Ajker Patrika

পুলিশ বিরোধী দল দমনের হাতিয়ার হতে পারে না: জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১৮: ১৬
পুলিশ বিরোধী দল দমনের হাতিয়ার হতে পারে না: জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রজাতন্ত্রের পুলিশ বাহিনী কোনো অনির্বাচিত সরকারের বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে না।’

আজ সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

দেশের প্রচলিত আইন, বিধি এবং সংবিধান অনুযায়ী স্বীয় দায়িত্ব পালনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে কায়সার কামাল বলেন, অন্যথায় আইন ও সংবিধান ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। সংবাদ সম্মেলনে ব্যারিস্টার কায়সার কামাল লিখিত বক্তব্যে পাঠ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন, ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্টের কো-কনভেনর সুব্রত চৌধুরী, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত ২৮ অক্টোবর বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশকে কেন্দ্র করে এর আগে ও পরে ৬১৩টি মামলা দায়েরের মাধ্যমে বিরোধীদলীয় ১৩ হাজার ৩৮৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ গ্রেপ্তার অভিযান এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গ্রেপ্তারকৃত অনেক নেতা-কর্মীকে রিমান্ডে এনে তথাকথিত ‘স্বীকারোক্তিমূলক জবানবন্দি’ আদায় করে বিভিন্ন মিডিয়াতে উদ্দেশ্যমূলকভাবে প্রচার করা হচ্ছে। যা মিডিয়া ট্রায়ালেরই নামান্তর। এ কাজের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারি দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত