Ajker Patrika

ঢাকায় চালু হলো চীনা ভিসা কেন্দ্র 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ঢাকায় চালু হলো চীনা ভিসা কেন্দ্র 

চীনা দূতাবাস ঢাকায় একটি ভিসা সেন্টার চালু করেছে। দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউর প্রাসাদ ট্রেড সেন্টারের তৃতীয় তলায় ভিসা সেন্টারটি উদ্বোধন করেন।

চীনের ভিসার জন্য আবেদনকারীকে প্রথমে সংশ্লিষ্ট ওয়েবসাইটে লগ ইন করে অনলাইনে ভিসার আবেদন ফরম পূরণ করতে হবে। তারপর ভিসা কেন্দ্রে আবেদনটি প্রক্রিয়াকরণের জন্য যেতে হবে।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক, যোগাযোগ ও যাতায়াত বাড়ছে। এ ক্ষেত্রে সহজে ভিসা সেবা দিতে কেন্দ্রটি চালু করা হয়েছে।

সাধারণ পাসপোর্টধারীদের ভিসার আবেদন দূতাবাস আর সরাসরি গ্রহণ করবে না। তবে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসার আবেদন দূতাবাসে গিয়েই করতে হবে। নতুন ভিসা ও ভিসা বৈধকরণ উভয় ক্ষেত্রে দূতাবাসের ধার্য করা ফি প্রযোজ্য হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান ও অ্যাসোসিয়েশন আব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সভাপতি এস এন মঞ্জুর মোর্শেদ মাহবুব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ছুটির দিন ছাড়া রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভিসা সেন্টার খোলা থাকবে। বিকেল ৩টা পর্যন্ত ভিসার আবেদন ও ফি জমা নেওয়া হবে। আর পাসপোর্ট সংগ্রহ করা যাবে বিকেল ৪টার মধ্যে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত