অনলাইন ডেস্ক
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি বিমানের ধ্বংসাবশেষ নিয়ে জল্পনা শুরু হয়েছে। ভারত পাকিস্তানে হামলার কথা ঘোষণার পরপরই বিমানটি সেখানে বিধ্বস্ত হয়। এতে অবশ্য কেউ হতাহত হয়নি। কিন্তু ধ্বংসাবশেষ দেখে বোঝা যাচ্ছে না, এটি ভারতের নাকি পাকিস্তানের।
সিএনএনের স্থানীয় প্রতিবেদক মুখতার আহমেদ জানিয়েছেন, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি অপরিচিত বিমান বিধ্বস্ত হয়েছে।
বিমানটি ওয়ুয়ান গ্রামে ভেঙে পড়েছে, যা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রধান শহর শ্রীনগর থেকে ১৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।
স্থানীয় বাসিন্দা আবদুল রশিদ সিএনএনকে বলেন, ‘আমরা একটি উড়ন্ত বিমানের শব্দ শুনি এবং তারপর একটি বড় বিস্ফোরণ হয়। আমরা আতঙ্কিত হয়ে ঘর থেকে ছুটে আসি এবং দেখি সেটিতে আগুন লেগে গেছে। ভাগ্যক্রমে কেউ আহত হয়নি।’
শ্রীনগরের ফায়ার সার্ভিস সদর দপ্তরের একজন ডিউটি অফিসার সিএনএনকে জানিয়েছেন, ওয়ুয়ানের একটি স্কুল ভবনের ওপর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘আমাদের কর্মীরা এখনো ঘটনাস্থলে রয়েছে এবং বিস্তারিত তথ্য জানার অপেক্ষায় আছি।’
বার্তা সংস্থা এএফপির প্রকাশিত ছবিতে ওয়ুয়ানের একটি লাল ইটের ভবনের পাশে একটি মাঠে বিমানের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে।
ধ্বংসাবশেষের ছবি দেখে তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি বিমানটি ভারতের নাকি পাকিস্তানের।
শ্রীনগরের স্থানীয়রা আজ বুধবার সকালে একটি জোরালো বিস্ফোরণের শব্দ শুনেছেন। রাতে ভারত পাকিস্তানে বিমান হামলার কথা ঘোষণার কাছাকাছি সময়ে শব্দ শোনা গিয়েছিল।
এদিকে ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার কথা বলেছে। এতে অন্তত আটজন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানও পাল্টা আক্রমণের কথা বলেছে। তারা বিমান বা ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে পরিষ্কার করে কিছু বলেনি। সীমান্তে অন্তত পাঁচজন ভারতীয় নাগরিক নিহত হওয়ার কথা স্বীকার করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।
পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। বিমানগুলোর মধ্যে তিনটি রাফাল, একটি সুখোই-৩০ এবং একটি মিগ-২৯ রয়েছে। এ ছাড়া, বেশ কয়েকটি মনুষ্যবিহীন ড্রোনও ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান।
আরও খবর পড়ুন:
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি বিমানের ধ্বংসাবশেষ নিয়ে জল্পনা শুরু হয়েছে। ভারত পাকিস্তানে হামলার কথা ঘোষণার পরপরই বিমানটি সেখানে বিধ্বস্ত হয়। এতে অবশ্য কেউ হতাহত হয়নি। কিন্তু ধ্বংসাবশেষ দেখে বোঝা যাচ্ছে না, এটি ভারতের নাকি পাকিস্তানের।
সিএনএনের স্থানীয় প্রতিবেদক মুখতার আহমেদ জানিয়েছেন, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি অপরিচিত বিমান বিধ্বস্ত হয়েছে।
বিমানটি ওয়ুয়ান গ্রামে ভেঙে পড়েছে, যা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রধান শহর শ্রীনগর থেকে ১৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।
স্থানীয় বাসিন্দা আবদুল রশিদ সিএনএনকে বলেন, ‘আমরা একটি উড়ন্ত বিমানের শব্দ শুনি এবং তারপর একটি বড় বিস্ফোরণ হয়। আমরা আতঙ্কিত হয়ে ঘর থেকে ছুটে আসি এবং দেখি সেটিতে আগুন লেগে গেছে। ভাগ্যক্রমে কেউ আহত হয়নি।’
শ্রীনগরের ফায়ার সার্ভিস সদর দপ্তরের একজন ডিউটি অফিসার সিএনএনকে জানিয়েছেন, ওয়ুয়ানের একটি স্কুল ভবনের ওপর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘আমাদের কর্মীরা এখনো ঘটনাস্থলে রয়েছে এবং বিস্তারিত তথ্য জানার অপেক্ষায় আছি।’
বার্তা সংস্থা এএফপির প্রকাশিত ছবিতে ওয়ুয়ানের একটি লাল ইটের ভবনের পাশে একটি মাঠে বিমানের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে।
ধ্বংসাবশেষের ছবি দেখে তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি বিমানটি ভারতের নাকি পাকিস্তানের।
শ্রীনগরের স্থানীয়রা আজ বুধবার সকালে একটি জোরালো বিস্ফোরণের শব্দ শুনেছেন। রাতে ভারত পাকিস্তানে বিমান হামলার কথা ঘোষণার কাছাকাছি সময়ে শব্দ শোনা গিয়েছিল।
এদিকে ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার কথা বলেছে। এতে অন্তত আটজন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানও পাল্টা আক্রমণের কথা বলেছে। তারা বিমান বা ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে পরিষ্কার করে কিছু বলেনি। সীমান্তে অন্তত পাঁচজন ভারতীয় নাগরিক নিহত হওয়ার কথা স্বীকার করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।
পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। বিমানগুলোর মধ্যে তিনটি রাফাল, একটি সুখোই-৩০ এবং একটি মিগ-২৯ রয়েছে। এ ছাড়া, বেশ কয়েকটি মনুষ্যবিহীন ড্রোনও ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান।
আরও খবর পড়ুন:
উপমহাদেশের পারমাণবিক শক্তিধর দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ বেড়েই চলেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে ভারতের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা এবং কাশ্মীর সীমান্তে দুই পক্ষের গোলাগুলির পর গত বুধবার দিবাগত রাতে পাকিস্তানের কয়েকটি জায়গায় ড্রোন হামলা চালিয়েছে ভারত...
৯ মিনিট আগেচীনের তৈরি জে-১০ যুদ্ধবিমান ব্যবহার করে পাকিস্তান অন্তত দুটি ভারতীয় সামরিক বিমান গুলি করে ভূপাতিত করেছে বলে রয়টার্সকে জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা। বিষয়টি বেইজিংয়ের উন্নত যুদ্ধবিমানের পারদর্শিতা সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে বলেও মন্তব্য করেছেন তারা...
৩২ মিনিট আগেপাকিস্তান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ভারতের পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে উপমহাদেশের দুই পারমাণবিক শক্তিধর দেশের সম্পর্ক। আজ বৃহস্পতিবার রাতে পাকিস্তান থেকে ভারতের জম্মু বিমানবন্দরের দিকে অন্তত আটটি ক্ষেপণাস্ত্র ও তিনটি ড্রোন ছোড়া হয় বলে দাবি করে ভারত। তবে এগুলোর বেশির ভাগই...
৪ ঘণ্টা আগেবিশ্বজুড়ে ১৪০ কোটি ক্যাথলিকদের নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট। ৬৯ বছর বয়সী এই ধর্মগুরু এখন থেকে পরিচিত হবেন পোপ চতুর্দশ লিও নামে। তিনি হচ্ছেন ইতিহাসে প্রথম মার্কিন নাগরিক যিনি পোপের আসনে বসছেন।
৪ ঘণ্টা আগে