Ajker Patrika

না জানিয়ে এনআইডি সেবা নেওয়া প্রতিষ্ঠানে পরিদর্শনে যাবে ইসি

আজকের পত্রিকা ডেস্ক­
না জানিয়ে এনআইডি সেবা নেওয়া প্রতিষ্ঠানে পরিদর্শনে যাবে ইসি

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেছেন, ‘আমরা অভিযুক্ত প্রতিষ্ঠানকে শোকজ করেছি, তারা সেটার জবাব দিলে পরবর্তী ব্যবস্থা নেব। একাধিক কমিটি করব, সেখানে বিভিন্ন সংস্থার লোক থাকবে, আমাদের টেকনিক্যাল লোক থাকবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে না জানিয়ে সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানে পরিদর্শন করবে।’

আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য যাচাই সেবা নেওয়া প্রতিষ্ঠানের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

ডিজি এনআইডি বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা, যারা তৈরি করেছে, তাদের দুর্বলতা, সেবাগ্রহীতাদের অনিয়মের কারণে তথ্য চুরি হয়েছে। অনেক সেবা গ্রহণকারী নাগরিকের তথ্য এমনভাবে উন্মুক্ত করেছে, যাতে সবাই সেটা নিতে পারে, এটা খুবই অনভিপ্রেত। তথ্যভান্ডারকে নিরাপদ করতে হবে।

অভিযুক্ত পাঁচ প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, মহিলাবিষয়ক অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়ের আইবাস, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং ইউসিবি ব্যাংকের উপায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোর শোকজের জবাবের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। খতিয়ে দেখা হচ্ছে তথ্য পাচারের ঘটনা ইচ্ছাকৃত কি না।

এদিকে জুলাই অভ্যুত্থানে আহতদের হাসপাতালে চিকিৎসাধীনদের হাতে স্মার্ট কার্ড পৌঁছে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন ১৭ জনের হাতে স্মার্ট কার্ড ও বয়স কম হওয়ার কারণে ৩ জনের হাতে লেমিনেটেড এনআইডি তুলে দেন ডিজি এনআইডি।

জুলাই-আগস্টের অভ্যুত্থানে আহত যাঁরা এখনো স্মার্ট কার্ড পাননি, তাঁদের নির্বাচন কমিশনে যোগাযোগ করতে বলেন ডিজি এনআইডি।

এর আগে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন ২৪ জনকে স্মার্ট কার্ড দিয়েছে ইসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাশিয়ার জব্দ ১৬২ বিলিয়ন ডলার দিয়ে ইউক্রেনের জন্য কোথা থেকে অস্ত্র কেনা হবে, তা নিয়ে বিভক্ত ইইউ

প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব আবেগতাড়িত, রাষ্ট্র আবেগের ওপর চলে না: সালাহউদ্দিন

‎টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পঞ্চগড়ে উদ্ধার

আসামিদের কোনো অনুশোচনা নেই, উল্টো সেনাবাহিনীকে রাষ্ট্রের বিরুদ্ধে উসকে দিয়েছে: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনা ও কামালসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায়ের দিন নির্ধারণ ১৩ নভেম্বর

এলাকার খবর
Loading...