নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং জাতীয় সনদ তৈরি কেবল কমিশনের একার কাজ নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। রাজনৈতিক দলগুলোকেও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন তিনি।
আজ বুধবার সকালে জাতীয় সংসদের এলডি হলে নাগরিক ঐক্যের সঙ্গে বৈঠকের আগে এসব কথা বলেন কমিশনের সহসভাপতি।
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ একটি জাতীয় সনদ তৈরি করতে সহযোগিতা করা উল্লেখ করে আলী রীয়াজ বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশন গত ১৫ ফেব্রুয়ারি থেকেই চেষ্টা করছে। আমাদের দিক থেকে চেষ্টা করছি কিন্তু এটাই যথেষ্ট নয়। আপনাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগী শক্তি যারা, যাদের সঙ্গে আপনাদের ভিন্নমত আছে, তারাও একটু আলোচনা করুন নিজেদের মধ্যে। এটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা, জাতীয় সনদ তৈরির চেষ্টা শুধু কমিশনের কাজ নয়। এটা জনগণের অর্পিত দায়িত্ব আমাদের ও আপনাদের (দলগুলোর) ওপর। আমাদের কাজ হচ্ছে কেবল সহযোগিতা করা। তো সেই চেষ্টায় আপনারা অব্যাহত আছেন ও থাকবেন এটা আশা করি।’
আলী রীয়াজ বলেন, ‘আমরা প্রাথমিক পর্যায়ে যে ৩৫টি দলের পক্ষ থেকে বিভিন্ন রকম প্রস্তাব বিষয়ে তাদের মতামত পেয়েছি, তাদের সঙ্গে আলোচনা অব্যাহত আছে। আমরা আশা করছি, ১৫ মে এর মধ্যে প্রাথমিক আলোচনা শেষ করতে পারব। দ্বিতীয় পর্যায়ের আলোচনা তার পরেই শুরু করব। ফেব্রুয়ারির ১৫ তারিখে ছয় মাসের জন্য জাতীয় ঐকমত্য কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে, যত দ্রুততার মধ্যে সম্ভব একটি জাতীয় সনদের জায়গায় সবাইকে দাঁড় করানো। সেই চেষ্টায় আপনারা (দলগুলো) সহযোগিতা করছেন, সাহায্য করছেন।’
রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে কিছু মৌলিক বিষয়ে একমত হবেন এমন প্রত্যাশা করে আলী রীয়াজ বলেন, ‘প্রত্যেকটি রাজনৈতিক দলের আলাদা অবস্থান অবশ্যই থাকবে। কিন্তু তার পাশাপাশি যেটা দরকার, আমাদের সবাইকে মৌলিক জায়গাগুলোতে একমত হতে হবে। তার জন্য নিঃসন্দেহ রাজনৈতিক দলগুলোর প্রত্যেকেই কিছু কিছু ছাড় দেবেন আমরা আশা করছি।’
নাগরিক ঐক্য জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবনার ১১৮টি বিষয়ে একমত হয়েছে, ৩৮টি বিষয়ে একমত হয়নি এবং আংশিক একমত হয়েছে ১০টি বিষয়ে। দলটির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার বলেন, ‘প্রায় প্রতিটি দল ১০০টির মতো বিষয়ে একমত হয়েছে। এইটা নিয়েও আমরা একমত হয়ে একটা ঘোষণা দিতে পারি।
শহীদুল্লাহ কায়সারের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধিদল কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নেয়। বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে রয়েছেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, আইয়ুব মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।
জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং জাতীয় সনদ তৈরি কেবল কমিশনের একার কাজ নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। রাজনৈতিক দলগুলোকেও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন তিনি।
আজ বুধবার সকালে জাতীয় সংসদের এলডি হলে নাগরিক ঐক্যের সঙ্গে বৈঠকের আগে এসব কথা বলেন কমিশনের সহসভাপতি।
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ একটি জাতীয় সনদ তৈরি করতে সহযোগিতা করা উল্লেখ করে আলী রীয়াজ বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশন গত ১৫ ফেব্রুয়ারি থেকেই চেষ্টা করছে। আমাদের দিক থেকে চেষ্টা করছি কিন্তু এটাই যথেষ্ট নয়। আপনাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগী শক্তি যারা, যাদের সঙ্গে আপনাদের ভিন্নমত আছে, তারাও একটু আলোচনা করুন নিজেদের মধ্যে। এটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা, জাতীয় সনদ তৈরির চেষ্টা শুধু কমিশনের কাজ নয়। এটা জনগণের অর্পিত দায়িত্ব আমাদের ও আপনাদের (দলগুলোর) ওপর। আমাদের কাজ হচ্ছে কেবল সহযোগিতা করা। তো সেই চেষ্টায় আপনারা অব্যাহত আছেন ও থাকবেন এটা আশা করি।’
আলী রীয়াজ বলেন, ‘আমরা প্রাথমিক পর্যায়ে যে ৩৫টি দলের পক্ষ থেকে বিভিন্ন রকম প্রস্তাব বিষয়ে তাদের মতামত পেয়েছি, তাদের সঙ্গে আলোচনা অব্যাহত আছে। আমরা আশা করছি, ১৫ মে এর মধ্যে প্রাথমিক আলোচনা শেষ করতে পারব। দ্বিতীয় পর্যায়ের আলোচনা তার পরেই শুরু করব। ফেব্রুয়ারির ১৫ তারিখে ছয় মাসের জন্য জাতীয় ঐকমত্য কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে, যত দ্রুততার মধ্যে সম্ভব একটি জাতীয় সনদের জায়গায় সবাইকে দাঁড় করানো। সেই চেষ্টায় আপনারা (দলগুলো) সহযোগিতা করছেন, সাহায্য করছেন।’
রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে কিছু মৌলিক বিষয়ে একমত হবেন এমন প্রত্যাশা করে আলী রীয়াজ বলেন, ‘প্রত্যেকটি রাজনৈতিক দলের আলাদা অবস্থান অবশ্যই থাকবে। কিন্তু তার পাশাপাশি যেটা দরকার, আমাদের সবাইকে মৌলিক জায়গাগুলোতে একমত হতে হবে। তার জন্য নিঃসন্দেহ রাজনৈতিক দলগুলোর প্রত্যেকেই কিছু কিছু ছাড় দেবেন আমরা আশা করছি।’
নাগরিক ঐক্য জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবনার ১১৮টি বিষয়ে একমত হয়েছে, ৩৮টি বিষয়ে একমত হয়নি এবং আংশিক একমত হয়েছে ১০টি বিষয়ে। দলটির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার বলেন, ‘প্রায় প্রতিটি দল ১০০টির মতো বিষয়ে একমত হয়েছে। এইটা নিয়েও আমরা একমত হয়ে একটা ঘোষণা দিতে পারি।
শহীদুল্লাহ কায়সারের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধিদল কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নেয়। বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে রয়েছেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, আইয়ুব মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, তাঁর পরিবারের সদস্য, বেক্সিমকো গ্রুপ-সংশ্লিষ্ট কোম্পানি এবং তাঁদের স্বার্থসংশ্লিষ্ট সব কোম্পানির শেয়ার, বিও হিসাব ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগেবাংলাদেশ আজ ভারত ও পাকিস্তান উভয়কেই শান্ত থাকার, সংযম প্রদর্শনের ও পরিস্থিতি আরও খারাপ করতে পারে—এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
৮ ঘণ্টা আগেভারত থেকে বাংলাদেশে নাগরিকদের জোর করে ঠেলে পাঠানোর (পুশ ইন) ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তিনি বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভারত সরকারের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং তাদের জানানো হবে, প্রকৃত বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠাতে হলে তা
৮ ঘণ্টা আগেবিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বুধবার বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাণীতে তারেক রহমান বলেছেন, ‘আমাদের জাতীয় জীবনের সব ক্ষেত্রে বিশ্বকবির অবদান নিঃসন্দেহে অনস্বীকার্য। এশিয়া মহাদেশে প্রথম নোবেল পুরস্কারপ্রাপ্ত বহুমুখী প্রতিভার অধিকারী কবিগুরু রব
৯ ঘণ্টা আগে