Ajker Patrika

হেঁটে–সিএনজি অটোরিকশায় সংসদে গেলেন বাংলাদেশে ইইউ রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ জুলাই ২০২৪, ১৮: ৩৩
হেঁটে–সিএনজি অটোরিকশায় সংসদে গেলেন বাংলাদেশে ইইউ রাষ্ট্রদূত

সরকারি চাকরিতে কোটাপদ্ধতির যৌক্তিক সংস্কারের দাবিতে রাজধানীর সব অংশই আজ সকাল ১০টার পর থেকে কার্যত অচল ছিল। আর এতে করে সাধারণ মানুষের মতো ভোগান্তিতে পড়েন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। 

আজ বুধবার জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিনের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল ইইউ রাষ্ট্রদূতের। 

নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক ভিডিওতে তাঁকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে হেঁটে নিচে নামতে দেখা যায়। এরপর সিএনজিচালিত অটোরিকশায় করে তিনি সংসদে পৌঁছান। 

ভিডিওর ক্যাপশনে ইইউ রাষ্ট্রদূত লেখেন, ‘আমরা প্রতিবাদের (কোটা সংস্কার আন্দোলন) কারণে এক্সপ্রেসওয়েতে গাড়িটি ছেড়ে দিয়েছি। সিএনজি ব্যবহার করে মাননীয় স্পিকারের ডাকে সাড়া দিয়েছি।’

ভিডিওতে দেখা যায়, ইইউ রাষ্ট্রদূত ও তাঁর সহকারী ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিজেদের গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করেন। একপর্যায়ে তাঁর সহকারী এক্সপ্রেসওয়ের দুই ডিভাইডারের ওপর দিয়ে হাঁটতে থাকেন। এরপর নিচে নেমে তাঁরা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে সংসদে পৌঁছান। 

এদিকে কয়েক দিন ধরেই কোটা সংস্কারের জন্য আন্দোলন করছেন শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবিতে বেলা ১১টা ২০ মিনিটের দিকে রাজধানীর সায়েন্সল্যাব, শাহবাগ মোড় অবরোধ করেন তাঁরা। এরপর পুরো ঢাকায় এই ব্লকেড কর্মসূচি ছড়িয়ে পড়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত