অনলাইন ডেস্ক
আজ ১০ জানুয়ারি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের এদিনে তিনি স্বাধীন বাংলাদেশে ফেরেন। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে তাঁকে গ্রেপ্তার করে পাকিস্তানি হানাদার বাহিনী। মুক্তিযুদ্ধের ৯ মাসই তিনি পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে (সাবেক রেসকোর্স) পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ৮ জানুয়ারি শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেয় পাকিস্তান। এরপর যুক্তরাজ্যের লন্ডন, ভারতের নয়াদিল্লি হয়ে ১০ জানুয়ারি ঢাকায় ফেরেন তিনি।
১৯৭২ সালের ১০ জানুয়ারি মুক্ত স্বাধীন স্বদেশের মাটিতে ফিরে শেখ মুজিবুর রহমান সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্য দেন।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০২৪ সাল পর্যন্ত দিনটি ঘটা করে পালন করা হয়েছে। কিন্তু গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় ও সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা রয়েছেন আত্মগোপনে। অনেকে দেশ ছেড়েছেন।
এদিকে গত বুধবার রাতে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ১০ জানুয়ারি উপলক্ষে কর্মসূচি পোস্ট করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে–ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন, শীতবস্ত্র ও খাদ্য বিতরণ। এ ছাড়া দিনটি উপলক্ষে আলোচনা সভা করার ঘোষণা দেওয়া হয়েছে।
এর আগে আওয়ামী লীগ ফেসবুক পেজে গত ১৫ আগস্ট, ৩ নভেম্বর, ১৪ ও ১৬ ডিসেম্বর আলোচনা সভার কর্মসূচি দিলেও তা পালন করতে দেখা যায়নি। রাজধানীর জিরো পয়েন্টে বিক্ষোভের কর্মসূচি দিলেও মাঠে দেখা যায়নি দলটির নেতা-কর্মীদের।
আজ ১০ জানুয়ারি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের এদিনে তিনি স্বাধীন বাংলাদেশে ফেরেন। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে তাঁকে গ্রেপ্তার করে পাকিস্তানি হানাদার বাহিনী। মুক্তিযুদ্ধের ৯ মাসই তিনি পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে (সাবেক রেসকোর্স) পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ৮ জানুয়ারি শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেয় পাকিস্তান। এরপর যুক্তরাজ্যের লন্ডন, ভারতের নয়াদিল্লি হয়ে ১০ জানুয়ারি ঢাকায় ফেরেন তিনি।
১৯৭২ সালের ১০ জানুয়ারি মুক্ত স্বাধীন স্বদেশের মাটিতে ফিরে শেখ মুজিবুর রহমান সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্য দেন।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০২৪ সাল পর্যন্ত দিনটি ঘটা করে পালন করা হয়েছে। কিন্তু গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় ও সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা রয়েছেন আত্মগোপনে। অনেকে দেশ ছেড়েছেন।
এদিকে গত বুধবার রাতে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ১০ জানুয়ারি উপলক্ষে কর্মসূচি পোস্ট করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে–ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন, শীতবস্ত্র ও খাদ্য বিতরণ। এ ছাড়া দিনটি উপলক্ষে আলোচনা সভা করার ঘোষণা দেওয়া হয়েছে।
এর আগে আওয়ামী লীগ ফেসবুক পেজে গত ১৫ আগস্ট, ৩ নভেম্বর, ১৪ ও ১৬ ডিসেম্বর আলোচনা সভার কর্মসূচি দিলেও তা পালন করতে দেখা যায়নি। রাজধানীর জিরো পয়েন্টে বিক্ষোভের কর্মসূচি দিলেও মাঠে দেখা যায়নি দলটির নেতা-কর্মীদের।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘আমরা যদি সেবাকে দায়িত্ব হিসেবে প্রতিষ্ঠা করতে পারি, তবে বুঝব—জুলাই গণআন্দোলনের মূল শিক্ষা আমরা ধারণ করতে পেরেছি।’ আজ শনিবার দুপুরে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত ‘জুলাই
৯ মিনিট আগেধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ওয়াক্ফ এস্টেটগুলোকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হচ্ছে। এটি সম্পন্ন হলে ওয়াক্ফ সম্পত্তির ব্যবস্থাপনা সাবলীল ও মসৃণ হবে। আজ শনিবার (২৬ জুলাই) সকালে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে হামদর্দ মিলনায়তনে মোতাওয়াল্লি সমিতি বাংলাদেশ আয়োজিত মতবিনিময় ও সাধারণ
২০ মিনিট আগেরাজনৈতিক আরও ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (২৬ জুলাই) বিকেল ৫টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁদের সঙ্গে মত বিনিময় করবেন তিনি।
২৬ মিনিট আগেসেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আজ শনিবার চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে ‘রাজনীতিতে নারী ও যুবাদের ক্ষমতায়ন’ শীর্ষক এক মুক্ত আলোচনা সভার আয়োজন করে। নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় আয়োজিত এই সভার মূল উদ্দেশ্য ছিল জ্যেষ্ঠ রাজনৈতিক নেতাদের সঙ্গে তরুণ নাগরিকদের সংলাপের সুযোগ তৈরি করা।
২ ঘণ্টা আগে