Ajker Patrika

বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পেল পাকিস্তানের এয়ারসিয়াল

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফ্লাই জিন্নাহর পর এবার পাকিস্তানের আরেকটি বিমান সংস্থা এয়ারসিয়াল বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে অনুমতি পেয়েছে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মনজুর কবির ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য এয়ারসিয়ালকে আমরা অনুমতি দিয়েছি। এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।’

বেবিচকের অনুমতি পেলেও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার নিয়ম অনুযায়ী এয়ারসিয়ালকে বাংলাদেশে একটি জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগ দিতে হবে এবং ফ্লাইট স্লটের জন্য আবেদন করতে হবে।

এয়ারসিয়াল একটি বেসরকারি এয়ারলাইন, যার সদর দপ্তর পাকিস্তানের সিয়ালকোটে অবস্থিত। ২০১৫ সালের আগস্টে প্রতিষ্ঠিত এই এয়ারলাইনসের বর্তমানে ছয়টি এয়ারবাস রয়েছে। এয়ারসিয়াল শুধু বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট সংযোগই নয়, বরং মধ্যপ্রাচ্যের বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যেও ট্রানজিট সুবিধা দেবে।

এর আগে গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের আরেকটি বেসরকারি বিমান সংস্থা ফ্লাই জিন্নাহকে করাচি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছিল বেবিচক।

প্রসঙ্গত, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) ২০১৮ সালে বাংলাদেশে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয়। সেবার নিরাপত্তা ও পরিচালনাগত নানা সমস্যার কারণে পিআইএ বাংলাদেশ রুট থেকে সরে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে তিন বাহিনীর প্রধান

১৭ বছর খাইনি, এবার খাব—টেন্ডার জমা দেওয়া ঠিকাদারকে বললেন বিএনপি নেতা

দেশে এল স্টারলিংক: কতগুলো ডিভাইস যুক্ত করা যাবে, কীভাবে করবেন

যৌথ পরিবারে কোরবানি কার ওপর ওয়াজিব

মধ্যরাতে হাক্কানীর মালিকের বাসায় মবের হানা, আটক তিন সমন্বয়ককে ছাড়িয়ে নিলেন হান্নান মাসউদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত