Ajker Patrika

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে কাল থেকে অনির্দিষ্টকালের ট্রাক ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৫: ২৫
তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে কাল থেকে অনির্দিষ্টকালের ট্রাক ধর্মঘট

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আগামীকাল শুক্রবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ট্রাক ধর্মঘট ডেকেছে বাংলাদেশ ট্রাক, কাভার্ড ভ্যান, ট্যাংক লরি প্রাইমুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। 

তবে সারা দেশে বাস বন্ধের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, 'এ বিষয়ে আমাদের সমিতির পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে কোনো মালিক তো আর লস দিয়ে গাড়ি চালাবেন না।'  

বাংলাদেশ ট্রাক, কাভার্ড ভ্যান, ট্যাংক-লরি, প্রাইমুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সমন্বয়ক হোসেন আহমেদ মজুমদার এই ধর্মঘটের বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, `যত দিন পর্যন্ত জ্বালানি তেলের দাম কমানো না হবে, তত দিন পর্যন্ত আমাদের এই ধর্মঘট চলবে।' 

গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বিআরটিএকে চিঠি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। এ বিষয়ে খন্দকার এনায়েত উল্লাহ বলেছেন, `সরকার প্রজ্ঞাপন দিয়ে বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুর টোল বাড়িয়েছে। এরই মধ্যে আবার ডিজেলের দাম বাড়াল। এমন অবস্থায় সারা দেশের বাসমালিকেরা এ বিষয়ে ক্ষুব্ধ। আমরা সরকারকে চিঠি দিয়েছি খুব দ্রুতই যেন গণপরিবহনের ভাড়া সমন্বয় করা হয়।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত