কেবিন প্রেসার কমে যাওয়ার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যাংককগামী বিজি-৩৮৮ ফ্লাইটটি মাঝপথ থেকে ফিরে এসে ঢাকায় জরুরি অবতরণ করেছে। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মিয়ানমারের আকাশে থাকা অবস্থায় উড়োজাহাজটিতে এ সমস্যা দেখা দেয়।
বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটি দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। উড়ানের প্রায় এক ঘণ্টা পর, যখন ফ্লাইটটি ২৫ হাজার ফুট উচ্চতায় ছিল, তখন কেবিনের বাতাসের চাপ কমে যায়। এতে অক্সিজেনের পরিমাণ কম অনুভূত হলে স্বয়ংক্রিয়ভাবে যাত্রীদের জন্য ওভারহেড অক্সিজেন মাস্ক নেমে আসে, যা মুহূর্তের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। উড়োজাহাজে মোট কতজন যাত্রী ছিল তা জানা যায়নি।
পাইলট দ্রুত পরিস্থিতি সামাল দিতে উড়োজাহাজটিকে ১০ হাজার ফুট উচ্চতায় নামিয়ে আনেন এবং নিরাপদে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। এরপর বেলা ২টার দিকে ফ্লাইটটি নিরাপদে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
বিমানের সব যাত্রী নিরাপদে রয়েছেন এবং তাঁদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি সূত্র। তবে, এ ঘটনায় বিমান কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, ‘ফ্লাইটটি ঢাকায় জরুরি অবতরণ করেছে। তবে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।’
কেবিন প্রেসার কমে যাওয়ার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যাংককগামী বিজি-৩৮৮ ফ্লাইটটি মাঝপথ থেকে ফিরে এসে ঢাকায় জরুরি অবতরণ করেছে। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মিয়ানমারের আকাশে থাকা অবস্থায় উড়োজাহাজটিতে এ সমস্যা দেখা দেয়।
বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটি দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। উড়ানের প্রায় এক ঘণ্টা পর, যখন ফ্লাইটটি ২৫ হাজার ফুট উচ্চতায় ছিল, তখন কেবিনের বাতাসের চাপ কমে যায়। এতে অক্সিজেনের পরিমাণ কম অনুভূত হলে স্বয়ংক্রিয়ভাবে যাত্রীদের জন্য ওভারহেড অক্সিজেন মাস্ক নেমে আসে, যা মুহূর্তের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। উড়োজাহাজে মোট কতজন যাত্রী ছিল তা জানা যায়নি।
পাইলট দ্রুত পরিস্থিতি সামাল দিতে উড়োজাহাজটিকে ১০ হাজার ফুট উচ্চতায় নামিয়ে আনেন এবং নিরাপদে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। এরপর বেলা ২টার দিকে ফ্লাইটটি নিরাপদে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
বিমানের সব যাত্রী নিরাপদে রয়েছেন এবং তাঁদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি সূত্র। তবে, এ ঘটনায় বিমান কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, ‘ফ্লাইটটি ঢাকায় জরুরি অবতরণ করেছে। তবে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।’
১৭ এপ্রিল তারিখটায় পৌঁছুতে হলে মেলে ধরতে হয় ইতিহাসের ডানা। এই দিনটিতে বৈদ্যনাথতলা হয়ে ওঠে মুজিবনগর। কেন মুজিবনগর? মুজিব তো তখন নেই। তাকে গ্রেপ্তার করে জেলে ভরেছে ইয়াহিয়া। বিচারের নাম করে শেখ মুজিবকে হত্যা করার তোড়জোড় চলছে তখন। কিন্তু বাংলাদেশ সরকারের শপথ নেওয়ার জন্য যে জায়গাটি বেছে নেওয়া হলো...
২ ঘণ্টা আগেবাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মাতে আয়োজিত বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। আর পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রসচিব আমনা বালুচ...
২ ঘণ্টা আগেজাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিগুলোর সংগ্রামে বিএনপি অগ্রগণ্য ভূমিকা পালন করেছে। দেশে যেন আর ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র ফিরতে না পারে এবং একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায় সে লক্ষ্যেই প্রণয়ন করা...
৩ ঘণ্টা আগেদাবিদাওয়া আদায়ে বিভিন্ন সময় আন্দোলনে নেমেছেন সরকারি কর্মচারীরা। গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে সরকার পরিবর্তন হলে একের পর এক কর্মসূচি নিয়ে মাঠে ছিলেন তাঁরা। সরকারি কর্মচারীদের এমন দলবদ্ধ আন্দোলনের পথ বন্ধ করতে সরকারি চাকরি আইন সংশোধন করছে অন্তর্বর্তী সরকার।
১২ ঘণ্টা আগে