Ajker Patrika

একুশে পদক পাচ্ছেন জাতীয় নারী ফুটবল দলসহ ১৫ ব্যক্তি-প্রতিষ্ঠান

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
একুশে পদক পাচ্ছেন জাতীয় নারী ফুটবল দলসহ ১৫ ব্যক্তি-প্রতিষ্ঠান

আলোকচিত্রী নাসির আলী মামুন, প্রয়াত কবি হেলাল হাফিজসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৪ জন বিশিষ্ট নাগরিক ও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ২০২৫ সালের একুশে পদকের জন্য মনোনীত করেছে সরকার।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) একুশে পদকের জন্য মনোনীতদের নাম প্রকাশ করেছে।

চলচ্চিত্রে আজিজুর রহমান (মরণোত্তর), সংগীতে উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন এবং চিত্রকলায় রোকেয়া সুলতানাকে (মরণোত্তর) একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে।

সাংবাদিকতায় মাহফুজ উল্লা (মরণোত্তর), সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ড. শহীদুল আলম, শিক্ষায় ড. নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর), ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ (মরণোত্তর) ও শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর), গবেষণায় মঈদুল হাসানকে পদকের জন্য মনোনীত করা হয়েছে।

এ ছাড়া ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে।

ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে একুশে পদক দেয় সরকার। দেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাসৈনিক, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত