Ajker Patrika

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারকে সহায়তায় ৮৩ কোটি টাকা ছাড়

অনলাইন ডেস্ক
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ২০: ২৫
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারকে সহায়তায় ৮৩ কোটি টাকা ছাড়

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারকে আর্থিক সহায়তার জন্য চলতি অর্থবছরে প্রায় ৮৩ কোটি টাকা ছাড় দিয়েছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বাজেট অধিশাখা থেকে গত ৮ জানুয়ারির এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সহায়তা ও আহত ব্যক্তিদের চিকিৎসা খরচ বাবদ অনুদানের লক্ষ্যে চলতি অর্থবছরে অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা খাত থেকে ৮২ কোটি ৬০ লাখ টাকা ছাড় করা হয়েছে।

এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাড়কৃত অর্থ দিয়ে সোনালী ব্যাংক ঢাকার রমনা করপোরেট শাখায় নতুন চলতি হিসাব খুলে শহীদ পরিবারের অনুকূলে সঞ্চয়পত্র কেনার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ক্ষেত্রে হিসাব খোলা ও লেনদেনের ক্ষেত্রে কোনো চার্জ না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। শহীদ পরিবারের ক্ষেত্রে ১০ লাখ টাকা করে মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র কিনে হস্তান্তর করতে হবে। এটি মেয়াদপূর্তিতে নবায়নযোগ্য হবে। এই টাকা ব্যয়ে প্রচলিত সব আর্থিক বিধিবিধান যথাযথভাবে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত