Ajker Patrika

বিমানের ই-মেইল সার্ভিস চলছে বিকল্প ব্যবস্থায়

বিশেষ প্রতিনিধি, ঢাকা
আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৮: ৪০
Thumbnail image

প্রায় এক সপ্তাহ ধরে ই-মেইল সার্ভারের নিয়ন্ত্রণ হারিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। মূলত র‍্যানসমওয়্যারের মাধ্যমে হ্যাকারের নিয়ন্ত্রণে চলে গেছে সার্ভারটি। ই-মেইল সার্ভার হ্যাক হওয়ায় বিমানের অভ্যন্তরীণ ও বৈদেশিক ই-মেইল যোগাযোগ ব‍্যাহত। এ অবস্থায় বিকল্প ব্যবস্থায় অপারেশনাল ই-মেইল চালু রেখে কাজ চালাতে বাধ্য হচ্ছে সংস্থাটি। 

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক জনসংযোগ তাহেরা খন্দকার জানান, শনিবার বিমানের কিছুসংখ্যক কম্পিউটার ও সার্ভার ম্যালওয়্যারে আক্রান্ত হয় এবং সঙ্গে সঙ্গে ওই দিন সন্দেহযুক্ত সার্ভারটিকে আইসোলেটেড করে রাখা হয়। ই-মেইল সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। বিকল্প ব্যবস্থায় বিমানের অপারেশনাল কার্যক্রমের সঙ্গে সম্পর্কযুক্ত ই-মেইল আইডিগুলো মাইক্রোসফট ক্লাউড সার্ভিসের মাধ্যমে চালু আছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিমান ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮, ধারা-১৫ অনুসারে একটি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর অধীনে তফসিলভুক্ত একটি প্রতিষ্ঠান। বিধায় ডিজিটাল নিরাপত্তা এজেন্সি কর্তৃক প্রদত্ত কারিগরি দিকনির্দেশনার আলোকে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। 

বিমানের একাধিক সূত্র বলছে, বিমানের অভ্যন্তরীণ কেনাকাটা, শিডিউল, বিলিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ই-মেইলে আদান-প্রদান করা হয়। তবে গত শুক্রবার থেকেই নিজেদের মধ্যে ই-মেইল থেকে অভ্যন্তরীণ ও বৈদেশিক যোগাযোগগুলো বন্ধ ছিল বিমানের। এ অবস্থায় ই-মেইল যোগাযোগের তথ্যগুলো ফাঁস হওয়ার ঝুঁকি রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত