অনলাইন ডেস্ক
রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের গঠিত ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে আজ। স্বল্প ও মধ্য মেয়াদে এবং নির্বাচিত সরকারের সময়ে সংস্কারে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে সুপারিশ করবে কমিশনগুলো। জানা গেছে, ছয়টি কমিশনের কাজের বিষয়বস্তুর সঙ্গে সংবিধান ঘনিষ্ঠভাবে জড়িয়ে থাকায় এর ওপর জোর দেওয়া হবে।
৫ আগস্টের পটপরিবর্তনের পর কেউ কেউ সংবিধান সম্পূর্ণ নতুন করে লেখার তাগিদ দিলেও এর বিরুদ্ধমতও রয়েছে। এমন প্রেক্ষাপটে সংবিধান বিষয়ে কী করা যেতে পারে, সেই সুপারিশও থাকতে পারে ৬ কমিশনের সম্মিলিত পূর্ণাঙ্গ প্রতিবেদনে।
গত অক্টোবরে ছয়টি সংস্কার কমিশনের প্রজ্ঞাপন জারি করেছিল সরকার। এর মধ্যে সংবিধান, নির্বাচন, দুর্নীতি দমন ও পুলিশ সংস্কার কমিশন গত ১৫ জানুয়ারিই তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়। তবে সেদিন সিদ্ধান্ত হয় ছয় কমিশন তাদের প্রস্তাবগুলোর সমন্বয় করবে। বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশন পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয় ৫ ফেব্রুয়ারি। সরকার তখন সুপারিশের সারমর্ম প্রকাশ করেছিল। প্রথমে সিদ্ধান্ত হয়েছিল ১৫ ফেব্রুয়ারি সব কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে। কিন্তু পরে গত বুধবার সিদ্ধান্ত হয়, ৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ প্রতিবেদনের পাশাপাশি সংস্কারে করণীয় ঠিক করতে ছয় কমিশনের সম্মিলিত সুপারিশমালা প্রকাশ করা হবে। যেখানে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে করণীয় সংস্কারের প্রস্তাবগুলো থাকবে।
সংস্কারে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে করণীয় বিষয়ে সুপারিশ করতে ছয়টি কমিশনের প্রধানেরা চারটি মতবিনিময় সভা করেছেন। সূত্রে জানা গেছে, সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর মধ্যে সংবিধান সংস্কারের বিষয়টিকে কেন্দ্রে রেখে সমন্বয় করা হচ্ছে। কমিশনগুলো প্রথমে আশু পদক্ষেপগুলো বাস্তবায়নে সরকারের করণীয় নির্ধারণে সুপারিশ করবে।
সংবিধান সংস্কারের ক্ষেত্রে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে নির্বাচনের আগে এর আইনি ভিত্তি দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে সংবিধান সংশোধনের বিষয়গুলো ভবিষ্যতে অনুমোদনের জন্য রাজনৈতিক দলগুলোর কাছ থেকে লিখিত অঙ্গীকার নেওয়া হবে।
প্রকাশিত সারমর্মেই কমিশনগুলোর প্রধান প্রধান সুপারিশ উঠে এসেছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের সুপারিশের কিছু বিষয়ের আইনি সংস্কার অন্তর্বর্তী সরকারের সময়েই করা সম্ভব। কিছু মৌলিক সাংবিধানিক পরিবর্তন দরকার, যেগুলোর জন্য অবশ্যই নির্বাচন-পরবর্তী সংবিধান সংস্কার প্রক্রিয়ার ওপর নির্ভর করতে হবে।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৫-এ অংশ নেবেন। এর ওপর নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য গঠন কমিশনের সংলাপের সময়সূচি। প্রধান উপদেষ্টা দেশে ফেরার পরই সংস্কার প্রস্তাবের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপ অনুষ্ঠিত হবে। মধ্য ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক দল ও নাগরিক সংগঠনগুলোর সঙ্গে সংলাপ করবে প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য গঠন কমিশন। ছয় সংস্কার কমিশনের প্রধানেরাও এ কমিশনের সদস্য।
রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের গঠিত ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে আজ। স্বল্প ও মধ্য মেয়াদে এবং নির্বাচিত সরকারের সময়ে সংস্কারে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে সুপারিশ করবে কমিশনগুলো। জানা গেছে, ছয়টি কমিশনের কাজের বিষয়বস্তুর সঙ্গে সংবিধান ঘনিষ্ঠভাবে জড়িয়ে থাকায় এর ওপর জোর দেওয়া হবে।
৫ আগস্টের পটপরিবর্তনের পর কেউ কেউ সংবিধান সম্পূর্ণ নতুন করে লেখার তাগিদ দিলেও এর বিরুদ্ধমতও রয়েছে। এমন প্রেক্ষাপটে সংবিধান বিষয়ে কী করা যেতে পারে, সেই সুপারিশও থাকতে পারে ৬ কমিশনের সম্মিলিত পূর্ণাঙ্গ প্রতিবেদনে।
গত অক্টোবরে ছয়টি সংস্কার কমিশনের প্রজ্ঞাপন জারি করেছিল সরকার। এর মধ্যে সংবিধান, নির্বাচন, দুর্নীতি দমন ও পুলিশ সংস্কার কমিশন গত ১৫ জানুয়ারিই তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়। তবে সেদিন সিদ্ধান্ত হয় ছয় কমিশন তাদের প্রস্তাবগুলোর সমন্বয় করবে। বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশন পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয় ৫ ফেব্রুয়ারি। সরকার তখন সুপারিশের সারমর্ম প্রকাশ করেছিল। প্রথমে সিদ্ধান্ত হয়েছিল ১৫ ফেব্রুয়ারি সব কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে। কিন্তু পরে গত বুধবার সিদ্ধান্ত হয়, ৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ প্রতিবেদনের পাশাপাশি সংস্কারে করণীয় ঠিক করতে ছয় কমিশনের সম্মিলিত সুপারিশমালা প্রকাশ করা হবে। যেখানে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে করণীয় সংস্কারের প্রস্তাবগুলো থাকবে।
সংস্কারে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে করণীয় বিষয়ে সুপারিশ করতে ছয়টি কমিশনের প্রধানেরা চারটি মতবিনিময় সভা করেছেন। সূত্রে জানা গেছে, সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর মধ্যে সংবিধান সংস্কারের বিষয়টিকে কেন্দ্রে রেখে সমন্বয় করা হচ্ছে। কমিশনগুলো প্রথমে আশু পদক্ষেপগুলো বাস্তবায়নে সরকারের করণীয় নির্ধারণে সুপারিশ করবে।
সংবিধান সংস্কারের ক্ষেত্রে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে নির্বাচনের আগে এর আইনি ভিত্তি দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে সংবিধান সংশোধনের বিষয়গুলো ভবিষ্যতে অনুমোদনের জন্য রাজনৈতিক দলগুলোর কাছ থেকে লিখিত অঙ্গীকার নেওয়া হবে।
প্রকাশিত সারমর্মেই কমিশনগুলোর প্রধান প্রধান সুপারিশ উঠে এসেছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের সুপারিশের কিছু বিষয়ের আইনি সংস্কার অন্তর্বর্তী সরকারের সময়েই করা সম্ভব। কিছু মৌলিক সাংবিধানিক পরিবর্তন দরকার, যেগুলোর জন্য অবশ্যই নির্বাচন-পরবর্তী সংবিধান সংস্কার প্রক্রিয়ার ওপর নির্ভর করতে হবে।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৫-এ অংশ নেবেন। এর ওপর নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য গঠন কমিশনের সংলাপের সময়সূচি। প্রধান উপদেষ্টা দেশে ফেরার পরই সংস্কার প্রস্তাবের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপ অনুষ্ঠিত হবে। মধ্য ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক দল ও নাগরিক সংগঠনগুলোর সঙ্গে সংলাপ করবে প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য গঠন কমিশন। ছয় সংস্কার কমিশনের প্রধানেরাও এ কমিশনের সদস্য।
দাবিদাওয়া আদায়ে বিভিন্ন সময় আন্দোলনে নেমেছেন সরকারি কর্মচারীরা। গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে সরকার পরিবর্তন হলে একের পর এক কর্মসূচি নিয়ে মাঠে ছিলেন তাঁরা। সরকারি কর্মচারীদের এমন দলবদ্ধ আন্দোলনের পথ বন্ধ করতে সরকারি চাকরি আইন সংশোধন করছে অন্তর্বর্তী সরকার।
৪ ঘণ্টা আগেনিরাপদ দেশের তালিকায় নতুন করে সাতটি দেশের নাম ঢুকিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই তালিকায় বাংলাদেশের নামও রয়েছে। এতে করে ইউরোপের দেশগুলোয় বাংলাদেশিদের রাজনৈতিক আশ্রয় (অ্যাসাইলাম) নেওয়ার সুযোগ কঠিন হলো।
৪ ঘণ্টা আগেঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। ১৯৭১ সালের ১৭ এপ্রিল তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। এটি বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। দিবসটি উপলক্ষে মেহেরপুরে যাচ্ছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।
৫ ঘণ্টা আগেঢাকার গুলশানে শিগগির প্রবাসীদের জন্য একটি আধুনিক হাসপাতাল স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। এই হাসপাতাল বিদেশফেরত প্রবাসীদের উদ্যোগে পরিচালিত হবে এবং শেয়ার কেনার মাধ্যমে প্রবাসীরা এর মালিকানাও লাভ করবেন।
৯ ঘণ্টা আগে