কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে স্থানীয় নাগরিকদের সঙ্গে অন্তত দুটি দেশের শিক্ষার্থীদের সংঘর্ষের পর সেখানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিজ নিজ আবাসস্থলে সতর্কতার সঙ্গে অবস্থানের নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উজবেকিস্তানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস একই সঙ্গে কিরগিজস্তানের জন্যও দায়িত্বপ্রাপ্ত। বিশকেকে সম্প্রতি বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার পর দূতাবাস পরিস্থিতির ওপর নজর রাখছে। দূতাবাস এ বিষয়ে কিরগিজস্তান সরকারের সঙ্গেও যোগাযোগ রাখছে।
দেশটির সরকার দূতাবাসকে জানিয়েছে, আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ বিশকেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১৩ মে বিশকেকে একটি বিশ্ববিদ্যালয়ের মিসরীয় ও পাকিস্তানি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষ হয়। এতে দেশ দুটির কয়েকজন শিক্ষার্থী আহত হয়। বিদেশি শিক্ষার্থীদের কয়েকটি আবাসস্থলেও হামলা হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, একপর্যায়ে কয়েকজন বাংলাদেশি শিক্ষার্থীরাও এই সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেদিনের সংঘর্ষের পর বিশকেকে স্থানীয় লোকজন ও বিদেশি শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ অনুবিভাগের মহাপরিচালক শাহ আহমেদ শফী আজ শনিবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, তিনি বিশকেকে কয়েকজন বাংলাদেশি শিক্ষার্থী ও উজবেকিস্তানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। বাংলাদেশের কোনো শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
উজবেকিস্তানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার মো. নাজমুল আলমের সঙ্গে টেলিফোনে আজকের পত্রিকার কথা হয়েছে আজ সন্ধ্যায়। তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিরগিজস্তানে সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।
দূতাবাস এমন পরিস্থিতিতে বাংলাদেশের শিক্ষার্থীদের নিজ নিজ আবাসস্থলে সতর্কতার সঙ্গে অবস্থানের পরামর্শ দিয়েছে। জরুরি প্রয়োজনে + ৯৯৮৯৩০০০৯৭৮০ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যমে এনডিটিভির তথ্য অনুযায়ী, ভারত ও পাকিস্তান সরকারও নিজ নিজ দেশের শিক্ষার্থীদের নিজ নিজ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা দিয়েছে।
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে স্থানীয় নাগরিকদের সঙ্গে অন্তত দুটি দেশের শিক্ষার্থীদের সংঘর্ষের পর সেখানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিজ নিজ আবাসস্থলে সতর্কতার সঙ্গে অবস্থানের নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উজবেকিস্তানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস একই সঙ্গে কিরগিজস্তানের জন্যও দায়িত্বপ্রাপ্ত। বিশকেকে সম্প্রতি বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার পর দূতাবাস পরিস্থিতির ওপর নজর রাখছে। দূতাবাস এ বিষয়ে কিরগিজস্তান সরকারের সঙ্গেও যোগাযোগ রাখছে।
দেশটির সরকার দূতাবাসকে জানিয়েছে, আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ বিশকেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১৩ মে বিশকেকে একটি বিশ্ববিদ্যালয়ের মিসরীয় ও পাকিস্তানি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষ হয়। এতে দেশ দুটির কয়েকজন শিক্ষার্থী আহত হয়। বিদেশি শিক্ষার্থীদের কয়েকটি আবাসস্থলেও হামলা হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, একপর্যায়ে কয়েকজন বাংলাদেশি শিক্ষার্থীরাও এই সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেদিনের সংঘর্ষের পর বিশকেকে স্থানীয় লোকজন ও বিদেশি শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ অনুবিভাগের মহাপরিচালক শাহ আহমেদ শফী আজ শনিবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, তিনি বিশকেকে কয়েকজন বাংলাদেশি শিক্ষার্থী ও উজবেকিস্তানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। বাংলাদেশের কোনো শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
উজবেকিস্তানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার মো. নাজমুল আলমের সঙ্গে টেলিফোনে আজকের পত্রিকার কথা হয়েছে আজ সন্ধ্যায়। তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিরগিজস্তানে সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।
দূতাবাস এমন পরিস্থিতিতে বাংলাদেশের শিক্ষার্থীদের নিজ নিজ আবাসস্থলে সতর্কতার সঙ্গে অবস্থানের পরামর্শ দিয়েছে। জরুরি প্রয়োজনে + ৯৯৮৯৩০০০৯৭৮০ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যমে এনডিটিভির তথ্য অনুযায়ী, ভারত ও পাকিস্তান সরকারও নিজ নিজ দেশের শিক্ষার্থীদের নিজ নিজ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা দিয়েছে।
এজেন্সিগুলোর গাফিলতির কারণে চলতি বছর প্রায় সাড়ে ১০ হাজার হজযাত্রীর হজ পালন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এ নিয়ে ধর্ম উপদেষ্টার হুঁশিয়ারির পর তৎপরতা বাড়িয়েছে এজেন্সিগুলো। এতে অনিশ্চয়তা প্রায় কেটে গেছে। হজযাত্রীদের ভিসাপ্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
১০ মিনিট আগেজাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর মহাপরিচালক পদে (২০২৫-২৯) মেক্সিকোর প্রার্থী গ্যাব্রিয়েলা রামোস পাটিনা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি এ সাক্ষাৎ করেন। এ সময় মেক্সিকোর অনাবাসিক
২৬ মিনিট আগেজুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি–সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করা হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। একই সঙ্গে আবেদনটি আগামী ১৮ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির...
২ ঘণ্টা আগেনিট পোশাক ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) আসন্ন নির্বাচনে প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকা অনুযায়ী প্রার্থী হয়েছেন ৩৮ জন। গতকাল শনিবার বিকেলে যাচাই-বাছাই শেষে রাতে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে নির্বাচন
৩ ঘণ্টা আগে