Ajker Patrika

সাইবার নিরাপত্তা আইনে ডিএসএর মতো নিপীড়নমূলক বৈশিষ্ট্যগুলো যেন না থাকে: অ্যামনেস্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাইবার নিরাপত্তা আইনে ডিএসএর মতো নিপীড়নমূলক বৈশিষ্ট্যগুলো যেন না থাকে: অ্যামনেস্টি

ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) বাতিল করায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, এটি একটি কঠোর আইন। এই আইন অস্ত্র হিসেবে ব্যবহার করে ক্ষমতাসীন দল ও এর সহযোগীরা অনলাইনে মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত করত। একই সঙ্গে ভিন্নমত পোষণকারীকে দমন করত। 

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, সরকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে সাইবার নিরাপত্তা আইনে ডিএসএর মতো নিপীড়নমূলক বৈশিষ্ট্যগুলো যেন পুনরায় ব্যবহার না করা হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে, সব স্টেকহোল্ডার যেন প্রস্তাবিত নতুন আইনটি প্রণয়ন করার আগে যাচাই-বাছাই এবং সুপারিশ করার পর্যাপ্ত সুযোগ পান। একই সঙ্গে ধারাগুলো যেন আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলে। 

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশি কর্তৃপক্ষকে অবিলম্বে এবং নিঃশর্তভাবে ডিএসএ–এর অধীনে অভিযুক্ত সবার অভিযোগ প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত