Ajker Patrika

ভিসার মেয়াদোত্তীর্ণরা ভারত থেকে ফিরতে পারবেন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ১৬: ৩৫
ভিসার মেয়াদোত্তীর্ণরা ভারত থেকে ফিরতে পারবেন

ঢাকা: ভারতের সাথে সব সীমান্ত বন্ধ করেছে বাংলাদেশ। এ অবস্থা থাকবে আগামী ১০ দিন। যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাঁরা এর মধ্যেই দেশে ফিরতে পারবেন। তবে তাদেরকে ভারতে বাংলাদেশের হাইকমিশন থেকে থেকে ছাড়পত্র নিতে হবে। সেক্ষেত্রে তাদের ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

লকডাউনের মেয়াদ ২৯ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত বাড়িয়ে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনভাবে বেড়ে যাওয়ায় ২৬ এপ্রিল সকাল ৬টা থেকে আগামী ৯ মে বিকেল ৬টা পর্যন্ত দেশটির সঙ্গে সব স্থলবন্দর বন্ধ রেখেছে বাংলাদেশে। সীমান্ত বন্ধ থাকায় অনেক বাংলাদেশি ভারতে আটকা পড়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পণ্য পরিবহন ছাড়া ভারত থেকে স্থল, নৌ ও বিমানযোগে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

‘তবে শুধুমাত্র ভিসার মেয়াদ উত্তীর্ণ বাংলাদেশিরা ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের অনুমতি বা অনাপত্তি ছাড়পত্র গ্রহণ করে বিশেষ বিবেচনায় বাংলাদেশে প্রবেশ করতে পারবেন।’

হাই কমিশনের ছাড়পত্র নিয়ে সীমান্ত বন্ধের মধ্যে যারা দেশে ফিরবেন তাদের স্বাস্থ্য অধিদপ্তর প্রণীত বিধিনিষেধ কঠোরভাবে অনুসরণ করে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

কোয়ারেন্টিন নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা বিভাগ, জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, নৌ পরিবহন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সরকার বলছে, মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও চীন থেকে আগত যাত্রীদের ভ্যাকসিন গ্রহণের সনদসহ নন-কভিড-১৯ সনদধারী যাত্রীরা নিজ বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন। সেক্ষেত্রে তাদেরকে সংশ্লিষ্ট থানাকে আগমন ও কোয়ারেন্টিনের বিষয়টি অবহিত করতে হবে।

মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও চীন থেকে আগত শুধুমাত্র নন-কোভিড-১৯ সনদধারীরা সরকার নির্ধারিত কোয়ারেন্টিনে ব্যবস্থায় থাকবেন। তিন থেকে পাঁচ দিনের মধ্যে চিকিৎসকরা তাদের পরীক্ষা করে সম্মতি দিলে নিজ বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন, যা নিজ নিজ থানাকে অবহিত করতে হবে।

মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও চীন বাদে অন্য দেশ থেকে বাংলাদেশে আসা যাত্রীদের সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত