত্রীবাহী লঞ্চ ও দূরপাল্লার গণপরিবহন বন্ধ রাখা হয়েছে তা আমাদের বোধগম্য নয়।

শ্রমিক ও যাত্রী সাধারণের দুরবস্থার কথা বিবেচনা করে এই যৌক্তিক দাবি মেনে নিতে তিনি সরকারের কাছে আহ্বান জানান।

নিয়ে ২২ মে’র মধ্যে যাত্রীবাহী নৌ-যান চলাচলের ঘোষণা প্রদান করে। চরম বিপর্যয়কর অবস্থায় নিপতিত নৌযান শ্রমিকদেরকে উদ্ধার করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত