Ajker Patrika

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার নিন্দা অ্যামনেস্টির

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১২: ১১
কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার নিন্দা অ্যামনেস্টির

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আজ মঙ্গলবার রাত ৩টার পর অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে দক্ষিণ এশিয়া অঞ্চলের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সারা দেশের অন্যান্য ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার তীব্র নিন্দা করছে। যে হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা অবিলম্বে সব শান্তিপূর্ণ বিক্ষোভকারীর নিরাপত্তা এবং আহত সবার যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’ 

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ার বিবৃতিতে আরও বলা হয়, ‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে ধরনের সহিংসতা হয়েছে, তা অতীতে অ্যামনেস্টি যে ধরনের সহিংসতা নথিভুক্ত করেছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে বেসামরিক পোশাক পরা ব্যক্তিরা হাতুড়ি, লাঠি ও মুগুরের মতো অস্ত্র ব্যবহার করে বিক্ষোভে বাধা দেয় এবং বিক্ষোভকারীদের মারধর করে।’ 

বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলে, ‘বাংলাদেশকে অবশ্যই আন্তর্জাতিক আইন ও নিজস্ব সংবিধানের অধীনে জনগণের মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্পূর্ণভাবে সম্মান করতে হবে এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আরও ক্ষতির হাত থেকে রক্ষা করতে হবে।’ সংগঠনটি প্রটেক্ট দ্য প্রটেস্ট হ্যাশট্যাগ দিয়ে বিবৃতি শেষ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত