অনলাইন ডেস্ক
এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি ও সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন ভিন্ন ভিন্ন আদেশে তাদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
তিনজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত কর্মকর্তারা পৃথক পৃথকভাবে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। পরে তাদের আবার কারাগারে ফেরত পাঠানো হয়।
দুদকের বিশেষ পিপি মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা আবেদনে উল্লেখ করেন, প্রত্যেকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়ের হয়েছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখা প্রয়োজন।
গত ১২ ডিসেম্বর সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ ও তাঁর স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে প্রায় ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত কার্যালয়-১, ঢাকায় মামলা দায়ের করে দুদক।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি, মেয়ে শাফিয়া তাসনিম খান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মন্ত্রীর সাবেক এপিএস মনির হোসেনের বিরুদ্ধে গত ৯ অক্টোবর মামলা দায়ের করে দুদক।
সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার অপরাধলব্ধ অর্থ স্ত্রী, ছেলে, মেয়ের নামে রেখেছেন। সাবেক ওই এপিএস সাবেক মন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, জালিয়াতির মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হয়েছেন।
সাবেক মন্ত্রীসহ ওই পাঁচজনের বিরুদ্ধে আলাদাভাবে পাঁচটি মামলা করা হয়েছে। পাঁচ মামলায় তাদের বিরুদ্ধে মোট ৭৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এর একটি মামলায় জ্যোতিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে গত ২২ ডিসেম্বর সিরাজগঞ্জের সাবেক এমপি জান্নাত আরা হেনরি ও তার স্বামী শামীম তালুকদার লাবুর বিরুদ্ধে ‘অবৈধভাবে’ ৭৮ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন- দুদক।
উল্লেখ্য গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন তারিখ ও সময়ে এদের আটক করা হয়। পরে বিভিন্ন হত্যা সহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে রাখা হয়।
এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি ও সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন ভিন্ন ভিন্ন আদেশে তাদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
তিনজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত কর্মকর্তারা পৃথক পৃথকভাবে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। পরে তাদের আবার কারাগারে ফেরত পাঠানো হয়।
দুদকের বিশেষ পিপি মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা আবেদনে উল্লেখ করেন, প্রত্যেকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়ের হয়েছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখা প্রয়োজন।
গত ১২ ডিসেম্বর সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ ও তাঁর স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে প্রায় ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত কার্যালয়-১, ঢাকায় মামলা দায়ের করে দুদক।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি, মেয়ে শাফিয়া তাসনিম খান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মন্ত্রীর সাবেক এপিএস মনির হোসেনের বিরুদ্ধে গত ৯ অক্টোবর মামলা দায়ের করে দুদক।
সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার অপরাধলব্ধ অর্থ স্ত্রী, ছেলে, মেয়ের নামে রেখেছেন। সাবেক ওই এপিএস সাবেক মন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, জালিয়াতির মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হয়েছেন।
সাবেক মন্ত্রীসহ ওই পাঁচজনের বিরুদ্ধে আলাদাভাবে পাঁচটি মামলা করা হয়েছে। পাঁচ মামলায় তাদের বিরুদ্ধে মোট ৭৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এর একটি মামলায় জ্যোতিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে গত ২২ ডিসেম্বর সিরাজগঞ্জের সাবেক এমপি জান্নাত আরা হেনরি ও তার স্বামী শামীম তালুকদার লাবুর বিরুদ্ধে ‘অবৈধভাবে’ ৭৮ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন- দুদক।
উল্লেখ্য গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন তারিখ ও সময়ে এদের আটক করা হয়। পরে বিভিন্ন হত্যা সহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে রাখা হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘আমরা যদি সেবাকে দায়িত্ব হিসেবে প্রতিষ্ঠা করতে পারি, তবে বুঝব—জুলাই গণআন্দোলনের মূল শিক্ষা আমরা ধারণ করতে পেরেছি।’ আজ শনিবার দুপুরে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত ‘জুলাই
২ মিনিট আগেধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ওয়াক্ফ এস্টেটগুলোকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হচ্ছে। এটি সম্পন্ন হলে ওয়াক্ফ সম্পত্তির ব্যবস্থাপনা সাবলীল ও মসৃণ হবে। আজ শনিবার (২৬ জুলাই) সকালে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে হামদর্দ মিলনায়তনে মোতাওয়াল্লি সমিতি বাংলাদেশ আয়োজিত মতবিনিময় ও সাধারণ
১৩ মিনিট আগেরাজনৈতিক আরও ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (২৬ জুলাই) বিকেল ৫টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁদের সঙ্গে মত বিনিময় করবেন তিনি।
১৯ মিনিট আগেসেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আজ শনিবার চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে ‘রাজনীতিতে নারী ও যুবাদের ক্ষমতায়ন’ শীর্ষক এক মুক্ত আলোচনা সভার আয়োজন করে। নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় আয়োজিত এই সভার মূল উদ্দেশ্য ছিল জ্যেষ্ঠ রাজনৈতিক নেতাদের সঙ্গে তরুণ নাগরিকদের সংলাপের সুযোগ তৈরি করা।
২ ঘণ্টা আগে