বিশেষ প্রতিনিধি, ঢাকা
ফ্লাই জিন্নাহর পর এবার পাকিস্তানের আরেকটি বিমান সংস্থা এয়ারসিয়াল বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে অনুমতি পেয়েছে।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মনজুর কবির ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য এয়ারসিয়ালকে আমরা অনুমতি দিয়েছি। এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।’
বেবিচকের অনুমতি পেলেও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার নিয়ম অনুযায়ী এয়ারসিয়ালকে বাংলাদেশে একটি জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগ দিতে হবে এবং ফ্লাইট স্লটের জন্য আবেদন করতে হবে।
এয়ারসিয়াল একটি বেসরকারি এয়ারলাইন, যার সদর দপ্তর পাকিস্তানের সিয়ালকোটে অবস্থিত। ২০১৫ সালের আগস্টে প্রতিষ্ঠিত এই এয়ারলাইনসের বর্তমানে ছয়টি এয়ারবাস রয়েছে। এয়ারসিয়াল শুধু বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট সংযোগই নয়, বরং মধ্যপ্রাচ্যের বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যেও ট্রানজিট সুবিধা দেবে।
এর আগে গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের আরেকটি বেসরকারি বিমান সংস্থা ফ্লাই জিন্নাহকে করাচি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছিল বেবিচক।
প্রসঙ্গত, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) ২০১৮ সালে বাংলাদেশে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয়। সেবার নিরাপত্তা ও পরিচালনাগত নানা সমস্যার কারণে পিআইএ বাংলাদেশ রুট থেকে সরে যায়।
ফ্লাই জিন্নাহর পর এবার পাকিস্তানের আরেকটি বিমান সংস্থা এয়ারসিয়াল বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে অনুমতি পেয়েছে।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মনজুর কবির ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য এয়ারসিয়ালকে আমরা অনুমতি দিয়েছি। এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।’
বেবিচকের অনুমতি পেলেও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার নিয়ম অনুযায়ী এয়ারসিয়ালকে বাংলাদেশে একটি জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগ দিতে হবে এবং ফ্লাইট স্লটের জন্য আবেদন করতে হবে।
এয়ারসিয়াল একটি বেসরকারি এয়ারলাইন, যার সদর দপ্তর পাকিস্তানের সিয়ালকোটে অবস্থিত। ২০১৫ সালের আগস্টে প্রতিষ্ঠিত এই এয়ারলাইনসের বর্তমানে ছয়টি এয়ারবাস রয়েছে। এয়ারসিয়াল শুধু বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট সংযোগই নয়, বরং মধ্যপ্রাচ্যের বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যেও ট্রানজিট সুবিধা দেবে।
এর আগে গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের আরেকটি বেসরকারি বিমান সংস্থা ফ্লাই জিন্নাহকে করাচি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছিল বেবিচক।
প্রসঙ্গত, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) ২০১৮ সালে বাংলাদেশে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয়। সেবার নিরাপত্তা ও পরিচালনাগত নানা সমস্যার কারণে পিআইএ বাংলাদেশ রুট থেকে সরে যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতার বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারকাজ শেষে রায় ঘোষণা হতে পারে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই। একই সময়ে আরও কয়েকটি মামলার বিচারকাজ শেষ হতে পারে।
১ ঘণ্টা আগেচিকিৎসক নিয়োগে ৪৮ তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) পরীক্ষার ফল প্রকাশ করা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ২০৬ জন। এর মধ্যে সহকারী সার্জন ৪ হাজার ৬৯৫ জন, আর ডেন্টাল সার্জন ৫১১ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযো
৩ ঘণ্টা আগেনির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাইয়ে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার (বিরোধী দলের) এবং সংসদের তৃতীয় বৃহত্তম দলের একজন প্রতিনিধির সমন্বয়ে একটি বাছাই কমিটি করা হবে। ওই কমিটি একজনকে প্রধান উপদেষ্টা হিসেবে চূড়ান্ত করবে এবং রাষ্ট্রপতি তাঁকেই প্রধান উপদেষ্টা
৫ ঘণ্টা আগেবাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এবং মহাপরিচালকের নির্দেশনায় ঢাকা মহানগরের আওতাধীন চারটি জোনের নিম্ন আয়ের বসতি এলাকায় নগর প্রতিরক্ষা দল (টিডিপি) মৌলিক প্রশিক্ষণের প্রথম ধাপ উদ্বোধন করা হয়েছে। আজ রোববার আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
৬ ঘণ্টা আগে